adds

Navratri

                                                          Navratri 

নবরাত্রি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উত্সব। মহালয়ায় পিতৃ পক্ষের শেষ ও দেবী পক্ষের সূচনা হয়। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ন'টি রাত্রি দুর্গার নয়টি রূপের পুজো চলে এই নবরাত্রি তে। এই নবরাত্রি তে কেউ কেউ নয়দিন উপবাস করে কেউ কেউ আবার ১ম ও শেষ দিন উপবাস করে।কেউ কেউ আবার নিরামিষ ভোজন গ্রহণ করেন। এই নিরামিষ ভোজন ও উপবাসের দুটো ব্যাখ্যা পাওয়া যায়।
          ১। পরম্পরাগত  ব্যাখ্যা- অনেকই ভাবে  নিরামিষ ভোজন বা উপবাস করলে আমরা ভগবানের অনেক কাছে যেতে পারি। তাছাড়া নিরামিষ ভোজনে ভগবানের সাথে একাত্ম হওয়ার শক্তি বৃদ্ধি পায়।
          ২। বৈজ্ঞানিক ব্যাখ্যা-  নবরাত্রি বছরে দুবার ঋতু পরিবর্তনের সময় হয়। সেই সময় আমাদের অনাক্রম্যতা শক্তি অনেক কম থাকে। ফলে আমাদের শরীর খারাপের প্রবণতা অনেকটা বেড়ে যায়।নিরামিষ খাবারে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ তন্তু, ভিটামিন সি, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, সম্পৃক্ত স্নেহপদার্থ, ও প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ থাকে। যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। 
              এই উত্সবটি দুর্গা ও রাক্ষস মহিষাসুরের মধ্যে সংঘটিত বিশিষ্ট যুদ্ধের সাথে সম্পর্কিত এবং আসুরের উপর ভগবানের জয়ের উল্লাসে উদযাপন করা হয়। এই নয় দিন একমাত্র দেবী দুর্গা এবং তাঁর নয় অবতারকে - নবদুর্গাকে উত্সর্গীকৃত।
    নবরাত্রিতে মা দুর্গার নয়টি রূপের বর্ণনা 
১। শৈলপুত্রী - শৈলরাজ হিমালয়ের কন্যা হবার জন্য দেবীর এক নাম শৈলপুত্রী।তাঁর এক হাতে পদ্ম, অপর হাতে ত্রিশূল। তাঁর বাহন বৃষ। মা শৈলপুত্রী মনোবল বৃদ্ধি করেন।
২। ব্রহ্মচারিণী -  যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন, ভক্তকেও ইনি ব্রহ্মপ্রাপ্তি করান। মা ব্রহ্মচারিণী মনোসংযোগ বৃদ্ধি করেন। তাঁর এক হাতে জপমালা অপর হাতে কমণ্ডলু।
৩। চন্দ্রঘন্টা - দেবীদুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘন্টা যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল, চন্দ্রের চেয়েও লাবণ্যবতী ইনি। তাঁর মাথায় থাকে এক ফালি চাঁদ। চাঁদের একার আবার ঘণ্টার মতো। মা চন্দ্রঘণ্টা সাংসারিক সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন।
৪। কুষ্মণ্ডা - উষ্মার অর্থ তাপ । দুর্বিষহ ত্রিতাপ হল কুষ্মা।যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অন্ডে ধারণ করেন অর্থাৎ সমগ্র সংসার ভক্ষণ করেন ইনি। মা কুষ্মণ্ডা সুখ ও সমৃদ্ধি দেন।
৫। স্কন্দমাতা - দেব সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা। মা স্কন্দমাতা গৃহের যে কোনও রকম অশান্তি নাশ করেন। 
৬। কাত্যায়নী - তিনি ঋষির আশ্রমে দেবকার্যের জন্য আবির্ভূত হয়েছিলেন। ইনি বৃন্দাবনে দেবী গোপবালা রূপে পূজিত ছিলেন।  ব্রজের গোপবালারা এই কাত্যায়নীর কাছে প্রার্থণা করেছিলেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য তাই ব্রজের দুর্গার নাম কাত্যায়নী । মা কাত্যায়নী শত্রু নাশ করেন। 
৭। কালরাত্রি - কালরাত্রির বাহন গাধা। তাঁর গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো।  তিনি এলোকেশী। তাঁর গলায় বজ্রের মালা দোলে। তিনি চতুর্ভূজা, তাঁর চার হাতে বর ও অভয়মুদ্রা এবং খড়্গ ও লোহার কাঁটা রয়েছে। তিনি শুভফলের দেবী।
 ৮। মহাগৌরী -  তিনি সন্তানবত্সলা, শিবসোহাগিনী, বিদ্যুদ্বর্ণা মা দুর্গার প্রসন্ন মূর্তি । কারও বাড়িতে বিবাহজনিত কোনও সমস্যায় তাঁর ধ্যান করা খুব ভাল দেয়।
৯। সিদ্ধিদাত্রী - তিনি অপরূপ লাবণ্যময়ী চতুর্ভুজা, ত্রিনয়নী, প্রাতঃসূর্যের মত রঞ্জিতা যোগমায়া মাহেশ্বরী ইনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন।
                                              Navratri

                                                        ব্রহ্মচারিণী




English translation
         Navratri is an important festival of the Hindus. In Mahalaya, the father's side ends and the goddess's side begins. On this Navratri, nine forms of Durga are worshiped for nine nights from the pratipod of Shuklapaksha to the nabomi.
         On this Navratri, some people fast for nine days and some people fast on the first and last day. Some people eat vegetarian food. There are two explanations for this vegetarian diet and fasting.
             1. Traditional belief- Many people thinks that we can go much closer to God by eating vegetarian food or fasting. Moreover, vegetarianism increases the power of oneness with God.
             2.Scientific explanation- Navratri is the time of change of seasons twice a year. At that time our immunity is much less. As a result, our body's tendency to deteriorate increases a lot. Vegetarian foods are rich in vegetable fiber, vitamin C, vitamin E, folic acid, magnesium, saturated fats, and plenty of vegetable chemicals. Which helps keep our body healthy.
        The festival is associated to the prominent battle that took place between Durga and demon Mahishasura and celebrates the victory of Good over Evil. These nine days are solely dedicated to Goddess Durga and her nine forms.
   Description of nine forms of mother Durga in Navratri
          1. Shailaputri - Shailaputra is the name of the goddess to be the daughter of Shailaraj Himalayas. She has a lotus in one hand and a trident in the other. Her vehicle is Taurus. Mother Shailaputri boosts morale.
         2. Brahmacharini - one who imparts knowledge to Brahma herself, also makes the devotee attain Brahma. Mother Brahmacharini increases concentration. Beads(jopmala) in one hand and Kamandalu in the other.

       3. Chandraghanta - The bell given by Devaraja Indra for the killing of Mahishasura of Devidurga in which the great power of Gajraj Airabat was contained, She is more beautiful than the moon. She has a slice of the moon on his head. The moon alone is like a bell again. Mother Chandraghanta freed us from all worldly troubles.
        4.  Kushmanda- Kushmanda is a goddess, credited with creating the world with her divine smile.
Ku means "a little", Ushma means "warmth" or "energy". Mother Kushmanda gives happiness and prosperity.
      5. Skandamata - She is the mother of Lord Kartikeya or Skanda. Mother Skandamata destroys any disturbance in the house.
      6. Katyayani - Katyayani appeared in the sage's ashram for devotional work. She was worshiped in Vrindavan as Goddess Gopbala. The gopbalas of Braj prayed to this Katyayani to get Sri Krishna as her husband, hence the name of Durga of Braj is Katyayani. Mother Katyayani destroys the enemy.
      7.Kaalratri - Kaalratri is the seventh of the nine forms of the Goddess Durga, known as the Navadurga. This form of Goddess is believed to be the destroyer of all demon entities, ghosts, evil spirits and negative energies, who flee upon knowing of her arrival.
   8. Mahagauri - She is the eighth manifestation of goddess Durga and amongst the Navadurgas. She  is worshipped on the eighth day of Navaratri. According to Hindu mythology, Goddess Mahagauri has the power to fulfill all the desires of her devotees.
 9. SiddhidhatriSiddhidhatri is the ninth form of the Goddess Durga or Parvati.It is believed that one side of Lord Shiva's body is that of Goddess Siddhidatri. Therefore, he is also known by the name of Ardhanarishwar. She has four hands holding a discus, conch shell, mace, and lotus. She is sitting on a fully bloomed lotus.
    








Post a Comment

3 Comments

Thanks for comments.