adds

World Students' Day

                                                       বিশ্ব ছাত্র দিবস

         ১৫ ই অক্টোবর ডঃ এ পি জে আবদুল কালামের জন্মদিনে উপলক্ষে সারা বিশ্ব জুড়ে বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়। ২০১০ সালে ইউনাইটেড ন্যাশান ১৫ অক্টোবর "বিশ্ব ছাত্র দিবস" হিসেবে ঘোষণা করে। ২০১০ সাল থেকে প্রতি বছর এই দিনটিকে ছাত্রদিবস হিসেবে পালন করা হয়। 
           এটি কালামের জন্মদিনে উদযাপিত হয় কারণ ডঃ কালাম একজন নিবেদিত শিক্ষক ছিলেন এবং অন্য যে কোনও কিছুর আগে নিজেকে এই ভূমিকায় সর্বাগ্রে চিহ্নিত করেছিলেন। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে আর সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার চিন্তাভাবনার মধ্য দিয়ে জীবনে সার্থকতা আসবে। তিনি বলেছিলেন যে শিক্ষকরা সমাজের নির্মাতা এবং শিক্ষার্থীরা যখন তাদের বিষয়গুলিতে দক্ষ হয়ে উঠবে তখনই সমাজ তৈরি করা সম্ভব।তিনি আরও বলেছিলেন যে শিক্ষার্থীদের জীবনের জন্য একটি দৃষ্টিভঙ্গি প্রদান করতে হবে এবং আগত বছরগুলিতে তাদের যে মূল্যবোধগুলির অনুশীলন করা উচিত তাতে তাদেরকে উত্সাহিত করতে হবে। 

        শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যত। শিক্ষার্থীরা হ'ল এমন ব্যক্তিরা যারা আমাদের দেশগুলিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। তাদের পটভূমি বা তাদের পড়াশোনার ক্ষেত্র যাই হোক না কেন, আমাদের সর্বদা যারা তাদের জ্ঞানকে আরও এগিয়ে নিতে চায় তাদের উত্সাহ দেওয়া উচিত।

        আভুল পাকির জৈনুলবদীনের আবদুল কালাম অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ছিলেন। তাঁর বাবা জৈনুলবদীন ছিলেন নৌকার মালিক এবং মা আশিয়াম্মা একজন গৃহিনী।
          শৈশব জীবনে তিনি অনেক লড়াই করেছিলেন। তিনি মাদ্রাস ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এবং তার পরের চল্লিশ বছর ধরে তিনি মূলত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) -এ একজন বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করেছিলেন।

        এইভাবে তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের কাজ এবং যানবাহন প্রযুক্তি প্রবর্তনের জন্য ভারতের মিসাইল ম্যান হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। ১৯৯৪ সালে ভারতের পোখরান -২ পারমাণবিক পরীক্ষায় তিনি এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক ভূমিকা পালন করেছিলেন, এটি ছিল ১৯৭৪ সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা। 
          তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন। তাঁর বিপুল জনপ্রিয়তার কারণে এমটিভি তাকে ২০০৩ ও ২০০৬ সালে ইয়ুথ আইকন অব দ্য ইয়ার পুরষ্কারের জন্য মনোনীত করেছিল। তিনি যখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তিনি প্রচুর সাংবিধানিক পরিবর্তন করেছিলেন। 
           জুলাই ২৭ জুলাই, ২০১৫, ডঃ কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এ বক্তৃতা দেওয়ার সময় একটি হার্ট অ্যাটাকের শিকার হন এবং তাঁর মৃত্যু ঘটে। 
          জীবন সম্পর্কে আবদুল কালামের কিছু কথা
          ১। একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান।
          ২। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। 
         ৩। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।
        ৪। মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয়।
        ৫। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।
        ৬। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত।
        ৭। প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।
                                          
World Students' Day

                                                
                                                         

                                                              World Students' Day


     World Students' Day is marked on Dr. A. P. J. Abdul Kalam's birthday, 15 October. In 2010 the United Nations declared 15 October "World Students' Day". Everyday since 2010 this day has been celebrated as World Students' Day. 

      It is Celebrated on Kalam’s Birthday because Dr Kalam was a dedicated teacher and identified himself foremost in that role before anything else. His love for students, finds best voice when he said, "Dream, Dream, Dreams transform into thoughts and thoughts result in action. He said that teachers are the builders of society and the society can be built only when the students are made proficient in their subjects. He also said that students have to provide a vision for life and also inculcate the fundamentals of values which they should practice in years to come.

      Students are the future. Students are the people who are going to take our countries forward. No matter their background or their field of study, we should always encourage those who want to further their knowledge. 
      Avul Pakir Jainulabdeen Abdul Kalam belongs to a very poor family. His father Jainulabdeen was a boat owner and his mother Ashiamma was a housewife.

      He struggled a lot in his childhood life. He did his graduation from Madras institute of technology and after that for the next forty years, he worked mainly as a scientist and science administrator at the Defense Research and Development Organization (DRDO) and the Indian Space Research Organization (ISRO).

       He thus came to be known as the Missile Man of India for his work on the development of ballistic missile and launch vehicle technology. He also played a pivotal organisational, technical, and political role in India's Pokhran-II nuclear tests in 1998, the first since the original nuclear test by India in 1974.

       He was India's 11th president. His immense popularity led to him being nominated by MTV for a Youth Icon of the Year award in 2003 and 2006. When he was president on india, he did lots of constitutional changes and approved some mercy applications as well. 
       On July 27, 2015, Dr. Kalam suffered a massive heart attack while lecturing at the Indian Institute of Management and died at the age of 83.

        Some words of abdul kalam about life  -

          1. One Best Book is equal to Hundred Good Friends, One Good Friend is equal to a Library.
          2. Don't read success stories, because you will only get the story from them. Read failure stories, then you will find some ways to succeed.
          3. Keep dreaming until the dream is fulfilled. Dreams are not what you see in your sleep, dreams are what keep you awake.
          4.Man cannot change his future, but can change habits. Habits change people's future.
          5.Life and time are the best teachers in the world. Life teaches to use time well and time teaches to value life.
          6.There is more joy in hard work. So people's work should be hard to get the joy of success.
          7. Don't sit back after the first success. Because when you fail the second time, many will say that you succeeded in the first only by luck.


Post a Comment

0 Comments