রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
(English and Bengali both languages are available)
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ কবি ,নাট্যকার ,গল্পকার,চিত্রকর,অভিনেতা,দার্শনিক, অভিনেতা, ছোটো গল্পকার।রবীন্দ্রনাথ ঠাকুর কে কবিগুরু, বিশ্বকবি বিভিন্ন নামে ভূষিত করা হয়। নোবেল পুরষ্কার প্রাপ্ত প্রথম বাঙালি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত “গীতাঞ্জলি” এবং “জীবন স্মৃতি” আজও বাঙালির মনে চির স্মরণীয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দানের ঐশ্বর্যে আজ ও ভরে আছে বাঙ্গালির প্রাণ।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কলমে সর্বকালের কথা লিখে গেছেন। তিনি তাঁর সময়ে বসে আমাদের বর্তমানের কথা ও লিখে গেছিলেন। তাই, আজও তাঁর অমর সৃষ্টির মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায়।২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে তাঁর লেখা কিছু দুর্দান্ত উক্তির কিছু অংশ আপনাদের সামনে নিয়ে এলাম।----
১) মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
২)যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
৩) মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।
৪) মানুষ পণ করে, পণ ভাঙিয়া ফেলিয়া, হাঁফ ছাড়িবার জন্য।
৫) সময়ের সমুদ্রে আছি কিন্তু একমুহূর্ত সময় নেই।
৬) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
৭)যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না।
8) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই ।
৯) ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা,
একা একা দিন যে আমার কাটে না রে।
১০) যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।
১১) উপদেশ দেওয়া সরল কিন্তু উপায় বলা কঠিন।
১২) বিপদে মােরে রক্ষা করাে এ নহে মাের প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয় ।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা , দুঃখে যেন করিতে পারি জয়।
১৩) মনুষ্য জীবন একটা নদীর মতো, যেটা তার প্রবাহের দ্বারা নতুন দিশায় পথ বানিয়ে নেয়।
১৪) আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস ।
যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো।
১৫) সোহাগের সাথে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারীতে লংকামরিচের মতো।
১৬) যদি তুমি কাউকে ভালবাস, তবে তাকে মুক্তি দাও।
যদি ফিরে আসে সে তোমার, আর যদি ফিরে না আসে,
সে কখনো তোমার ছিলো না।
১৭) আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।
১৮)কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে।
১৯)ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?
২০)হয়তো তুমি তোমার মতই , আমিও ঠিক তাই ,
তবু বলতে ইচ্ছে হয় ,.........
আমার পরান যাহা চায় ,
তুমি তাই ---
২১)সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন।
২২)নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে।
২৩) এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি,যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
শুভ রবীন্দ্র জয়ন্তী।
Rabindranath Tagore quotes
1) Let me not pray to be sheltered from dangers,
but to be fearless in facing them.
2) Everything comes to us that belongs to us if we create the capacity to receive it.
3) Life is given to us, we earn it by giving it.
4) I slept and dreamt that life was a joy.
I awoke and saw that life was service.
I acted and behold, service was a joy.
5) Clouds come floating into my life,
no longer to carry rain or usher storm,
but to add color to my sunset sky.
6) You can’t cross the sea merely by standing and staring at the water.
7) Love is the only reality and it is not a mere sentiment.
It is the ultimate truth that lies at the heart of creation.
8) If you cry because the sun has gone out of your life,
your tears will prevent you from seeing the stars.
9)Faith is the bird that feels the light and sings when the dawn is still dark.
10) Love's gift cannot be given, it waits to be accepted.
11) The highest education is that which does not merely give information
but brings our life in harmony with all existence.
12)Love is an endless mystery because there is no reasonable cause that could explain it.
13) By plucking her petals you do not gather the beauty of the flower.
14) Every child comes with the message that God is not yet discouraged of man.
15) Death is not extinguishing the light;
it is only putting out the lamp because the dawn has come.
Happy rabindra jayanti.
1 Comments
Wonderful ☺️ amazing heart touching
ReplyDeleteThanks for comments.