adds

ব্লগ ও তার প্রয়োজনীয়তা / Blog and its requirements

                       ব্লগ ও তার প্রয়োজনীয়তা / Blog and its requirements

(English and Bengali both languages are available)

 .  ব্লগ কি?

  ব্লগ হলো একটি অনলাইন ব্যক্তিকেন্দ্রিক দিনলিপি বা তথ্য সাইট বা একটি অনলাইন ডাইরি ও বলতে পারেন। ডাইরিতে যেমন আপনি আপনার খুশি মত লিখতে পারেন তেমনি ব্লগে ও আপনি যেকোনো বিষয়ে লিখতে পারেন।যেমন গল্প, কবিতা, বিভিন্ন টিউটোরিয়াল, এসএমএস ইত্যাদি, যা নিয়ে আপনি ভাল লিখতে পারবেন। তবে এখানে খেয়াল রাখতে হবে যা লিখবেন তা যেন সঠিক ও নির্ভুল হয়। কারন আমাদের নিজস্ব ডাইরি কেউ না দেখলে ও অনলাইনে যখন আপনি ব্লগ লিখবেন তা কিন্তু একদিন না একদিন কেউ না কেউ দেখবেই।  
 . ব্লগার কাকে বলে?
যিনি ব্লগে পোস্ট করেন বা লিখেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর গ্রাহক বা পাঠকরা সেখানে তাদের মন্তব্য রাখতে পারেন।

 . ব্লগের উদ্দেশ্য কি?
মানুষ স্বাভাবিক ভাবেই আত্মপ্রচার ও সাফল্যের প্রত্যাশী। একটি ব্লগ সাইটের মাধ্যমে আমরা অনেকটা সহজেই তা করতে পারি। ব্লগের মাধ্যমে আমরা  আমাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করা, আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সকলের কাছে পৌঁছে দিতে পারি, আমাদের আবেগ অনুভূতি গুলো পাঠকদের সাথে শেয়ার করতে পারি, তাছাড়া আপনার সৃষ্টি, কর্ম, ব্যবসা প্রভৃতি বিষয়ক তথ্যাবলীও প্রকাশ করতে পারবেন।

ব্লগের মাধ্যমে আমরা খুব সহজেই গ্রাহক ও পাঠকদের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলতে পারি। তাছাড়া এমন অনেক ব্যক্তি আছেন যারা লেখক বা লিখতে পছন্দ করেন।ওরা চায় ওদের লেখা পড়ে অন্য দশজন যেন উপকৃত হয় আর সেই সৎ উদ্দেশ্য নিয়ে ব্লগাররা প্রতিদিন নিজের লেখাটি প্রকাশের চেষ্টা করেন। আর অনলাইন যেহেতু সহজেই উপলব্ধ তাই ওরা সহজেই পাঠকদের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলতে পারে।

 কেউ কেউ আবার ব্যবসায়িক প্রয়োজনে ব্লগের ব্যবহার করে। ব্লগ পণ্য বা প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। যে কোন ব্যক্তি ফ্রিতে বা অল্প কিছু বিনিয়োগ করে ব্লগ সাইট তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
তাছাড়া প্রতিদিন দেশ বিদেশে কি ঘটনা ঘটছে নিউজ ব্লগের মাধ্যমে আমরা ঘরে বসে তা জানতে ও পারি। এইভাবে ব্লগের মাধ্যমে লেখক ও পাঠক সবারই উপকার হয়। 

              কিভাবে একটি ব্লগ শুরু করতে হয় ?

আমরা দুইভাবে ব্লগ তৈরি করতে পারি-
১. ফ্রী ব্লগ (গুগল)
২. পেইড ব্লগ (ওয়ার্ড প্রেস অথবা ডোমেইন কিনে)

ব্লগিং শুরু করার জন্য যা প্রয়োজন ---
১. সবার প্রথমে একটি ভালো Niche বা ব্লগ টপিক ঠিক করতে হবে। অর্থাৎ আপনি কি বিষয় নিয়ে লিখতে চাইছেন, তা আগে ঠিক করতে হবে। 
২. তারপর একটি সুন্দর নাম ঠিক করতে হবে আপনার Niche এর সাথে মিলিয়ে। অর্থাৎ যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চাইছেন সেই বিষয়টা যেন আপনার ব্লগারের নামের ভেতর থাকে। যেমন আমি চাইছিলাম নারী শক্তি নিয়ে আমার ব্লগ ওয়েবসাইট বানাতে। তাই আমার ওয়েবসাইটের নাম womanpowerpkb.com
৩. একটি  ভালো ব্লগিং প্লাটফর্ম খুঁজতে হবে।
৪. আপনাকে একটি ডোমেইন নাম কিনতে হবে।
৫.আপনি যদি পেইড ব্লগ তৈরি করতে চান তাহলে একটি ভালো হোস্টিং কিনতে হবে এবং তার সাথে ডোমেইনের নাম যুক্ত করতে হবে।
৬. এবার হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে।
৭ .সব শেষে আপনার ব্লগ সাইটের জন্য একটি হালকা এবং রেস্পন্সিভ থিম সিলেক্ট করে আর্টিকেল লেখা শুরু করতে হবে।

                                 blog-er-prayojniyta-blog-and-its-requirements

   
English                                

                                    Blog and its requirements


Before we start how to create a blog first, we need to know what is a blog.

.  What is a blog?

A blog is an online person-centered diary or information site or an online diary with text entries. You can write as you like in the diary as well as in the blog and you can write on any subject. But here you have to make sure that what you write is correct and accurate. Because if no one sees our own diary but when we write a blog online, one day or another someone will see it.

. What is the purpose of the blog?

People naturally expect self-promotion and success. We can do this very easily through a blog site. Through blogs, we can express our personal opinions, communicate the various happenings around us, share our emotional feelings with the readers, and also publish information about your creation, work, business, etc.

Through blogs, we can easily build relationships with customers and readers. Moreover, many people are writers or like to write. They want their writings to benefit ten other people and bloggers try to publish their writing every day with that honest intention. Nowadays since the internet is very easily available, so the blogger can easily build a good relationship with their readers.

Some people use blogs for business purposes. Blogs can be used as a means of promoting a product or organization. Anyone can become financially self-sufficient by creating a blog site for free or with a small investment.

Moreover, we can know what is happening in the country and outside of the country every day through news blogs at home. In this way, all the bloggers and readers benefit from the blog.
.What is a blogger?
Anyone who posts or writes on a blog is called a blogger. Bloggers regularly add content to their websites and subscribers or readers can post their comments there.


We can create a blog in two ways-
1. Free Blog (Google)
2. Paid blogs (WordPress or domain purchase)

                       What you need to start blogging?

1. First of all, you have to fix a good Niche or blog topic. That means you have to decide first what you want to write about.

2. After that you have to fix a nice blog name to match your Niche. This means that the topic you want to work on should be in the name of your blogger. Like I wanted to build my blog website with women's power. Hence the name of my website is womanpowerpkb.com

3.Looking for a good blogging platform.

4.You must purchase a domain name.

5. If you want to create a paid blog, you need to buy good hosting and add a domain name.

6. Now you need to install WordPress on the hosting.

7. After all, you need to start writing articles by selecting a light and responsive theme for your blog site and start writing articles.

Post a Comment

3 Comments

  1. মূল্যবান কিছু তথ্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌼

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Thanks for comments.