পণ প্রথা/ Dowry
একুশ শতকে ডিজিটাল ভারত এ দাঁড়িয়ে সভ্যতা যেমন এগিয়ে চলেছে তেমনি শিক্ষার হার ও উন্নতির শিখরে। কিন্তু মানবসমাজের এত উন্নতির পর ও বদলায়নি কিছু মানুষের ঘৃণ্য মানসিকতা, অর্থলিপ্সা ও লালসা। শিক্ষিত হোক আর গ্রামের চাষা মানুষের দল ই হোক সবাই মৃগয়া হয়ে ছুটে চলছে পণ প্রথার পেছনে। আর তাতে আমাদের জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মেয়েরা তার শিকার হচ্ছে। ভারতে আজ পণ প্রথার কারণে নববধূর মৃত্যুর হার বিশ্বে সর্বাধিক। ২০১৫ সালে ৭৬ হাজারের ও বেশি নববধূকে পুড়িয়ে মারা হয় কিংবা নির্যাতনের মুখে আত্মহত্যায় বাধ্য করা হয়।
পণপ্রথা নিষিদ্ধ করতে ১৯৬১ সালে তৈরি হয় পণপ্রথা নিষিদ্ধ করন আইন। কিন্তু তাতেও মানুষের ঘৃণ্য মানুষিকতার পরিবর্তন হয়নি। এই প্রথার কারণে শুধু যে গ্রামের অশিক্ষিত দরিদ্র সমাজের মেয়েরা বলি হচ্ছে তা নয় আজ আমাদের শিক্ষিত সমাজে ও তার প্রভাব রয়ে গেছে।
মেয়েরা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়ার পরও এই প্রথার বলিদান হচ্ছে। তাই ১৯৮৩ সালে পণ প্রথা বিরোধী আইনের আরও সংশোধন হয়েছে মেয়েদেরকে এই প্রথার কুপ্রভাব থেকে রক্ষা করার জন্য।তবু আজ একুশ শতকের ডিজিটাল ভারতে দাঁড়িয়ে ও আমাদের সমাজের মেয়েরা এই প্রথার বলিদান হচ্ছে। সবচেয়ে দুঃখ জনক ব্যাপার অনেকক্ষেত্রে অপরাধী শাস্তি ও পায়না।
পুরাতন কালে হিন্দু সমাজে নারীরা পুরুষদের মতো একই ভাবে সম্পত্তির উত্তারাধিকারি হতো না। তাই অনেক আগে থেকেই হিন্দু সমাজে নারীদের বিয়ের সময় যৌতূক দেওয়া প্রচলন ছিল। কালক্রমে তা বিয়ের পণ হিসেবে এক ঘৃণ্য অপরাধে পরিণত হয়। আজ আমরা একুশ শতকে দাঁড়িয়ে ও এই অপরাধ থেকে মুক্তির পথ খুঁজে পাই না।
আজ কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সম্পত্তির উপর সবার সমান অধিকার। বরং আমার মতে একটা মেয়েকে আদর যত্ন করে মানুষের মত মানুষ করতে বাবা , মা এর টাকা পয়সা ও কষ্ট একটা ছেলে থেকে মেয়ের ক্ষেত্রে বেশি লাগে। আজ মেয়ের বাবা হয়ত ভাবছে মেয়েকে জিনিসপত্র, টাকাপয়সা, গয়না ভরিয়ে বিয়ে দিলে ভাল পাত্র পাওয়া যাবে মেয়ে অনেক ভাল থাকবে। কিন্তু টাকা পয়সা দিয়ে কি সব সময় সুখ কেনা যায় । তাই পণ প্রথা বন্ধ করতে হলে মেয়ের বাবা ছেলের বাবা সবাইকে এগিয়ে আস্তে হবে আর তার সাথে মেয়েদের মানসিক শক্তিকে বাড়িয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে।
আমার পরবর্তী প্রতিবেদন পনপ্রথা নিয়ে তিন বান্ধবীর গল্প।
English Translation :
In the 21st century, digital India stands at the peak of the education rate and progress as civilization progresses. But after so much progress in human society, the abominable mentality, greed, and lust of some people have not changed.
Whether educated people or a group of peasant people in the village, everyone is chasing after the dowry system. In it, girls of all classes, irrespective of their race, are facing this problem. In India today, the death rate of brides due to dowry is the highest in the world. In 2015, more than 6000 brides were burned to death or forced to commit suicide in the face of torture.
The Prohibition of the Dowry Act was enacted in 1961 to ban the dowry system. But even that did not change the abominable humanity of the people. It is not only the girls of the uneducated poor community of the village who are being sacrificed because of this practice but it has also had an impact on our educated society today.
Girls are sacrificing in this practice even after studying well. That is why the anti-dowry law was further amended in 1983 to protect girls from the ill effects of the practice. Yet today, in the 21st century digital India, girls are being sacrificed in our society. The saddest thing is that in many cases the perpetrators are not punished.
In ancient times, in Hindu society, women did not inherit property in the same way as men. So long ago in Hindu society, it was customary for women to give dowry at the time of marriage. At that time, it turned out to be a heinous crime. Today, we stand in the twenty-first century and find a way out of this crime. Today, everyone has equal rights over the property.
Rather, in my opinion, it takes more money and trouble for a girl than a boy to take care of a girl and make her a human being. Today, the girl's father may be thinking that if he gave her daughter more money and jewellery, she will get a good husband and the girl will be much better.
But happiness can not be bought with money. Therefore, in order to stop the dowry system, the father of the girl and the father of the boy will all be able to move forward slowly and girls should be self depended.
My next part of this topic is the story of three friends about dowry
5 Comments
👍
ReplyDeleteI strongly believe that, Dowery system is a deep black spot in our society. We r overcoming over but progressis very slow... and the only best way to over come on it.. along with selfdependent ... positive education and awareness is required... as now we can see.. even in educated and sound family incident r hapening..
ReplyDeleteyes sir, you are right.
DeleteVery true..Girls education and later Self dependency is required to overcome these issues in Society...
ReplyDelete👍
DeleteThanks for comments.