adds

How to start a blog/কিভাবে একটি ব্লগ শুরু করতে হয়

                 How to start a blog/কিভাবে একটি ব্লগ শুরু করতে হয়

(English and Bengali both languages are available)
Blogging কিভাবে শুরু করব এই ভেবে ভেবেই আমরা অনেকে আগ্রহ হারিয়ে অনেক সময় নষ্ট করে ফেলি । চলুন আজ Blogging কি করে শুরু করব শিখে নেই।

আমরা দুইভাবে ব্লগ তৈরি করতে পারি-
১. ফ্রী ব্লগ (গুগল)
২. পেইড ব্লগ (ওয়ার্ড প্রেস অথবা ডোমেইন কিনে)

  ফ্রী ব্লগ (গুগল) - যেখানে আমরা সম্পূর্ণ ফ্রি তে ব্লগ বানিয়ে নিতে পারি। এই ব্লগ মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ সব কিছুতেই তৈরি করা যায়। তবে ডেস্কটপে বা ল্যাপটপ এ তৈরি করতে অনেকটা সুবিধে হয়। আর ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার আগে নাম নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। নাম কি করে নির্বাচন করতে হবে তা আমি আমার আগের article এ বলেছি।ফ্রী ব্লগ তৈরি করার জন্য আমরা blogger.com এ যাব। সেখানে আমাদের একটি জিমেইল একাউন্ট প্রয়োজন। কারণ blogger.com গুগলের একটি নিজস্ব product.
 
   আশা করি সবার এ জিমেইল একাউন্ট আছে যদি না থাকে তবে Google.com এ গিয়ে নিজের একাউন্ট তৈরি করতে হবে।এবার blogger.com ওয়েবসাইটটিতে যাওয়ার পর SIGN IN এ ক্লিক করে নিজের জিমেইল ID এবং password দিয়ে লগইন করতে হবে।

  SIGN IN করার পর blogger এর প্রোফাইল তৈরি করতে হবে। যাতে করে পাঠকরা যখন আপনার পোস্ট দেখবেন তখন সেই প্রোফাইলটি নাম টি দেখতে পাবে। এবার blogger এর প্রোফাইল এ display name এ গিয়ে একটা নাম দিতে হবে।তারপর continue to Blogger এ ক্লিক করতে হবে।  তারপর create blog এ গিয়ে Title ও Address বসাতে হবে। এবার Title এ আপনি যে নামটা দেবেন Address এর ক্ষেত্রে title এর পাশে .blogspot.com বসবে যেহেতু এটা ফ্রি ব্লগ।তবে আমি বলব আপনারা ফ্রি ব্লগ তৈরি করুন কিন্তু এখানে ডোমেইন রেজিস্ট্রেশন করে নিলে ভবিষ্যতে কাজের সুবিধে হবে। আর এই ডোমেইন রেজিস্ট্রেশন এর জন্য - Godaddy, Namecheap, bluehost  যেখান থেকে খুশি কিনতে পারেন। এই ওয়েবসাইটের নাম বা ডোমেইন আনুমানিক ৫০০ টাকার মধ্যে ১ বছরের জন্য পেতে পারেন। তবে নাম কিনবেন .com .in .net .online এই চারটার ভেতর।
এই ভাবে ফ্রি ব্লগ তৈরি হয়ে গেল। এবার আপনি view blog করলেই আপনার ব্লগটি দেখতে পাবেন। এখন একটা ভাল থিম ব্যবহার করতে হবে। ব্লগারের থিম ও আপনি ব্যবহার করতে পারেন। না হলে কোন প্রিমিউম থিম বা ফ্রি ইউজার user friendly থিম ব্যবহার করতে পারেন।

তবে  ব্লগ ওয়েবসাইট আপনার যে আর্টিকেল নিয়েই হোক না কেন কোনও কিছু কপি পেস্ট করবেন না। তবে এখানেই চিরদিনের মতো স্বপ্নের সমাপ্তি ঘটবে। ছবি ও নিজে বানাবেন। ছবি তৈরির জন্য চাইলে কোন ফটো এডিটার ব্যবহার করতে পারেন। কিন্তু ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করা ছবি পেস্ট করবেন না। সৎ ভাবে উৎসাহের সঙ্গে কাজ করলে সাফল্য আসবেই.
                             
How to start a blog

                                                                ☝
                      এটি ব্লগ কীভাবে তৈরি করবেন এবং শেষ পর্যন্ত এটি কেমন দেখাচ্ছে তার কাঠামো।
                    This is the structure of how to start a blog and finally how it looks like.


Many of us have lost interest in thinking about starting blogging and wasting a lot of time. Let's learn how to start blogging today.         

How to start a blog?

We can create a blog in two ways-
1. Free Blog (Google)
2. Paid blogs (WordPress or domain purchase)   

Free Blog (Google) - We can create a blog for free on google. This blog can be created on mobile, laptop, desktop everything. However, there are so easy to create on the desktop or laptop. Now, choosing a name is very important before creating a blog or website. I have already told you how to choose a name in my previous article. We will go to blogger.com to create a free blog. We need a Gmail account there. Because blogger.com is Google's own product.     

 I hope everyone has a Gmail account, if not, then go to Google.com and create your own account. After visiting the blogger.com website, click on SIGN IN and log in with your Gmail ID and password.    
                   
After signing in, you need to create a blogger profile. So that readers can see the name of the profile when they see your post. Now go to the display name in the profile of the blogger and give a name. Then click on Continue. Then go to create blog and put the Title and Address.Now you put a name in the Title box, in the case of Address since it's a free blog, it shows title.blogspot.com

However, I would say you create a free blog, but if you register a domain here, it will be useful in the future. For this domain registration, you can use - Godaddy, Namecheap, or  Bluehost. You can get the name or domain of this website for 1 year out of approximately 500 rupees. But to buy the name you use the extension .com .in .net .online within these four.

This is how a free blog was created. Now you can see your blog as soon as you view blog. Now we need to use a good theme. you can use the blogger theme. If not, you can use any premium theme or free user-friendly theme.

However, don't copy and paste any article on your blog website. If you will do so this is where the dream will end forever. Make pictures yourself. You can use any photo editor to create images. But do not paste pictures downloaded directly from the Internet. Success will come if you work honestly with enthusiasm.

Post a Comment

3 Comments

Thanks for comments.