adds

পণ প্রথা নিয়ে গল্প

                                                         পণ প্রথা নিয়ে গল্প 

(English and Bengali both languages are available)

পণপ্রথা একটি সামাজিক অপরাধ। সমাজের বিভিন্ন শ্রেণীর মেয়েরা যুগ যুগ ধরে এই প্রথার শিকার হয়ে আসছে। আজ পণ প্রথা নিয়ে তিন বান্ধবীর গল্প। 

মধ্যবিত্ত পরিবারের মেয়ে ইভা, অলিভিয়া, লারা। ছোটবেলা থেকে তিনজন ই এক স্কুলে পড়ত। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল অপরিসীম, এক সাথে স্কুলে যাওয়া , টিফিন ভাগ করে নেওয়া, ক্লাসে পাশাপাশি বসা, নিজেদের মনের কথা ভাগ করে নেওয়া, অমনি করে একই সাথে ওরা বড় হয়ে উঠে। 

     ইভার বাবার একটি ছোট জামাকাপড়ের ব্যবসা ছিল।ইভা কলেজে উঠার সাথে সাথে তার বাবা মা তার জন্য পাত্র দেখতে শুরু করে। ইভা কলেজ শেষ করার আগেই তার বিয়ে হয়ে যায় আবিরের সাথে। সে ও এক ব্যবসায়ী। ইভার বিয়েতে আবিরের বাড়ি থেকে প্রচুর পণ চাওয়া হয়। তবে ইভার বাবা ছেলের বাড়ি থেকে যা দাবী করেছিল তার অনেক বেশি দিয়েছিল। আবিরের বাড়ির লোক ও খুব খুশি। কিন্তু ওদের এত জিনিসপত্র , টাকা পয়সা দেখে লোভ আরও বেড়ে গেছিল। এক বছর যেতে না যেতে আবিরের বাড়ি থেকে টাকা চেয়ে ইভাকে পাঠাত ইভার বাবার কাছে। তার ও কিছু করার ছিল না বাধ্য হয়ে তাকে যেতে হত। এইভাবে মেয়ের সংসার রক্ষা করতে গিয়ে ইভার বাবার প্রায় সব শেষ হয়ে গেছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। ওরা ইভাকে তার বাবার বাড়ি রেখে গেল। 

অলিভিয়া, তার বাবা একটি সরকারি অফিসে চাকরি করতেন। তিনি মেয়েকে অনেক পড়াশুনা করালেন। মেয়ে পড়াশুনা শেষ করে একটি বেসরকারি কম্পানিতে চাকরি পেল।। তারপর অলিভিয়ার পছন্দমত ছেলের সাথে তার বিয়ে ঠিক হল। অলিভিয়া পণ প্রথার তীব্র বিরোধী ছিল। কিন্তু বিয়ে ঠিক করতে এসে ছেলের বাড়ির লোকজন অলিভিয়ার বাবার কাছে পণ চেয়ে বসে। তাদের বক্তব্য ছেলেকে পড়াশুনা শিক্ষাতে অনেক টাকা খরচা হয়েছে। অলিভিয়া ও অলিভিয়ার বাবা বেজায় চটে গেল। সে ঠিক করল বিয়ে করবে না। অলিভিয়ার হবু স্বামী ও তার বাড়ির লোকের আচরণে খুব লজ্জিত। শেষে ছেলের বাড়ি থেকে বলল ওদের কিছু চাই না। অলিভিয়াকে ও অনেক বুঝিয়ে বিয়ের জন্য রাজী করানো হল। বিয়ের পর কিছু দিন ঠিকঠাক চলছিল। কিন্তু অলিভিয়ার শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্ন ভাবে অপমান করতে লাগল। সে ছিল খুব স্বাধীনচেতা। সে এইসব অত্যাচার মেনে নিতে পারল না। শেষে ঠিক করল এই সংসারে আর থাকা যাবে না। সে অন্য জায়গায় চাকরি নিয়ে চলে গেল। অলিভিয়ার আর সংসার করা হল না।

লারা, তার মা বাবা দুজনই ছিল শিক্ষক। সে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেল। দুই বাড়ির সম্মতিতে লারার পছন্দ করা ছেলের সাথে তার বিয়ে হল। লারার বিয়েতে ছেলের বাড়ি থেকে পণ চাইল না বটে কিন্তু বিয়েতে তার বাবা তাকে যা দিয়েছে সবকিছু নিয়ে ভুল ত্রুটি বের করতে শুরু করল। প্রত্যেক বার পূজার আগে তার শশুর শাশুড়ি অপেক্ষায় থাকে কত দামি জামাকাপড়, গয়না আসবে লারার বাড়ি থেকে। কিন্তু কেউ লারাকে একবার ও বলে না পূজাতে লারার বাবা মা কে কি দেওয়া হবে। এমন কি সে কি কিনল তাতেও কারো কিছু যায় আসে না। এমন কি তার স্বামী ও এইসব ব্যাপারে কিছু বলে না। লারার প্রথম প্রথম খুব বাজে লাগত। বিয়ের এতও বছর পর আর এইসব নিয়ে ভাবে না। সে এখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালবাসে।

এইভাবে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মেয়েরা পণ প্রথার ঘৃণ্য মানসিকতার শিকার হচ্ছে। এই প্রথার জন্য আজ আমরা কাকে দোষ দেব ছেলের বাবা না মেয়ের বাবা একজন হাত পেতে চাইছে আর একজন দিচ্ছে। বিয়ের নামে মেয়েদের কেনাবেচা কতদিন চলবে। আজ হয়ত সেই কারণে ছেলের মা রা নিজেদের রত্নগর্ভা ভাবে। সে একবার ও ভাবে না যে সে ও একটা মেয়ে। আমাদের সমাজে কন্যাভ্রূণ হত্যা ও হয়ত সেই কারণে এত বেড়ে যাচ্ছে।    

                              

পণ প্রথা নিয়ে গল্প


English Translation:

Dowry is a social crime. Girls from different classes of our society have been victims of this system. This is the story of three friends who have been suffering from this system.

   Eva, Olivia, Lara, daughter of a middle-class family. From childhood, three of them went to the same school. The friendship between them was immeasurable, they went to school together, sat side by side in class, shared their tiffin and even their thoughts. In this way, they grew up together.

  Eva's father had a small clothing business. As soon as Eva started college, her parents started looking for the bridegroom. Eva got married to Abir before finishing college. He was also a businessman. A lot of dowries were demanded from Abir's house in the marriage. However, Eva's father gave much more than they demanded. Abir's family is also very happy. But the more they got, their greed increased too. Within a year, Abir sent Eva to collect money from her father. Eva was very helpless. She had nothing to do and was forced by Abir's family. In this way, Eva's father lost everything. They left Eva at her father's house.

Olivia's father worked in a government office. Olivia pursued higher education. After finishing her studies, she got a job in a private company. Then she got married to a boy whom she liked. Olivia was against the dowry system. But when it comes to arranging the marriage, the people of the son's family asked Olivia's father for money. Their statement is that a lot of money has been spent on educating the boy why cannot they give money now. Olivia and Olivia's father became very angry. She decided not to get married. Her boyfriend is ashamed of the behavior of his family. At last, the family member of that boy said that they did not want anything. Olivia was persuaded to marry the boy. First few days after the marriage went well. But the people of Olivia's father-in-law's house began to insult her in various ways. She was very independent. She could not accept this oppression. In the end, she decided that she could no longer stay with them. She took a job elsewhere. 

Lara's parents were both teachers. She passed engineering and got a job. With the permission of the two family's, she got married to a boy whom she liked. They didn't want any dowry for the wedding, but they began to find fault with everything that her father had given at the wedding. Every time before the puja, her mother-in-law waits for expensive clothes and jewelry to come from Lara's house. But no one once told Lara what would be given to Lara's parents. It doesn't matter what he bought. Even her husband doesn't say anything about it. At first, Lara felt very bad. But now after so many years of marriage, she doesn't think about this anymore. She loves to be busy with herself now.

In this way, the girls of different classes of our society are falling prey to the abominable mentality of dowry. Whom are we to blame today for this custom? The father of the boy or the father of the girl is trying to get one hand and is giving another. How long will the trade of girls in the name of marriage last? Today, perhaps that is why the boy's mother thinks of herself as a jewel. She never once thought she was a girl. For this reason, female foeticide is on the rise in our society.

  

         

Post a Comment

2 Comments

Thanks for comments.