adds

Relationship-সম্পর্ক

                                                                   Relationship-সম্পর্ক

       সম্পর্ক শব্দটি যদিও খুব ছোট কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে হাজারো অর্থ। এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সম্পর্ক দুধরনের হয়
                                ১। রক্তের সম্পর্ক  
                                   ২। জীবনে চলার পথে একজন মানুষের সাথে আরেকজন মানুষের পরিচয় ও আলাপচারিতায়।
          জন্ম থেকেই মা-বাবার সাথে একটি ভালবাসার সম্পর্ক তৈরি হয় যেটা অকৃত্রিম। মাবাবার মাধ্যমে আমরা আরও অনেক সম্পর্কের সাথে পরিচিত হই। যেমন দাদা, দিদি,কাকা,কাকিমা, মামা, মামি, দাদু, দিদা আর কত কি।
        আস্তে আস্তে স্কুলে যাই, কলেজে যাই সেখানে অনেক সমবয়সী মানুষের সাথে পরিচয় হয়। তাদের আমরা বন্ধু বলে থাকি।বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্কটা হল আয়নার মত। কারণ আমরা যখন কাঁদি তখন ওরা হাসে না। তারপর পড়াশুনা শেষ করে যখন অফিসে যাই তখন  সেখানে ও অনেক মানুষের সাথে পরিচয় হয়।ওরা সবাই অফিস কলিগ বা সহকর্মী। ওদের কেউ বয়সে বড়, কেউ আবার বয়সে ছোট, কেউ বা আবার সমবয়সী। সেই সহকর্মীদের কারো কারো সাথে খুব ভাল বন্ধুত্বের সম্পর্ক তৈরি, কারো সাথে দাদা,দিদি কারো সাথে আবার ছোট ভাই বনের মত সম্পর্ক তৈরি হয় যে সেই সম্পর্ক গুলো সারা জীবন থেকে যায়। ওদের মধ্যে কেউ কেউ যখন জীবনে ভাল খারাপ প্রতি
মুহূর্তে পাশে থাকে বা রাস্তা দিয়ে আনমনা হয়ে হাঁটতে দেখে যখন হঠাৎ বলে উঠে কি রে কি হল ঠিক আছিস তো মনটা যেন তখন একটা ভাল লাগায় ভরে যায়। এই সম্পর্ক গুলো কিন্তু রক্তের  সম্পর্ক নয়। আসলে এটা ই হয়ত সম্পর্কের বাঁধন।

           আবার মানুষ যখন একটা বয়সের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন আবার এক নূতন সম্পর্কের সূচনা হয় সেই সম্পর্কের নাম স্বামী- স্ত্রী। সেই সম্পর্কের সাথে গড়ে উঠে আরও অনেক আনুষঙ্গিক সম্পর্ক। তারপর সন্তান হলে আরও নূতন সম্পর্কের সূচনা হয়। সেই সন্তানকে বড় করতে গিয়ে জীবনে  চলার পথে সন্তানের সূত্রে আরও অনেকর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যারা হয়ত ছোটবেলার বন্ধু নয় তবু কিছু কিছু সম্পর্ক এত মধুর হয়ে উঠে যে মনে হয় যেন সেই সম্পর্ক গুলো বহু দিনের পুরানো।  এইভাবে আমরা আমাদের আশেপাশের মানুষ গুলোর সাথে জড়িয়ে থেকে সম্পর্ক গুলোকে বিভিন্ন নামে নামাঙ্কিত করে জীবনের পথে অগ্রসর হই। 
           সম্পর্ক নামক শব্দটির সাথে যেমন মিশে আছে আন্তরিকতা ও ভালবাসা তেমনি কখনো কখনো আবার শত্রুতার। 
        কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কোথায় যেন এই সম্পর্কের বাঁধন হালকা হয়ে যাচ্ছে। তা হউক রক্তের সম্পর্ক আর হউক পরিচয় সূত্রে সম্পর্ক। আসলে সম্পর্ক গড়া যত না সহজ তাকে ভালভাবে চালিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। এই সম্পর্কগুলিকে নিয়ে ভালভাবে বাঁচতে গেলে কিছু গুন থাকার যেমন প্রয়োজন যেমন সততা, উদারতা, বিশ্বস্ততা, বন্ধুত্ব, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, কাছের মানুষগুলোর মন বোঝার ক্ষমতা, সকলকে মন থেকে ভালবাসা। 
     অবশ্য কারো কারো এইগুণ গুলি থাকার পরও সম্পর্কে যেন ঘুণ ধরছে, আবার কারো কারো হয়ত এইগুণ গুলোর অভাব দেখা দিচ্ছে। তাই সম্পর্কের বাঁধন এত হালকা হয়ে যাচ্ছে।  
     আজকাল আমরা অনেকেই কাজের সূত্রে নিজের কাছের মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে থাকছি। কখনো আবার এই যান্ত্রিক পৃথিবীতে কাজের চাপে এত ব্যস্ত হয়ে পড়েছি যে মন থেকে ইচ্ছে করলেও হয়ত কাছের মানুষগুলির সাথে একটু  কথা বলার ও সময় করে উঠতে পারি না। আবার কারো কারো হাতে হয়ত সময় আছে কিন্তু যার সাথে কথা বলবে তার হাতে যেহেতু কাজের ব্যস্ততার জন্যে সময় নেই তাই ভাল ও খারাপ লাগা অনুভূতি গুলো কিছুই ভাগ করা যায় না। ফলে নিজেদের মধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝি। তৈরি হয় পারিবারিক দ্বন্দ্ব - কলহ, নিজেদের মধ্যে তৈরি হয় বিচ্ছেদ, বন্ধুত্বের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব। 

   আসলে আমাদের বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র ধরণের মানুষের বসবাস।তাই আমাদের চিন্তাভাবনা ও ভিন্ন। এই সমাজে যেমন কিছু ভাল মানুষ ও আছে তেমনি খারাপ মনের মানুষ ও আছে। ফলে কিছু কিছু মানুষ স্বার্থ সিদ্ধির জন্যে কিছু কিছু সম্পর্ক গড়ে তুলে। সেই সম্পর্কে থাকে না কোন আন্তরিকতা। চলে ''গিভ অ্যান্ড টেক" পলিসি। আবার যখন নিজেদের প্রয়োজন ফুরিয়ে যায় সেই সম্পর্ক ভেঙ্গে দিতে ও সময় নেয় না।  

 বাংলা ভাষায় একটি কথা আছে এক সাথে কিছু হাড়ি পাতিল থাকলে ঠুকাঠুকি হবেই। তাই হয়ত মানুষের মধ্যে এত মান অভিমান, ঝগড়া। কিন্তু আকাশের কালো মেঘ যেমন সব সময় আকাশকে  ঢেকে রাখতে পারে না একটা সময় যেমন মেঘকে সরে যেতে হয় তেমনি কালো মেঘের মত রাগ অভিমান গুলোকে দূরে সরিয়ে দিলে আমাদের সম্পর্ক গুলো ও আরও মাধুর হয়ে উঠে।  
    আর এই মাধুর সম্পর্ক নিয়ে জীবন অতিবাহিত করা অনেক সহজ হয়ে উঠে।
                                      
Relationship-সম্পর্ক

                                       

English Translation
          Although the word relationship is very small but there are thousands of meanings hidden in it. It is an integral part of our lives.Relationships are of two kinds
                          1. Relationship by birth
                          2. In the course of life, in the identity and conversation of one person with another person.

       From birth a loving relationship is formed with the parents which is genuine. We get to know many more relationships through parents. Such as brother, sister, uncle, aunt, grand father, grand mother etc.

       Gradually we go to school and college and we meet many people of the same age. We call them friends. Friendship is the sweetest relationship in the world. Friendship is like a mirror. Because they don't laugh when we cry. Then when we go to the office after finishing our studies, we meet a lot of people there. They are all office colleagues. Some of them are older, some are younger, some are peers. Some of those colleagues form very good friendships with us, some with them make a relationship like our elder sister and brother, some with them like our younger siblings.

  Sometimes this relationships last a lifetime. When we get some of them in our good and bad every situation of life,  or when they see you walking down the street in a daze, when they suddenly asked us, "What's the matter, you're all right?" The mind seems to be a good feeling that time. These relationships are not blood relationships. In fact, it may be the bond of the relationship.

  When a man gets married after a certain age, a new relationship begins, the name of the relationship is husband-wife. Many more additional relationships developed with that relationship. After the child born begins a new relationship. As the child grows older, he or she go to school. There we develop many more friendships. They may not be our childhood friends, but some relationships become so sweet that it seems as if those relationships are very old. In this way, we move forward on the path of life by associating with the people around us and naming the relationships under different names.
     Just as sincerity and love are mixed with the word relationship, sometimes there is enmity again.

     But now with the touch of modernity, the bond of this relationship seems to be getting lighter. Whether it is a blood relationship or an identity relationship. In fact, it is much harder to keep a relationship going than it is to build a relationship. In order to live well in these relationships, you need to have some qualities like honesty, generosity, loyalty, friendship, ability to take responsibility, ability to understand the minds of the people close to you, love those by heart.

Of course, some people  have these qualities, while others may lack these qualities. But still the bond of relationship is becoming so light.

Now-a-days, many of us are far away from the people close to us for work. Sometimes in this mechanical world, we are so busy with work pressure that even if we want to, but we may not be able to spend time talking to the people around us. So we can not share our feeling to the people who are close to us. As a result, misunderstandings are created among themselves. Family conflicts are created - quarrels are created, separations are created among ourselves, distance is created in friendships.

  In fact, we have different kinds of people living in this strange world. In this society, just as there are good people, there are also bad people. As a result, some people build relationships for the fulfillment of their interests. There is no sincerity about relationship. The "give and take" policy is gone. It doesn't take long to break up a relationship when they no longer need it.

     If we want to stay together quarrels, jealousy and fights will come into our life. But just as the blackness of the sky cannot cover the sky all the time, just as the clouds have to move away for a while, so if the anger and pride like the black cloud can be removed and our relationship becomes even sweeter.
             It becomes much easier to live life with this sweet relationship.




                                                                                    

Post a Comment

3 Comments

Thanks for comments.