adds

Teachers' Day/শিক্ষক দিবস

                                      Teachers' Day/শিক্ষক দিবস 

(English and Bengali both languages are available)
                    "একজন প্রকৃত শিক্ষক হলেন একটি মোমবাতির মতো-যিনি
                        নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন।"

TEACHER

T- Tolerant

E- Energetic

A- Awesome

C- Caring

H-Helper

E-Excellent

R- Responsible

 একজন মানুষের সমস্ত সফলতার পেছনে যেমন মা বাবার অবদান থাকে তেমনি শিক্ষক শিক্ষিকার অবদান ও অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শুধু পড়াশুনায় এগিয়ে যাওয়া নয় তিনি তাঁর ছাত্র ছাত্রীদের মানুষের মতো মানুষ হতে সাহায্য করে। তিনি যেমন ছাত্রের সাফল্যের পাশে থাকেন তেমনি ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়ে থাকেন, একটি ছোট চারাগাছ যেমন কারো যত্নে বড় হয়ে উঠে আমাদের ফুল, ফল, ছায়া, অক্সিজেন আরও কত কি উপকারে  আসে একজন আদর্শ শিক্ষকের  শিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্ররা ও তেমনি আদর্শ মানুষ হয়ে উঠে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। গুরু দ্রোণাচার্য না থাকলে যেমন অর্জুন বিশ্বে সেরা তীরন্দাজ তৈরি হত না তেমনি ভালো শিক্ষক না থাকলে আমাদের সমাজে এত ভালো ভালো মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, গায়ক কিছুই তৈরি হত না। একমাত্র পিতা, মাতা ও শিক্ষকই পারেন দুর্নীতি মুক্ত ভালো সুন্দর সমাজ উপহার দিতে। তাই দেশের উন্নতির চাবিকাঠি শিক্ষক শিক্ষিকার কাছেই লুকিয়ে আছে।

সারা বিশ্ব তাই শিক্ষকদের সন্মানের উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয়। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ - ১৭ই এপ্রিল, ১৯৭৫) যেমন ছিলেন একজন আদর্শ অধ্যাপক তেমনি ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ ও দার্শনিক। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি বিশ্বাস করতেন সমাজের প্রত্যেক মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে সমাজে আপশক্তির বিনাশ ঘটবে। ছাত্রজীবনে ও তিনি অতি মেধাবী ছিলেন। ১৯৬২ সাল থেকে তাঁকে সন্মান জানানোর উদ্দেশ্যে ৫ই সেপ্টেম্বর (তাঁর জন্মদিনটি) জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

আমার শিক্ষক দিবসের অনুভূতি -

        আজ সকালবেলায় ঘুম থেকে উঠে মোবাইল খুলে দেখতে পাই আমার এক প্রাক্তন ছাত্রীর ম্যাসেজ (massage)।

তাতে ছিল ওর অনেক আঁকা আর একটা ছোট লেখা। 

                                  


 তার লেখা কিছু শব্দ আজকের দিনে আমার কাছে এক বড় প্রাপ্তি। জানিনা আমার সামান্য ক্ষমতায় আমি তাকে কতটুকু পুঁথিগত শিক্ষা দিতে পেরেছি কিন্তু আজ তার কাছ থেকে পাওয়া এই উপহারের মধ্যে যে ভালবাসা ও সন্মান লুকিয়ে আছে তা দেখে শিক্ষিকা হিসেবে আমি খুব গর্বিত হলাম। আর ভগবানের কাছে প্রার্থনা রইল আমার সব ছাত্রছাত্রীরা যেন অনেক অনেক বড় হয়। আসলে ছাত্রদের কাছ থেকে পাওয়া সন্মান ও ভালবাসাই শিক্ষকের বড় প্রাপ্তি। তাই আজকের দিনের এই আনন্দটা আমার সমস্ত শিক্ষক ভাই ও বোনেরা উপলব্দি করতে পারবে। তাই আজ সমস্ত শিক্ষকদের আন্তরিক শুভেছা রইল। 

English Translation

          "  A good teacher is like a candle – it consumes itself to light the way for others."

The contribution of a teacher is as much as the contribution of a parent behind all the success of human beings. An ideal teacher not only progresses the students in their studies but also helps the students to become good human beings. They encourage students to stand on the side of success as well as on the side of failure, how a small plant grows in someone's care and gives us flowers, fruits, shade, oxygen. In this way, a teacher helps a student to move forward. Without Guru Dronacharya, just as Arjuna would not have become the best archer in the world. Without good teachers, our society would not have produced such good people as Doctors, Engineers, Writers, Singers. Only father, mother and teachers can give the gift of a good and beautiful society free from corruption. So the key to the development of a country is hidden in a teachers hand.  

Teachers' Day is celebrated all over the world to the honour of a teacher. Dr Sarvepalli Radhakrishnan (September 5,1888-April 17,1975) was an ideal professor as well as an ideal politician and philosopher. He was the second president of India. He believed that if every person in society become educated in higher education, then the evil power in the society would be destroyed. Since 1962, September 5(his birthday) has been celebrated as National Teachers' Day to honour him.

My feelings as a teacher-:

I woke up this morning and opened my mobile and saw a message from one of my former students. I was very proud to see the massage.

Some of her words are a great achievement for me today. I don't know how much education I have been able to give her in my little power but I am very proud as a teacher to see the love and respect hidden in this gift from her today and I pray to God that all my students would grow up. In fact, the honour and love received from the students is a great achievement of the teacher. I think all teachers will be able to experience this joy today. Best wishes to all the teachers. 

                                         

Post a Comment

6 Comments

  1. শিশুদের জীবনের মূল মন্ত্র শেখায় এক জন শিক্ষক। মনুষ্য সমাজের মূল ধারার অব্যাহত রাখার দায়িত্ব বর্তায় শিক্ষক র উপর। পুঁথিগত শিক্ষা ব্যবস্থা র বাদে ও ছাএ সমাজের সঠিক পথের দিশারী ও কারিগর হলেন শিক্ষক। ছাএ ও শিক্ষক র সম্পর্ক ভাষা র মাপকাঠি দিয়ে মাপা যায় না। শিক্ষক আমার নমস্য।

    ReplyDelete

Thanks for comments.