মন-Mind
এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বীণার তারে।জানি না, জানি না, জানি না কি কারণ।
সবচেয়ে বড় বেইমান হল আমাদের মন। নিজের হয়ে ও সবসময় অন্যের কথা ভাবে।
এই মন নিয়ে কবি সাহিত্যিকদের কত কথা, কত গান। কিন্তু এই মন কোথায় থাকে? কেউ কি দেখেছ এই মন কে?
মনকে আমরা দেখিনি , মন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। বিভিন্ন বিজ্ঞানী মন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে মনকে দেখতে না পেলে ও তাদের মতে মন হল মানুষের আসল শক্তির উৎস। কিন্তু এই শক্তি কে যদি আমরা নিজের নিয়ন্ত্রণে রেখে কাজে লাগাতে পারি আমাদের জীবনে সাফল্য আসতে বাধ্য।
অধিকাংশ সময় দেখা যায় আমারা আমাদের নিজেদের মনের কাছেই হেরে যাই। কিন্তু কেন? কেউ কি কখনো ভেবে দেখেছ? আসলে জীব বা পদার্থের মত মনের কোন অস্তিত্ব না থাকলেও , তা ইন্দ্রিয়গ্রাহ্য না হলে ও আমরা আমাদের চিন্তা ভাবনা, ইচ্ছে ও অনুভূতির মাধ্যমে মনের অস্তিত্বকে বুঝতে পারি। মনকে আমরা যদিও শরীরের অঙ্গের মধ্যে ফেলি না তবু মনই কিন্তু আমাদের শরীরকে পরিচালিত করে। আমাদের মন খারাপ থাকলে শরীর ও খারাপ হয়।
আসলে মন হল বুদ্ধি ও বিবেকবোধের এক সমষ্টিগত রূপ । চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছে এবং কল্পনার মাধ্যমে এর প্রকাশ ঘটে। মানুষের
মনকে আমরা কম্পিউটারের সাথে তুলনা করতে পারি। কম্পিউটারের দুটো অংশ- হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায় কিন্তু সফটওয়্যারকে কি আমরা দেখতে পাই? এর অস্তিত্ব আছে কিন্তু তাকে ছোঁয়া যায় না। সফটওয়্যার না থাকলে কম্পিউটার চালানো যায় না। মন ও ঠিক তেমনি। তাকে দেখতে না পেলেও আমাদের হাসি, কান্না , সুখ দুঃখ সব ই মন দ্বারা পরিচালিত।
এই মনকে আবার তিনটে স্তরে ভাগ করা যায়।
- সচেতন মন- এটি মানুষের মনের প্রথম স্তর। প্রতিটি মুহূর্ত আমরা যা কিছু প্রত্যক্ষ করি যা কিছু ইচ্ছে, অনিচ্ছে সব কিছুই আমাদের সচেতন মনের বহিঃপ্রকাশ মাত্র। সচেতন মন আমাদের সব কাজকে মনিটরিং করে যাতে আমাদের কোন ভুল না হয়।
- অবচেতন মন- অবচেতন মন আমাদের চিন্তা, ইচ্ছে সবকিছু সম্পর্কে স্পষ্ট ভাবে সচেতন নয় আবার একেবারে চেতনাহীন ও নয়। অবচেতন মন ভালোমন্দ কোনোকিছুই বিচার করে না। পূর্বে প্রাপ্ত তথ্য, পরিকল্পনা বা ধারণা দ্বারা প্রভাবিত হয়ে সে কাজ করে। কিন্তু সবথেকে শক্তিশালী হচ্ছে অবচেতন মন। সচরাচর এর কাজ আমরা অনুভব করতে পারি না।অবচেতন মন, সচেতন মনের কথা সহজেই শোনে সবসময়ই কাজ চায়। তাই মনের এই স্তরের মধ্যে বাসা বাঁধে ভয়-ভীতি, নানা অমূলক আশঙ্কা কিংবা অন্যান্য অযাচিত বিষয়। তাই এই অবচেতন মনকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তবে সেই শক্তিকে কাজে লাগিয়ে অনেক অসম্ভব সম্ভব হবে। তাই তাকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে আমাদের জীবনে দুঃখ ও নেমে আসতে পারে। অপ্রয়োজনীয় স্মৃতিগুলোকে মুছে ফেলাই ভাল।
- অচেতন বা অতিচেতন মন- অচেতন মন মাইন্ড এলগোরিদমে তেমন একটা প্রভাব ফেলে না। মনের যে অংশটি আমাদের জাগ্রত চেতনার বাইরে অথবা আমাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে।অচেতন মন আমাদের জৈবিক প্রয়োজন যেমন খিদে, পিপাসা ইত্যাদির বার্তা আমাদের চেতনা বা চেতন মন থেকে কেড়ে আনে।
- >
In English
E mon bakul – jokhon tokhon deke jay – barey barey tobu stobdhota eshey dhora day amar – binar tar e Janina – janina janina – ki karon.
The biggest dishonesty is our mind. He always thinks of others even though he is his own.
Poets and writers have written many words and songs about the mind. But where is this mind? Has anyone seen who this mind is?
We have not seen the mind, the mind is beyond our grasp. Many scientists have experimented with the mind and have not been able to see the mind, and according to them, the mind is the real source of human energy. But if we can use this power under our control, success is bound to come into our life.
Most of the time we are lost to our own minds. But why? Has anyone ever thought? In fact, even if the mind does not exist as an organism or matter, if it is not perceptible, we can understand the existence of the mind through our thoughts, desires, and feelings. Although we do not put the mind into the body parts, the mind manages our body. If our mind is upset, our body is also upset.
In fact, a mind is a collective form of intellect and conscience. It is expressed through thoughts, feelings, emotions, desires, and imaginations.
We can compare the mind to a computer. There are two parts of a computer - hardware and software. Hardware can be caught, seen, touched but can we see the software? It exists but cannot be touched. You can't run a computer without software. The mind is just like that. Even if we don't see him, our laughter, tears, happiness, and sorrow are all driven by the mind.
This mind can again be divided into three parts.
- Conscious mind - The first part of the human mind. Everything we perceive in every moment, whether we want it or not, everything is just an expression of our conscious mind. The conscious mind monitors all our actions so that we do not make any mistakes.
- Subconscious mind - The subconscious mind is not clearly aware of our thoughts, desires and is not completely unconscious. The subconscious mind does not judge anything good or bad. He works under the influence of previously acquired information, plans or ideas. But the strongest part of our mind is the subconscious mind. Usually, we can't feel its work. The subconscious mind easily listens to the conscious mind and always wants work. So in this part of the mind, fear, various unreasonable fears, or other unwanted things take up residence. So if this subconscious mind can be kept under control, it will be very impossible to use that power. So if we can't control him, sadness can come down in our life. So it is better to delete unnecessary memories.
- Unconscious or superconscious mind - Unconscious mind does not have much effect on the mind algorithm. The part of the mind that is beyond our conscious, consciousness or out of our direct control. The unconscious mind takes away the message of our biological needs such as hunger, thirst, etc. from our consciousness or conscious mind.
0 Comments
Thanks for comments.