adds

স্বাধীনতা দিবস / Independence Day

                                                  স্বাধীনতা দিবস / Independence Day

স্বাধীনতা মানে হল স্ববশ, নিজের অধীন, স্বতন্ত্র, পরের অধীন থেকে মুক্ত অর্থাৎ মানুষ যখন অর্থনৈতিক ও মানসিক  দিক থেকে স্বাবলম্বী হয়ে বাইরের কারও হস্তক্ষেপ ছাড়া নিজেকে নিজের মত করে এগিয়ে নিয়ে যাওয়া। এই দৃষ্টিকোণ থেকে অধীনতামুক্ত অবস্থাই হল স্বাধীনতা। কিন্তু  কর্তৃত্ব ও নিয়ন্ত্রনহীন স্বাধীনতা অরাজকতা ও উশৃঙ্খলতায় নামান্তর, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্বাধীনতা মানে হল এমন এক পরিবেশ সংরক্ষণ যেখানে মানুষের অন্তর্নিহিত ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব।

আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক। কিন্তু ব্রিটিশদের নিপীড়ন সহ্য করে ইতিহাসের পাতায় স্বাধীন ভারতের অধ্যায় তুলে ধরতে বহু মুক্তিযোদ্ধার প্রাণ গিয়েছিল, রক্ত ঝরেছিল। আর এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলে ১৯৪৭ সালের ১৫ অগাষ্ট ভারতবাসী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা পেয়েছিল। তাই, এই দিনটি প্রত্যেক ভারতীয়র কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজকের দিনটা যতটা আনন্দের, ততটাই দুঃখেরও বটে। কারণ, ভারত স্বাধীন হয়েছিল দেশভাগের স্মৃতিকে সঙ্গী করে। যে দিন ধর্মের নামে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। কত লোক প্রাণ হারিয়ে ছিল। এত মূল্য চুকিয়ে পাওয়া স্বাধীনতাকে যদি আমরা আজ আগলে রাখতে না পারি, তা হলে ভারতীয় হিসেবে যে আমাদের লজ্জার শেষ থাকবে না। তাই চলুন হাতে হাতে মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে পালন করা যাক ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস।

বন্ধুরা আপনাদের সকল কে জানাই ৭5 তম স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলুন আজকের দিনে একে অপরকে প্রতিজ্ঞা করি যে আগামী সময়ে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরাও সমান ভাবে এগিয়ে আসব এবং এই দেশকে আরও সুন্দর করে তুলব।

75 তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে অনেকেই Facebook, Whatsapp নানারকম Status দিয়ে থাকেন বা প্রিয়জনকে শুভেচ্ছা জানাতেও প্রয়োজন হয় ভালো কিছু অর্থযুক্ত বাক্যের। তাই আপনাদের জন্য রইল স্বাধীনতা দিবসের কিছু শুভেচ্ছাবাণী।............
১) দেশের পতাকার মান রক্ষার ভার তুলে নিন নিজের কাঁধে। 
   ঐক্যবদ্ধ হন। গর্জে উঠুন দুর্নীতির বিরুদ্ধে। 
       শুভ স্বাধীনতা দিবস..
২) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসুন আমরা একত্রিত হই। 
    হাতে হাত মিলিয়ে এগিয়ে চলার শপথ নিই। 
      শুভ স্বাধীনতা দিবস।
৩) আঁধারের কালো পর্দা সরিয়ে, শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে, 
     সূর্যের মতো আলো ছিটিয়ে, এলো আজ সেই স্বাধীনতা। 
      শুভ স্বাধীনতা দিবস।
8) স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্মা ছাড়া শরীর।
     শুভ স্বাধীনতা দিবস।
৫)স্বাধীনতা সহজে মেলে না। লড়াই করে অর্জন করতে হয়। 
    তাই তো স্বাধীনতা দিবস এক গর্বের দিন। 
এমন বিশেষ দিনে অনেকে-অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।
৬) কতো ক্ষুদিরাম দিয়ে গেলো প্রান
     কতো প্রফুল্ল চাকী,
    তবুও আঁধার এখনও আঁধার
    সূর্য ওঠার বাকি……
    শুভ স্বাধীনতা দিবস..
৭)স্বাধীনতা হীনতায় কাঁদে শত প্রাণ
  কেঁদে ছিল একা একা বীর ক্ষুদিরাম,
  প্রতিবাদ করেছিল হাতে নিয়ে বোমা
  বিদেশি শাসকগণ তাকে করেনি ক্ষমা,
  এখন আমরা অনেক শুনি ক্ষুদিরামের গান
  স্বাধীনতা এনে দিতে তিনি দিয়েছিলেন প্রাণ।
        জয় হিন্দ বিন্দেমাতর।
8) ভারত আমার ভারতবর্য
       স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জনম
      ধন্য হয়েছি ধন্য গো।
               জয় হিন্দ।
                                               
স্বাধীনতা দিবস/Independence Day


                            
English

Freedom means self-sufficiency, subordination, independence, freedom from subjugation, which is when a person becomes economically and mentally self-sufficient and carries himself forward without any interference from outside. From this point of view, freedom is the state free from subjugation. But freedom from authority and uncontrollability is called anarchy and disorder, in political science, freedom, the preservation of an environment where the full development of human personality is possible.

Today we are citizens of independent India. But after enduring the oppression of the British, many freedom fighters lost their lives and blood was shed to highlight the chapter of independent India in the pages of history. As a result of the sacrifices of these freedom fighters, on 15 August 1947, the people of India were liberated from British rule and gained independence. Therefore, this day is very important for every Indian. But today is as much a day of joy as it is a day of sorrow. Because India became independent with the memory of partition. That day millions of people were left homeless in the name of religion. Many lives were lost that day. So if we can't keep respect our freedom then as Indians, we will be ashamed. So let's join together and celebrate the 75th Independence Day of India.

Friends, I would like to convey to all of you many wishes for the 75th Independence Day. Let us promise to each other today that in the future we will come forward equally to maintain peace and order in our country and make this country more beautiful.

To wish 75th Independence Day, many people have different statuses on Facebook, Whatsapp to wish their loved ones. So here are some Independence Day wishes for you.

1)  Saffron means courage, 
     white represents purity, 
     Green means growth, 
     That is why it is the most beautiful flag. 
     Salutes to the Indian national flag.
      Happy Independence day.

2)   Let's forget all our differences and rifts. 
      It’s time to come together to celebrate Independence Day. 
      Happy Independence day.

3)Freedom was earned in the hardest way possible but let’s not forget to fight to protect it too. 
    Happy Independence day.

4)It does not matter who we are, what matters is our contribution to the betterment of the country. 
Happy Independence Day!

5) Freedom in the mind Faith in the words, Pride in our hearts & Memories in our souls... 
     Let's salute the nation.
     Happy Independence day.

6) The sweetness of Bengal, 
     the colors of Gujarat, 
     the beauty of Kashmir, and the culture of Kerala. 
     This is one nation that is great from north to south and from east to west.
     Happy Independence day.

7) Life is full of positivity and harmony, 
   only if you have the heart to feel it. 
    Happy Independence Day to you.

8)Patriotism is not a badge that you should carry on your shoulder. 
     You should carry it in your heart and let your actions speak for themselves. 
     Happy Independence Day!

Post a Comment

0 Comments