adds

Imperfectly Perfect moms

                                                 Imperfectly Perfect moms 

         পৃথিবীর সবচেয়ে দৃঢ় সম্পর্কের নাম মা। শ্রেষ্ঠতম ও মধুময় শব্দ হল মা। এই মা শব্দের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে প্রিয় অনুভূতি। কিন্তু মার দায়িত্ব এই পৃথিবীতে সবচেয়ে বড় দায়িত্ব। মা ই পারে তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে তার সন্তানকে হৃদয় দিয়ে ভালবাসতে। আর মার লালন পালনের উপর ই সন্তানের ভবিষ্যত নির্ভর করে।পৃথিবীর আলো দেখার পর সন্তান তার মায়ের গাঁয়ের দন্ধ ছাড়া আর কিছুই চিন্তে পারে না।  সন্তানের কাছে মা ই ঈশ্বরের রূপ। মা ই পারে সন্তানকে সঠিক দিক নির্দেশ করতে। মা তার সন্তানের যেন কোন ভাবে আঘাত না লাগে তার আপ্রাণ চেষ্টা করেন। 
          মায়ের সাথে যে সন্তানের নাড়ির সম্পর্ক। মায়ের সান্নিধ্য ছাড়া কোন শিশু সুস্থভাবে বিকশিত হতে পারে না। সব মারাই তাদের সামর্থ্য অনুযায়ী নিজেদের সন্তানকে মানুষের মত মানুষ করার চেষ্টা করে। মা ও সন্তানের এই ভালবাসার সম্পর্ক কোন কিছু দিয়ে মাপা যায় না। মায়ের লালন পালনে সন্তানের যখন ভাল হয় তখন আমাদের সমাজ মায়ের যতটা না প্রশংসা করে সন্তানের লালন পালনে ত্রুটি হলে তা নিয়ে নিন্দা বা আলোচনা করে অনেক বেশি। তখন আমাদের পরিবার ও সমাজ মায়ের ভালবাসাকে ভাল মন্দের চাবিকাঠিতে বিচার করে। 
           আমার মনে হয় কোন মা কখনো তার সন্তানের খারাপ চায় না। মা সবসময় চায় তার সন্তান যেন ভাল থাকে। কিন্তু মা ও তো একজন মানুষ। আর মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক। ভুল না হলে তো মানুষ ভগবান হয়ে যেত। শুধু পরিবার বা সমাজকে দোষ দিয়ে লাভ নেই মারা নিজেরাই যখন লক্ষ্য করে তাদের কোন কাজে ছেলেমেয়েদের কিছু ক্ষতি হয়েছে বা তাদের সন্তানরা কষ্ট পেয়েছে তখন ওরাই হীনমন্যতায় ভোগে। 
           আসলে বর্তমানে আমরা অধিকাংশই একক পরিবার ভুক্ত। বাবা , মা আর তাদের সন্তান নিয়ে পরিবার। কাজের সূত্রে অধিকাংশ বাবাকেই অনেকটা সময় বাইরে থাকতে হয়। যদিও আজকাল মারা ও অনেকেই কাজের জন্যে বাইরে যায় তাহলেও বাবার তুলনায় ওরা মাকেই বেশি কাছে পায়। তাছাড়া মা শত কাজের মাঝখানে ও বাচ্চাদেরকে তার আদর যত্ন দিয়ে আগলে রাখে, বাচ্চাদের প্রতিটি কাজের খবর তার মার কাছে থাকে। তাই বাচ্চারা অনেকটার মার উপর নির্ভরশীল থাকে। 
          বাচ্চারা ও তাই তার মা যেন তাকে নিয়ে ব্যস্ত থাকে তাই চায়। ওরা যখন খেলবে, টিভি দেখবে বা পড়াশোনা করবে কারণে অকারণে সবসময় যেন মা পাশে থাকে ওরা তাই চায়। মাকে ওদের সব কাজে পাশে না পেলেই ওদের রাগ ও অভিমান হয়। কিন্তু মার ও যে সংসারে অনেক দায়িত্ব। ঘরে বাইরে সবকিছু সামলে সন্তানকে দেখাশোনা করতে হয়। তাছাড়া সন্তানকে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলতে হলে ওদের ও একটু একটু করে একা ছাড়তে হবে। এই সমস্ত কিছু মাথায় রেখে মারা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে এমন অনেক সময় হয় তাদের অজান্তেই তারা সন্তানের দুঃখের কারণ হয়ে উঠে। তা দেখে হয়ত মারা নিজেরাই কষ্ট পায়। 
         তাছাড়া মা ও একজন মানুষ। তার ও ভাল বা খারাপ লাগতে পারে। হয়ত সারাদিন কাজ সামলে মায়ের ও একটু ইচ্ছে হয় বিশ্রাম নিতে কিন্তু তখন যদি সন্তান এসে বিরক্ত করে তখন হয়ত রাগে সন্তানকে একটু বকাবকি করলেও আবার মাই তার মায়া মমতা দিয়ে সন্তানকে আগলে রাখে। সব মায়ের সাথেই হয়ত এমন হয়। 
         মাতৃত্বের এই দায়িত্ব পালন করতে করতে হয়ত মা ও ভুলে যায় ওরা ও মানুষ ওদের ও ভুল হতে পারে। ওরা সবসময় ঠিক না ও হতে পারে। আসলে মাতৃত্বের কোন নির্দিষ্ট পুঁথিগত প্রমাণপত্র হয়না। বাচ্চারা যেমন প্রতিদিন একটু একটু করে বড় হতে হতে একটু একটু করে শিখতে পারে মারা ও বাচ্চাদের মঙ্গলের কথা ভেবে তাদের কি করে প্রতিপালন করতে হবে তা ভেবে প্রতিদিন কিছু না কিছু শিখছে। মাই পারে তার সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে বাচ্চার সবচেয়ে ভাল লাগা বা সবচেয়ে আগ্রহের বিষয়টিকে খুঁজে বের করতে। আর তা করতে গিয়ে যদি মায়ের কিছু ভুল হয় তার মানে তা নয় যে সে ভাল মা হতে পারে নি। কিছুটা সময় যদি প্রতিদিন মা তার তার বাচ্চাদের জন্যে দেয় তাহলে মার পক্ষে যেমন বাচ্চাকে প্রতিপালন করা সহজ হবে বাচ্চা ও তেমনি মাকে চেনার সুযোগ পাবে। আর মা ও বাচ্চার মধুর এই সম্পর্কের মধ্য দিয়ে বাচ্চা বড় হয়ে উঠলে ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুুুুুুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। 
             এই ভাবে মায়ের দুষ্ট মিষ্টি কিছু ভুল কিছু ঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের বাচ্চারা ও মানুষের মত মানুষ হয়ে উঠবে। 

                                       
Imperfectly Perfect moms


English Translation

      The name of the strongest relationship in the world is mother. The best and sweetest word is mother. The most favourite feeling is motherhood feeling. But mother's responsibility is the biggest responsibility in this world. A mother can love her child with all her heart by sacrificing everything. The future of the child depends on the upbringing of the mother. After seeing the light of the world, the child find only smell of his mother's. Mother is like a God to her child. The mother can point the child in the right direction. The mother tries her best not to hurt her child in any way.

     Mothers are the emotional backbone of a child. No child can develop healthy without the presence of the mother. All Mothers try to make their child a good human beings according to their ability. This loving relationship between mother and child cannot be measured by anything. When the mother is good at raising the child, our society does not appreciate the mother as much as it condemns or discusses if there is a mistake in raising the child. Then our family and society judges mother's love as the key of good and evil.

   I think no mother ever wants anything bad for her child. The mother always wants her child to be well. But mother is also a human being. It is normal for human beings to do wrong things. If human beings was not wrong, man would have become God.  Mothers themselves suffer from inferiority complex when they see that their children have been affected by their decisions.

    In fact,now a day we live in single family. There are three or four members in a family father, mother and their children. Most fathers have to spend a lot of time outside of home for work. Even though nowadays mother also go outside for work. But although children are closer to their mother than their father. So children depend on their mother a lot.

  The children wants to be busy with their mother. When they play, watch TV or study, they always want their mother to be by their side for no reason. They get angry and arrogant when they don't get their mother by their side. But there are many responsibilities in the family. The mother has to take care of everything out and inside the house. Moreover, in order to make the child self-reliant and confident, they have to be left alone slowly. With all these things in mind, many times when they go to fulfil their responsibilities, they unknowingly become the cause of the child's grief.

  Moreover, the mother is also a human beings. She also feel good or bad. Maybe the mother wants to rest after working all day, but then if the child comes and annoys her, she may scold the child a little in anger, but again, the mother keeps the child in her arms with her tenderness. Maybe this is happen with all moms.

   While performing this duty of motherhood, the mother may forget that they also a human beings, they can also make mistakes. They may not always be right. In fact, there is no specific certificate of motherhood. Just like children can learn little by little every day as they grow up, their mother also learn something every day by thinking about how to take care of their children.Mothers always know what their children like to do or what are good for their child, and just because a mother does something wrong doesn't mean she can't be a good mother. If the mother gives some quality time in every day for her children, then it will be easier for the mother to take care of the child and the child will also get a chance to know their mother. 

        Through this sweet mother-child relationship, when the child grows up, they will be able to take our future generation forward in a beautiful way.

    

    
   




            
         
      

Post a Comment

2 Comments

Thanks for comments.