adds

Labour Day-শ্রমিক দিবস

                                        Labour Day-শ্রমিক দিবস

(English and Bengali both languages are available)
প্রতি বছর পয়লা মে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়।এই দিনটি আবার মে দিবস নামে ও পরিচিত। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এটি সরকারি ছুটির দিন।পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। শ্রমিকদের সারা বছর কাটে উদয়াস্ত পরিশ্রম করে। একটি দিন সেই কাজ থেকে ছুটির দিন। 

কিন্তু বর্তমান সময়ে সারা পৃথিবী এক ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি, অধিকাংশ মানুষ আজ ঘরবন্দি, এক অতি ক্ষুদ্র ভাইরাসের কারণে। সারা দেশ আজ করোনার আতঙ্কে আতঙ্কিত, বহু মানুষ আজ কর্মহীন। 

শ্রমজীবী মানুষদের কাছে আজ এই দিনটির আলাদা করে কোনও গুরুত্ব উপলব্ধি করা না গেলেও এই দিনটিকে আমরা সবাই ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলনকে ও আত্মহুতি কে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে পালন করে থাকি। শ্রমিক দিবস আসলে শোষণমুক্তির অঙ্গীকার ও ক্ষমতা লোভী শাসক শ্রেণির রক্তচক্ষু উপেক্ষা করে সমাজতন্ত্র গড়ে তোলার শপথ নেওয়ার দিন।
মানব সভ্যতার উষালগ্ন থেকেই আমাদের সমাজে কর্ম বিভাজন শুরু হয়। আর এই কর্ম বিভাজনের ফলে ধীরে ধীরে সমাজে তৈরি হয় শ্রেণি বৈষম্য।সমাজের এক শ্রেণির সুবিধাভোগী মানুষ বেশ ভাল করে বুঝে গেল, বিনা পরিশ্রমে কেবল বুদ্ধি খাটিয়ে অপর শ্রেণির মানুষের শ্রমের উপরে নির্ভর করে ভাল থাকা যায়। তাই পরবর্তী সময়ে সমাজে চালু হল দাসপ্রথা।
তারপর সভ্যতার উন্নতির সাথে সাথে গড়ে উঠল বিভিন্ন কলকারখানা। নিজেদের প্রয়োজনে বহু শ্রমিক নিয়োজিত হল। তারা সারা সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে পেত সামান্য মজুরি। তখন তাদের পক্ষে বলার মত কেউ ছিল না।দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ দানা বাঁধতে বাঁধতে ধীরে ধীরে শ্রমজীবী মানুষের সংগঠন বাড়তে থাকল।

১৮৮১ সালে নভেম্বর মাসে "আমেরিকান ফেডারেশ অব লেবার" প্রতিষ্ঠিত হয়।১৮৮৪ সালের ৭ অক্টোবর সেখানে চতুর্থ সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় ১৮৮৬ সালের ১ মে থেকে সব শ্রমজীবী মানুষ আট ঘণ্টার বেশি কোনওভাবেই কাজ করবে না। ওই দিনটিতে তাই পাঁচ লক্ষ শ্রমিক প্রত্যক্ষভাবে ধর্মঘটে যোগ দিয়েছিলেন। সেই দিন হে মার্কেটের সামনে সমাবেশ করতে গেলে রাস্ট্রশক্তির নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। পুলিশের নির্মম বন্দুকের গুলি বুকে ধারণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে ১১ জন শ্রমিক বিশ্ব শ্রমিক জাতিকে নতুনভাবে বাঁচবার প্রেরণা দিয়ে যান।আর তাদের মধ্যে পুলিশ হত্যা মামলায় অভিযুক্ত করা হয় আরো ৮ জনকে শ্রমিককে।১৮৮৭ সালের ১১ই নভেম্বর বিচারের মাধ্যমে উক্ত ৮ জনের মধ্য থেকে ৬ জনের ফাঁসী কার্যকর করা হয় । বাকী দুইজনের মধ্যে একজনকে দেয়া হয় ১৫ বছরের কারাদন্ড , আর অপর জন কারাগারের ভিতরেই আত্মহত্যা করেন।পরবর্তীকালে ১৮৯৩ সালের ২৬শে জুন পুলিশ হত্যার অভিযোগে অভিযুক্ত উক্ত ৮ জন শ্রমিককে নিরাপরাধ বলে ঘোষনা করা হয়।  ১৮৮৯ সালের ১৪ই জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব শ্রমিক সম্মেলনে ১লা মে'কে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর থেকে প্রতি বছর পয়লা মে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।

             বিশ্ব শ্রমিক দিবসে বাংলা এসএমএস 
১) শুধুমাত্র শ্রমই পারে আমাদের জীবনের সবকিছুকে বদলে দিতে- সকলকে মে দিবসের শুভেচ্ছা।
২)পৃথিবীর কোনো কাজই ছোট নয়। তাই প্রতিটি খেটে খাওয়া মানুষদের জানাই শ্রমিকদিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৩)জীবনে আমরা সবাই সফলতা চাই আর এই সাফল্যের চাবিকাঠি হল কঠোর পরিশ্রম। শুভ শ্রমিক দিবস।
৪) শ্রম ব্যতীত কিছুই লাভ করা সম্ভব নয়।শুভ শ্রমিক দিবস।
৫)পৃথিবীর সমস্ত সম্পদ শ্রমের ফল।শুভ শ্রমিক দিবস।


                             
Labour-Day
                                 
                                 Happy Labour Day 2021.
                    It is a day to celebrate each other and to share happiness.

English
 
Every year 1st May is celebrated as International Labour Day in different countries of the world including India. This day is also known as May Day. It is a public holiday in many countries of the world including India. Working people and labor organizations in different countries of the world celebrate the day by organizing processions. Workers work hard all year. So May Day is a day off for workers.

But at the present time the whole world is facing a terrible problem, Most people are staying at home today because of a tiny virus. The whole country is terrified of Corona today, for this many people are unemployed today.

Although the working people do not realize the importance of this day separately, we all observe this day to pay homage to the historic movement for the rights of the workers of the 18th century and to the sacrifices made. Labour Day is in fact a day of swearing to build socialism by ignoring the bloody eyes of the ruling class and the promise of freedom from exploitation.
The division of labor in our society started from the dawn of human civilization. As a result of this division of labor, class inequality is gradually created in society. So later slavery was introduced in the society.

Then with the development of civilization, various factories were formed. Many workers were employed for their own needs. They received meager wages for their tireless work throughout the week. At that time, there was no one to speak for them.

The "American Federation of Labor" was established in November 1881. At its fourth conference on October 6, 1884, it was decided that from May 1, 1886, all working people would not work more than eight hours in any way. On that day, five lakh workers directly joined the strike. On that day, when they went to rally in front of Haymarket, they were brutally tortured by the state power. The 11 workers who left the world forever with the bullets of the ruthless guns of the police inspired the world-working nation to live a new. Among them, 8 more workers were charged in the police murder case. Out of those 8 people, 6 were executed. One of them was sentenced to 15 years in prison, while the other committed suicide inside the prison. The six workers were later acquitted on June 26, 1893, on charges of police murder. The Second World Workers 'Conference, held in Paris on 14 July 1889, decided to observe International Workers' Day on 1 May. Every year since then, May Day has been celebrated as International Labour Day.

Labour Day wishes
1) Labour Day is not an ordinary day because it is a day that cherishes the extraordinary people, the workers. Happy Labour Day.

2) If suddenly the whole workers of the whole world disappear then the whole world will stop. let us all realise this and let celebrate the workers-these great people who make our world move. Happy Labour Day.

3)Only labor can change everything in our lives. Happy Labour Day.

4)It is not possible to gain anything without labor. Happy Labour Day.


Post a Comment

1 Comments

Thanks for comments.