adds

World Environmental Day - বিশ্ব পরিবেশ দিবস

                                 World Environmental Day - বিশ্ব পরিবেশ দিবস

(English and bengali both languages are available)
                                " সবুজ পাতা সবুজ প্রাণ
                                      গর্বিত মোদের দেশ
                                      সবুজ গাছ বাঁচিয়ে রাখবে 
                                        এ বিশ্ব পরিবেশ।"
    প্রকৃতি ছাড়া মানুষের জীবন অসম্ভব।প্রকৃতি ও মানুষের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। এই প্রকৃতিই আমাদের প্রাণের ধারক, জীবনীশক্তির বাহক। সৃষ্টির শুরু থেকেই প্রকৃতির সঙ্গে প্রাণীর মানিয়ে নেওয়ার ক্ষমতার ওপরেই তার অস্তিত্ব নির্ভর করে আসছে। আর এই প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে মানুষ, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর জীবনের বিকাশ ঘটেছে। তাই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমাদের এই প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো আমরা অনেকেই আমাদের এই দুঃসময়ে বুঝতে পারছি। 

মানুষ এই প্রকৃতিকেই  জয় করার নেশায় মত্ত হয়ে উঠেছে। আজ বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ জলে, স্থলে, মহাশূন্যে আধিপত্য বিস্তার করে চলছে। কিন্তু মানুষের এই বিজয়ই মানুষকে পরাজয়ের মধ্যে ফেলে দিয়েছে। আজ আমরা এক ভয়ংকর সংকটের মুখোমুখি। এই সংকট বিশেষ কোনো দেশের নয় বা বিশেষ কোনো জাতিরও নয়। এই সংকট আজ সমস্ত বিশ্ববাসীর। শিল্পায়ন এবং নগরায়নের জেরে আজ গোটা বিশ্ব আজ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। কিন্তু তাতে ও মানুষ ক্ষান্ত নয় কিছু লোক আজ ও নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য পরিবেশের উপর চালাচ্ছে নির্মম অত্যাচার।
প্রকৃতির সাথে সম্পর্কের অবক্ষয় মানুষকে ঠেলে দিচ্ছে ধ্বংসের পথে। যে ভাবে আজ পৃথিবীর উষ্ণতা বাড়ছে, ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি তলানিতে এসে ঠেকেছে , তাতে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে আরও বিশাল সংকট এসে উপস্থিত হবে তাতে কোনও সন্দেহ নেই। বর্তমান এই অন্ধকারময় পরিস্থিতিকে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের সকলকে একত্রিত হয়ে আগে পরিবেশকে দূষণ মুক্ত করতে হবে। কারণ খুব সম্ভবত আমরাই শেষ প্রজন্ম যারা পরিবেশ দূষণ রোধ করতে পারি। পরিবেশ দূষিত হয়ে গেলে ধ্বংস হবে সমগ্র সভ্যতা।

সুইডেন সরকার ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে প্রকৃতি ও পরিবেশ এই দূষণ সম্পর্কে গভীর উদ্বেগের কথা জানিয়ে একটি চিঠি পাঠায়। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়। তাই  মানুষ ও প্রকৃতির চিরন্তন বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলার লক্ষ্যে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৩ সালে প্রথম ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা দেয়। তারপর ১৯৭৪ সাল থেকে প্রতিবছর পরিবেশ ও মানুষের পারস্পারিক অঙ্গীভূত নিবিড় সম্পর্ককে অটুট রাখার উদ্দেশ্যে প্রতিবছর ৫ই জুন তারিখে "বিশ্ব পরিবেশ দিবস" পালন করা হয়।

প্রতি বছর, বিশ্ব পরিবেশ দিবসের একটি থিম থাকে। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম 'বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা' (Ecosystem Restoration)। আমরা হয়ত অতীতের সেই সুন্দর সবুজ দূষণ মুক্ত নির্মল প্রকৃতিকে ফিরিয়ে আনতে পারব না কিন্তু সবাই মিলে চেষ্টা করলেই আমাদের চারিপাশকে আরও সবুজ করে তুলতে পারি, বাড়িতে বাগান তৈরি করতে পারি, এবং পরিবেশ বাঁচাও, গাছ লাগাও এই স্লোগানে সকলকে পরিবেশ রক্ষার কাজে লাগার জন্য অনুপ্রাণিত করতে পারি।

পরিবেশ আমাদের ভবিষ্যৎ। তাই এই পরিবেশ কে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। পরিবেশকে রক্ষা করতে গেলে কিছু করনীয় বিষয়-
  বায়ুদুষণ দুষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে। রাস্তায় যত বেশি সংখ্যক গাড়ি বেরোবে, তত দূষণ বাড়বে।আমরা লকডাউনে দেখতে পেয়েছি পরিবেশ কতটা স্বচ্ছ হয়ে উঠেছিল। চারদিকে বহু বছর পর শুনতে পেয়েছি পাখির কলতান। তাই যতটা সম্ভব গাড়ির ব্যবহার কমানোর সাথে সাথে অধিক পরিমাণে বৃক্ষরোপণ ও বনজ সম্পদকে রক্ষা করলে বায়ু দূষণের মাত্রাকে কিছুটা কমানো সম্ভব।

প্লাস্টিক দূষণের ফলে জল, স্থল,বন, জলজ প্রাণী সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ প্লাস্টিকে থাকে রাসায়নিক পদার্থ যা সহজে পচে না এবং যার পুনঃপ্রক্রিয়াকরণে প্রচুর সময় লাগে।তাই পরিবেশকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করতে প্লাস্টিক সামগ্রীর ওপর অধিক নির্ভরশীলতা কমিয়ে আমাদের এমন জিনিস ব্যবহার করতে হবে যা সহজেই পরিবেশে পুনঃপ্রক্রিয়াকরণ করা যায়। 
এই ভাবেই পৃথিবীকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। 
                            
World Environmental Day-বিশ্ব পরিবেশ দিবস

                                 We won’t have a society if we destroy the environment

In English

                "If humanity has to live for a long time, 
                 you have to think like the Earth, 
                 act as the Earth and 
                 be the Earth because that is what you are."
Human life is impossible without nature. There is a close relationship between nature and human. This nature is the bearer of our life, the carrier of life force. From the beginning of creation, its existence has depended on the ability of animals to adapt to nature. The development of human, plant and other animal life has taken place depending on this natural environment. So our only recourse for survival is our natural environment. Many of us may realize how important this environment is in our lives during these difficult times.

People have become addicted to conquering this nature. Today, for the sake of science and technology, people continue to dominate the water, the land and space. But it is this victory of man that has thrown a man into defeat. Today we face a terrible crisis. This crisis is not of any particular country or any particular nation. This crisis is all over the world today. Due to industrialization and urbanization, the whole world is facing a crisis today. But people are not satisfied with that. Some people today are carrying out cruel oppression on the environment to satisfy their own interests.

The deterioration of the relationship with nature is pushing people to the brink of destruction. There is no doubt that there will be a greater crisis for human civilization in the near future as global warming, groundwater, and energy are depleted. It is not possible to turn the present dark situation into the past. But if we want to save future generations from destruction, we must all come together and decontaminate the environment first. Because most likely we are the last generation who can prevent environmental pollution. If the environment is polluted, the whole civilization will be destroyed.
The Swedish government sent a letter to the United Nations Economic and Social Council on May 20, 1986, expressing its deep concern about the pollution of nature and the environment. In the same year, the issue of environmental protection was included in the agenda of the General Assembly by the United Nations. The United Nations Conference on the Human Environment was held in Stockholm, Sweden, from 5 to 16 June 1972, with the consent of the member states to find the importance of a healthy and green environment in human lives. This conference is recognized as the first international conference on the environment. On June 5, 1973, the United Nations declared June 5 as "World Environment Day". Since then, World Environment Day has been celebrated on June 5 every year since 1974 to maintain the close relationship between the environment and human beings.

Every year, World Environment Day has a theme. This year's theme for World Environment Day is "Ecosystem Restoration". We may not be able to bring back that beautiful green pollution-free nature like past but if we all work together we can make our surroundings greener, create gardens at home, and inspire everyone to work for the protection of the environment with the slogan "Save the Environment, Plant Trees".

The environment is our future. So it is the duty of all of us to protect this environment. Some things to do to protect the environment-

   As a result of air pollution, people are suffering from incurable diseases like respiratory problems and cancer. The more cars on the road, the more pollution. We saw in the lockdown how transparent the environment became. After many years around, I heard the chirping of birds. Therefore, it is possible to reduce the level of air pollution by reducing the use of vehicles as much as possible and by planting more trees and protecting forest resources.

   Water, land, forests, aquatic animals are all being affected as a result of plastic pollution. Because plastics contain chemicals that do not decompose easily and take a lot of time to recycle. So to protect the environment from plastic contamination, we need to reduce the use of plastic materials and use things that can be easily recycled into the environment.

In this way, everyone has to work from their own place to keep the world beautiful and tidy.

Post a Comment

5 Comments

Thanks for comments.