adds

ছোটবেলা-Childhood

                                                            ছোটবেলা-Childhood

  (English and bengali both languages are available)
                        ছোটবেলা যেন কানে কানে আজ চুপিসারে এসে বলে,
                            “বড় হতে চেয়েছিলিস না!! “
                                    মিটেছে স্বাদ তবে ?
                                         দেখ,এখন কেমন লাগে!
ছোটবেলার অপর নাম সরলতা। ছোটবেলা শব্দটি শুনলেই সকলের চোখের সামনে ভেসে উঠে অসংখ্য মধুর স্মৃতি। ভোরবেলা ঠাকুমার সাথে ফুল তুলা, বাড়ির উঠোনে ছোটভাই বোন ও পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সাথে খেলা, গাছ থেকে ফল পেড়ে (আম, পেয়ারা) গাছে বসে খাওয়া, পুকুরে নেমে ভাইবোনদের সাথে কত সাঁতারের কৌশল দেখানো, স্কুলে গিয়ে বন্ধুদের সাথে পড়াশোনা করা, গল্প করা, খেলাধুলা করা, সরল মনে বুন্ধুদের সাথে ঝগড়া করা আবার রাখি পরিয়ে বা কার্ড দিয়ে অথবা টিফিন শেয়ার করে আবার বন্ধুদের সাথে ভাব করে নেওয়া, শীতকালে সবসময় লেপের নিচে বসে থাক, এক গ্লাস জল চাইলে ও মা কে ডাকা, লেপের নিচ থেকে শুধু মুখটা বের করে পড়তে হবে বলে বইটা সামনে রেখে পড়া।
 
রবিবারের আশায় বসে থাকা কারণ সেইদিনটিতে  প্রাতঃরাশ এ লুচি, ছোলার ডাল, বেগুণ ভাজা, দুপরে আবার কলাপাতায় সকলে মিলে মাংস ভাত খাওয়া, বিকেল বেলায় ঘুরতে যাওয়া। সত্যি কি মজার না ছিল সেই দিনগুলো। নিজের ও ভাইবোনের জন্মদিনটা মনে রাখা কারণ সেই দিনগুলোতে রাতের বেলায় সকলকে নিয়ে কেইক কাঁটা, নূতন জামা পড়ে ভাইবোন ও বন্ধুদের সাথে খুব মজা করা। ছুটির দিনে বাবা ও ঠাকুমার সাথে নদীতে স্নান করতে যাওয়া।
     কিন্তু তা সত্যেও তখন ভাবতাম কবে বড় হব নিজের মত করে চলব। কেউ বকাবকি করতে পারবে না। কবে বাবা মার মত চাকরি করব। নিজের উপার্জনে নিজের মত করে চলব। কেউ কিছু বলার থাকবে না। ঘুম থেকে দেরী করে উঠলে ও কেউ কিছু বলবে না।কবে নিজের স্বাধীনতা পাব।নিজের ভাবনা চিন্তা নিজে করব।

          কিন্তু আজ যখন বড় হয়েছি সংসারের অনেক দায়িত্ব কর্তব্য যখন নিজের উপর এসে পড়েছে তখন মনে হচ্ছে ছোটবেলার দিনগুলো কত ভালছিল। তখন হয়ত স্বাধীনতা ছিল না কিন্তু জীবনে অফুরন্ত আনন্দ ছিল। ছিল না কোন দায়িত্ব কর্তব্যের পালনের বাধ্যতা। মন যা চাইত বড়দের কাছে তাই চাওয়া যেত। ছোটবেলায় চাওয়ার চেয়ে পাওয়ার পরিমাণ বেশি ছিল, কিন্তু বড় হয়ে চাওয়া ও পাওয়া যেন অনেকটা কমে এসেছে। ছোট বেলায় কষ্ট হলে কেঁদে মন হাল্কা করা যেত কিন্তু বড় হয়ে কষ্টগুলোকে বুকে চেপে রেখে মনটা যেন অনেক ভারী হয়ে উঠেছে। বড়দের যে কাঁদতে নেই, ওদের যে অনেক দায়িত্ব, সংসার সামলানো, কাজের জায়গায় সংগ্রাম করে বেঁচে থাকা, সন্তানদের মানুষের মত মানুষ করে তুলতে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ও নিজের কষ্ট গুলোকে চেপে রেখে সন্তানকে সুশিক্ষা দেওয়া, মা বাবার যত্ন নেওয়া, আশেপাশে লোকজনের সাথে ভাল সম্পর্ক বজায় রাখা কত কি ভাবতে হয়, শুধু তাই নয় আরও কত কি চিন্তা বর্তমান তো ঠিকঠাক চলছে ভবিষ্যতে কি হবে।
     আজ যদিও জানি ছোটবেলার ফেলে আসা দিনগুলো ফিরে পাওয়া যাবে না তবু মাঝে মধ্যে মনে হয় যদি ছোটবেলাটা ফিরে পাওয়া যেত। আজ ও যেন ছোটবেলার দিনগুলো মনের মধ্য সোনালি আলোর মত স্মৃতির অগোচরে জ্বলজ্বল করছে।
                                 ছেলেবেলার দিনগুলো পেছনে ফেলে আমরা সবাই একদিন বড় হয়ে যাই কিন্তু তবু যেন সেই মিষ্টি মধুর স্মৃতিগুলো আজ ও পিছু ডাকে। 
                         
ছোটবেলা-Childhood


In English
                          Childhood today whispers in our ears, and said,
                                    “You did want to grow up !! “
                                              Are you satisfied now?
                                                 See, how it feels now!

Another name of childhood is simplicity. As soon as I heard the word childhood, uncountable sweet memories floated in front of everyone's eyes. In the morning, picking flowers with grandma, playing in the yard with younger siblings and boys and girls of the same age, eating fruits from the trees (mango, guava) sitting in the tree, showing how to swim in the pond with siblings, going to school, studying with friends, talking, playing games, arguing with friends in a simple mind, and after that again build friendships to wearing rakhi, or giving cards or sharing tiffin to each other. What lovely funny days.
In winter, always sit under the blanket, call mother for a glass of water, just take your mouth out from under the blanket and read the book in front of you because you have to read in fear of your parents and school teachers.
Waiting for Sunday because on that day, in breakfast mom makes for us luchi, Gram pulses, fried eggplant, and in lunch we ate meat and rice together on banana leaves and after that going for a walk in the afternoon. Those days were really funny. Remembering your own siblings birthdays because that night we had a lot of fun with our siblings and friends wearing new clothes. On holidays going for a swim in the river with grandparents.

But in fact, I thought when I grow up I will do my work independently and I will take my decision my own.No one can give me punishment. When will I do the job like my parent? I will continue to earn my own living. No one will have anything to say. If I wake up late and no one will say anything. When will I get your freedom?
But today, when I grew up, when many responsibilities came upon me, it seems that my childhood days were very good. Maybe there was no freedom then but there was endless joy in life. There was no obligation to perform any duty. Whatever the mind wanted could be asked from the elders. In childhood, we got more than we wanted, but it seems to have decreased a lot as we got older. If there was trouble in childhood, the mind could be lightened by crying, but the mind seems to have become much heavier when it grows up by keeping the troubles in our mind. Because the adults don't have permission to cry, they have a lot of responsibilities, managing the family, struggling to survive in the workplace, working tirelessly all day to make their children a good human being,  taking care of our parents, good relationships with the people around us. Not only this, there is so much tension work in mind that the present is going on but what will happen in the future?

Today, although I know that the days left behind in childhood will not be found, sometimes I think if childhood could be found back. Today also the days of childhood are shining invisibly like a golden light in the mind.

We all grow up one day, leaving behind the days of childhood, but still, those sweet memories also call back to us today


Post a Comment

2 Comments

  1. Childhood is best part of life...like my son's best time now....family time spent with children is best time.
    People dont understand this and makes all misinterpretations. Childhood, innocence, study, cultural activities all peaceful things.

    ReplyDelete
    Replies
    1. 👆one of my friend write this to read the blog. So I copy paste her words here.

      Delete

Thanks for comments.