adds

স্বপ্ন - Dream

                                       স্বপ্ন - Dream

(English and Bengali both languages are available)

অদ্ভুত রহস্যময় স্বপ্ন। একজন মানুষ তার সারা জীবনকালে ৬ বছরের কাছাকাছি স্বপ্ন দেখে থাকে। এই স্বপ্ন মানুষকে আদিকাল থেকে ভাবিয়ে এসেছে, কিছু স্বপ্ন হয় আনন্দের এবার কিছু হয় ভয় বা দুঃখের। কথায় আছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় কিন্তু তা হয় কি হয় না তা নিয়ে ও বিতর্কের অন্ত নেই । স্বপ্ন কি অর্থহীন না তাও নয় তা নিয়েও মনস্তত্ত্ববিদ, জ্যোতিষবিদ ও বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। জ্যোতিষবিদদের মতে কি স্বপ্ন দেখল বা কোন প্রহরে দেখল সেই নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে স্বপ্নের ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। ওদের মতে প্রত্যক স্বপ্নের মধ্যেই কোন না কোন অর্থ লুকিয়ে আছে।
                 স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ  ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনমনে অনুভব করে থাকে । স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় আমাদের মনের মধ্যে আসে । এগুলো আমাদের কল্পনা হতে পারে বা আমাদের অবচেতন মনের কথাও হতে পারে।অধিকাংশ সময় দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে।আবার কখনো কখনো দ্রষ্টা স্বপ্নে কি দেখেছে ঘুম থেকে উঠে তা ও ভুলে যায়।কিছু বিজ্ঞানীদের মতে নিদ্রার যে পর্যায়ে কেবল আক্ষিগোলক দ্রুত নড়াচড়া করে কিন্তু বাকি শরীর শিথিল হয়ে যায় সেই দ্রুত চক্ষু আন্দোলন (REM, Rapid eye movement) দশায় মানুষ স্বপ্ন দেখে। কিন্তু তা নিয়ে ও মতবিরোধ দেখা যায়। অনেকে আবার মনে করেন পেটের কোন সমস্যা হলে বা উল্টো পাল্টা কিছু খেলে রাতে ঘুমনোর সময় স্বপ্ন দেখেন। 
       আমাদের মস্তিষ্ক এক রহস্যময় জীবন্ত যন্ত্র, আমরা এখনো সঠিক ভাবে জানি না এটি কিভাবে এবং কেন এরকমভাবে কাজ করে ।নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এখনো ১০০ ভাগ নিশ্চিত হওয়া যায়নি, যে কেন আমাদের ঘুম প্রয়োজনীয় বা কেন ঘুমের মধ্যে স্বপ্ন আসে। 

    মনোবিজ্ঞানী রুবিন নাইমানের মতে আমাদের মস্তিষ্ক রাতে পরিপাকতন্ত্রের মতোই কাজ করে। রাতের বেলায় মস্তিষ্ক সারা দিনের যা কিছু হয় সবকিছু খেয়ে হজম করে এবং তা থেকে নির্যাসটুকু নিংড়ে নিয়ে বাকিটুকু বের করে দেয়।আর এই গুলো আমাদের স্মৃতিতে, চিন্তায়, তা-য় থাকে। আর রাতে স্বপ্ন রূপে ঘুমন্ত অবস্থায় তা আমাদের চোখের সামনে ভেসে উঠে। 

স্বপ্ন সাধারণত দুই রকম হয়।এক হয় স্বাভাবিক স্বপ্ন যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। এই স্বপ্নের হয়ত কোন মানেই থাকে না। আরেক ধরনের স্বপ্ন আছে যা আমাদের জীবন ছবি। আর এটা হল বড় হওয়ায় স্বপ্ন। জীবনে একটা কিছু করার স্বপ্ন। এই স্বপ্নই আমাদের জীবনের পথে আমাদের বাঁচতে ও এগিয়ে যেতে সাহায়্য করে। ঘুমিয়ে থাকা স্বপ্ন কারো মনে থাকে না কিন্তু জেগে দেখা স্বপ্ন নিয়েই মানুষ এগিয়ে যায়। এই স্বপ্নই মানুষকে দিয়ে অসম্ভবকে সম্ভব করিয়ে জীবনে সফলতা এনে দেয়। সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর সাহস, জীবনে কিছু করার সংকল্প সব কিছুর উৎস হল স্বপ্ন। 
     মানুষ তার আত্মোপলব্ধি, বিশ্বাস, ধৈর্য্য কে সাথে নিয়ে তার জেগে দেখা স্বপ্ন কে সার্থক করতে পারে। কথায় আছে  বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। তাই মনে বিশ্বাস রেখে  ধৈর্য্য রেখে জীবনের পথে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে বাস্তব যে কখনো কল্পনার চেয়েও অবিশ্বাস্য হয়।একজন স্কুল শিক্ষক তার এক ছাত্রকে একটা ছোট্ট অংক করতে না পাড়ায় তাকে বলেছিলেন, “তুমি জীবনে কিছুই হতে পারবে না।” সেই বালক বড় হয়ে মস্তবড় বিজ্ঞানী হয়েছিলেন। তার নাম আলবার্ট আইনস্টান।

             তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না।তাই জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করে জীবনকে সৌন্দর্যে পরিপূর্ণ করে তুলতে-শিশুদের হাসি মুখের দিকে তাকাও, বৃষ্টির ঘ্রাণ নাও, বাতাসের স্পর্শ নাও, জীবনকে পূর্ণ ভাবে উপভোগ করো, আর নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনে লড়াই করো। তবেই জীবনে সার্থকতা আসবে।
                             A heart without dreams is like a bird without feathers.             
স্বপ্ন - Dream


  In English

Strange mysterious Dream. A man has had a strange mysterious dream for almost 7 years in his entire life. Since ancient times, people have been thinking about this dream, some dreams are of joy and some are of fear or sorrow. There is talk of whether the dream of the dawn comes true, but there is no end to the debate over whether it happens or not. Psychologists, astrologers and scientists have given different interpretations at different times about whether dreams are meaningless or not. According to astrologers, different interpretations of dreams can be found based on the specific time of the dream. According to them, there is some meaning hidden in every dream.

Dreams are a mental condition of man so that people feel various imaginary events subconsciously while they are asleep. Dreams are a series of images and emotions that come to mind during sleep. These can be our imaginations or our subconscious minds. Most of the time the seer himself seems to be participating in the event. Sometimes the seer wakes up and forgets what he saw in a dream. According to some scientists during sleep, our pupil moves under our eyelids in the process of REM, Rapid eye movement, then our body also relaxes. But there is disagreement about that. Many people think that if they have a stomach problem or eat something very rich or oily, they dream while sleeping at night.

Our brain is a mysterious living device, we do not yet know exactly how and why it works in this way.
According to psychologist Rubin Naiman, our brain works just like the digestive system at night. At night, the brain eats and digests everything that happens during the day and squeezes out the rest of it and these are in our memory, in our thoughts. At night, while sleeping like a dream, it floated before our eyes.

Dreams are usually of two types. One is the normal dream that we see in our sleep. This dream may have no meaning. There is another kind of dream that is the picture of our lives. This dream is helping us to grow up. Dream of doing something in life. It is this dream that helps us to live and move forward on the path of life. No one remembers the dream of sleeping but people go ahead with the dream of waking up. This dream brings success in life by making the impossible possible by the people's hard work. Inspiration to moving forward, courage to turn from failure, determination to do something in life is the source of the dream.

 Man can fulfil his dream with his self-realization, faith and patience. So we have to move forward on the path of life with faith and patience. Remember that reality is more incredible than ever. Once a school teacher scolded a boy for not getting a small arithmetic operation correct and told him, "You can't be anything in life." The boy grew up to be a great scientist. His name is Albert Einstein.
 
No one can take you away from the path of your dreams unless you want to. To remove all the worries of life and make life full of beauty - look at the smiles on the faces of children, smell the rain, touch the air, enjoy life to the fullest, and fulfil your dreams. Fight for your dream. Only then will success come in life.


Post a Comment

0 Comments