adds

দুর্গা পূজা - Durga Puja

                                                                দুর্গা পূজা - Durga Puja

          দুর্গা পূজা বাঙালি হিন্দুদের একটি বৃহত্তম উৎসব। এই পূজা নিয়ে আমাদের বাঙালিদের উত্তেজনার শেষ নাই। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কিন্তু তার মধ্যে দুর্গা পূজা আমাদের জীবনে একটা বিশাল জায়গা জুড়ে থাকে। বাঙালি যে যেখানে থাক না কেন (দেশে বা বিদেশে) সবাই নিজেদের মতো সময় বের করে এই উৎসব উৎযাপন করে। বছরের শুরুতে আমরা হাতে ক্যালেন্ডার পেলে সবার আগে দেখি নিজেদের জন্মদিনটা কি বার পড়ল তারপর ই দেখি দুর্গা পূজা কবে?
             দুর্গা পূজার তিন সারে তিন মাস আগে থেকে শুরু হয় কেনাকাটা। কাকে কি উপহার দিতে হবে সবকিছু নিয়ে ভাবনা চিন্তা। ষষ্ঠীর দিন পর্যন্ত চলে কেনা কাটা। মেয়েদের পার্লারের সামনে পরে বিশাল লাইন। শরতের আকাশে বাতাসে যেন ভেসে উঠে পূজার গন্ধ। এই দুর্গা পূজা ভারত বাংলাদেশ সহ বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ঝাড়খণ্ড ও বাংলাদেশে বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হয়। সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। 
                  এই তো গেল দুর্গা পূজা নিয়ে কিছু কথা যা সবাই জানে। কিন্তু এই দুর্গা পূজাকে ঘিরে প্রত্যেক বাঙালির জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ এই করোনা পরিস্থিতি হয়ত আমার মতো যারা ঘরে বসে আছ তাদের সকলেরই মনটা হয়তো খুব খারাপ লাগছে। অন্যান্য বছর দ্বিতীয়া থেকে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব তা নিয়ে কত কি পরিকল্পনা চলে। কিন্তু আজ ঘরে বন্ধি কোথাও যেতে ভয় লাগছে। হয়ত আমার জীবনে এই প্রথম যে পূজাতে ঘরে বসে আছি। 
                     কিন্তু এই পূজাকে ঘিরে যে কত স্মৃতি জড়িয়ে আছে। আজ যেন মন চাইছে ছোটবেলার সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। তখন কি যে আনন্দ হত তা মনে হয় সব ভাষায় প্রকাশ করা যাবে না। ছোটবেলায় আমরা ভাবি কবে বড় হব হয়ত তখন অনেক মজা হবে। কিন্তু বড় হয়ে বুঝতে পারি ছোটবেলার সেই দিনগুলো অনেক ভাল ছিল। জীবনের বিভিন্ন সময় দুর্গা পূজাকে নিয়ে যে অনেক অনুভূতি মনকে যেন আজ নাড়া দিচ্ছে। 
                     যখন আমরা অনেক ছোট ছিলাম তখন পূজার আগে থেকেই আমাদের কতগুলো জামা হল কে কি দিল, বন্ধুদের সাথে আলোচনা করা পূজার চারটে দিন সকাল বিকাল কে কি পরব। তারপর আবার কে কতটা পূজা দেখেছি তা হিসেব করে সবার সাথে (ভাই ,বোন ও বান্ধবী) প্রতিযোগিতা করা এমন কি তখন এমন ও হত,  হয়ত গাড়ি করে দেশের বাড়ি যাওয়ার সময় গাড়ি থেকে প্যান্ডেল দেখে তাও যুক্ত হচ্ছে দুর্গা পূজা কটা দেখলাম তার তালিকায়। তারপর সপ্তমীতে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যদিও বেশি দুরে যাওয়ার অনুমতি ছিল না কিন্তু তাও বন্ধুদের সাথে গল্প করা আড্ডা দেওয়া কি যে অদ্ভুত আনন্দ তা বলার অপেক্ষা রাখে না। সব বান্ধবীরা মিলে সেজেগুজে সবার প্রথম স্টুডিও তে সবাই মিলে ছবি তুলা নিজেদের পকেটমানি দিয়ে কিছু কিনে খাওয়া। তারপর পাড়ার ক্লাবে দুর্গা পূজার বিভিন্ন অনুষ্ঠান দেখা। দুর্গা পূজায় নিজেদের গান বা নাচের অনুষ্ঠান থাকলে তার অনেকদিন আগে থেকে ভাল করে অভ্যাস করা। আজ যেন মনে হচ্ছে সেই বন্ধুদের সাথে যদি আবার আগের মতো এত মজা করতে পারলাম।
                   মহাষ্টমীতে আবার ভাই বোনেরা সবাই মিলে ঘুরে ঘুরে ঠাকুর দেখা। কিছু দেখা হত রাতে কিছু আবার সকালবেলা সূর্যের আলো ফোটার আগেই ঠাকুর দেখতে বেড়িয়ে পরা। এই চারটে দিন যেন ঘুমের ও কোন ঠিকঠিকানা থাকত না। শুধু ঠাকুর দেখা ও মজা করা। নবমীরাতে আবার মা বাবার সাথে সারারাত জেগে গাড়ি নিয়ে বড় বড় প্যান্ডেলের ঠাকুর দেখা। মাঝরাতে হয়ত শরীরটা ক্লান্ত হয়ে পড়ত কিন্তু মনটা যেন বলত আর দেখব।
                   তবে দুর্গা পূজা ছোটবেলা বা বড়বেলা যখনই হোকনা কেন তার আনন্দ যে অপরিসীম। হয়ত বড়বেলায় আনন্দটা অন্য রকম। তখন নিজের হাতে পূজার দায়িত্ব তুলে নেওয়া। সন্ধি পূজার উপোস, নবমীর হোম ও ঠাকুরের ভোগ, বিজয়া দশমীর সিঁদুর খেলা। বিজয়া দশমী থেকে আবার ক্যালেন্ডারের পাতা উল্টানো। দিন গোনা। কবে মা আসবেন? সেই এক অদ্ভুত অনুভূতি। 
                এবছর না হয় ঘরে থেকে পুরনো দিনের স্মৃতির চারণ করে মা দুর্গাকে প্রণাম করে  সবাই মিলে একটাই প্রার্থনা করি মা যেন আমাদের এই  ভয়াবহ বিপদ থেকে উদ্দার করে আবার আগের মতো সুস্থ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেয়। 
                                          
 দুর্গা পূজা - Durga Puja


পূজো মানেই অনেক আনন্দ ও সুখ,
পুজো মানেই অনেক আড্ডা।
পূজোর দিনে আপন মনে যেন গেয়ে ওঠে মনটা।
             সুখের স্মৃতি মনে রেখে, সবাই মিলে রাগ ও অভিমান সব ভুলে, 
সুখের প্রদীপ জ্বেলে 
 রেখে আশায় থাকি মা যেন সবার মঙ্গল করেন।



English Translation 
            Durga Puja is one of the biggest festivals of Bengali Hindus. There is no end to the excitement of our Bengalis with this puja. Thirteenth festival in twelve months of Bengali. But Durga Puja occupies a huge place in our lives. No matter where the Bengalis live (at home or abroad), everyone celebrates this festival by spending time like themselves. At the beginning of the year, when we get the calendar in hand, first of all, let's see in which day my birthday in this year, then let's see when Durga Puja?
 
          Shopping started three or four months  before the Durga Puja and thinking about gift to give to someone. Marketing will still continue up to sosthi. Huge line after in front of girls parlour. The smell of worship floated in the air in the autumn sky. This Durga Puja is celebrated in many countries of the world including India and Bangladesh. However, it is celebrated with special pomp in West Bengal, Tripura and Jharkhand and Bangladesh. Durga Puja is usually held in the month of Ashwin.
      
       Here are some things about Durga Puja that everyone knows. But there are many memories in the life of every Bengali surrounding this Durga Puja. Today, this corona situation you may feel very bad sitting at home like me. In normal situation there are plans for pandal hopping. But today I am afraid to go somewhere. Maybe this is the first time in my life that I am sitting at home in Durga puja.

          But there are so many memories surrounding this worship. Today, I wish I could go back to those childhood days. What seemed to be a joy then could not be expressed in all languages. As a child, we thought that when we grow up, maybe it will be a lot of fun. But growing up, we realized that those childhood days were much better. Many feelings about Durga Puja at different times of life are moving the mind today.
      
        When we were very young, who gave us how many clothes we had count before the puja. Discuss with friends which one we will wear the four days of puja in the morning and afternoon. Then again competing with everyone (brothers, sisters and friends) by calculating how many pujas I have seen, even if it is like that, then maybe seeing a pandal from a car while going home by car is also added to the list of pujas. Going out with friends on the Saptami , even though it was not allowed to go far, but it is a strange pleasure to go out with friends. All the friends took pictures together in the  studio and bought something to eat with their own pocket money. Then we saw various Durga Puja programs in the club. Today it seems as if I could have as much fun with those friends again as before.

      In Mahasthami, all the brothers and sisters together go to pandal  hopping. Some were seen at night, some were seen again before the sun rose in the morning. During these four days, there was no sleep in our eyes. Just to see Durga and have fun. On the Navami, I woke up all night with my parents and go out to pandal  hopping . Maybe in the middle of the night the body would get tired but the mind want to see more.

       However, the joy of Durga Puja is immense, whether it is in childhood or in adulthood. Maybe the joy in adulthood is different. Then take the responsibility of worship in your own hands. Fasting of Sandhi Puja, oblation of fire of Nabami and Bhog of Durga, and SindurKhela in Vijaya Dashami . After that we are turning the page of the calendar and Count the days when will ma Durga come in next year?
  
     In this year With memories of the old days we all pray to mother Durga that mother saves us from this terrible danger situation and restores us to normal and healthy condition as before. 


      
        

Post a Comment

1 Comments

Thanks for comments.