adds

Generation gap

                                           Generation gap

         জেনারেশন-গ্যাপ বা প্রজন্মের ব্যবধান হল এক প্রজন্মের সাথে অন্য প্রজন্মের মতামতের পার্থক্য, দ্বন্দ্ব, হতাশা। এটি উত্থাপিত হয় ১৯৬০ এর কাছাকাছি ভারতের বাইরে উন্নত দেশগুলোতে যখন দেখা যায় তরুণ প্রজন্ম তাদের পিতামাতার বিশ্বাস, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং ক্রিয়াকলাপের বিরুদ্ধে চলছে। তবে ভারতবর্ষে এই প্রজন্মের ব্যবধান সাত- আট বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে। এই জেনারেশন-গ্যাপ বা প্রজন্মের ব্যবধান সাধারণত বাবা-মার সাথে ছেলেমেয়ের বা বড় দাদাদিদির সাথে ছোট ভাইবোনের মধ্যে দেখা যায়। ভারতবর্ষে এই জেনারেশন-গ্যাপ এর প্রভাব গত ১০ - ১২ বছরে আরও প্রকট হয়ে দেখা দিচ্ছে। এই জেনারেশনকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে-
  ১) ১৯২৫ এর পূর্বে যারা জন্মেচ্ছে তাদের বলে জেনারেশন ০( 0 Generation)।
  ২) ১৯২৬-১৯৪৫ যাদের জন্ম তাদের বলে সাইলেন্ট জেনারেশন (silent Generation)।
  ৩) ১৯৪৬-১৯৬৫ যাদের জন্ম তাদের বলে ব্যাবি বোমার (baby boomers)।
  ৪) ১৯৬৫-১৯৮০ যাদের জন্ম তাদের বলে এক্স জেনারেশন (X Generation).
  5) ১৯৮১-২০০০ যাদের জন্ম তাদের বলে Y Generation. 
  6) তারপর Z Generation/ Gen Z  
                     জেনারেশন-গ্যাপ বা প্রজন্মের ব্যবধান কখন শুরু হয়েছে তা জানলাম কিন্তু কেন শুরু হয়েছে? 
     আসলে গ্যাপ তখনি শুরু হয় যখন কোন কিছু হঠাৎ পরিবর্তন হয়। আর ভারতবর্ষে ১০- ১৫ বছর ধরে বিজ্ঞান ও প্রযুক্তির অনেক পরিবর্তন ঘটেছে। আমরা ১৫ বছর আগে যে প্রযুক্তি ব্যবহার করতাম আজ আমরা তা থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রযুক্তির  ব্যবহার করছি। যখন কোন কিছুর পরিবর্তন ঘটে তখন তার সাথে সম্পর্কিত সবকিছুর ই পরিবর্তন ঘটে। 
         যেমন ১০-১৫ বছর আগে মধ্যবিত্ত পরিবারের বাবা মা রা ভাবত বাবা যে কর্ম ক্ষেত্রের সাথে যুক্ত আছে ছেলে মেয়ে বড় হয়ে তার মত একই কর্ম ক্ষেত্র বেছে নিতে হবে বা তার চেয়ে উঁচু পদে যুক্ত হতে হবে। কোন কোন মা বাবা আবার ছেলে মেয়েদের বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা কোন সরকারি চাকরিতে যুক্ত হতে চাপ দিত। কিন্তু ছেলে বা মেয়ের কি ভাল লাগে বা সে কি হতে চায় তা নিয়ে কোন ভাবনা ছিল না। আরও ১৫ বছরের আগের জেনারেশনের মা-বাবারা ভাবত ছেলে মানে বড় হয়ে জীবিকা নির্বাহের জন্য কিছু করতে হবে আর মেয়ে মানে খুব পড়াশোনার দরকার নেই ভাল পাত্র দেখে বিয়ে দিতে হবে তখন সেই মেয়েদের মনের কথা কেউ ভাবত না। কিন্তু গত ১০ বছর ধরে মানুষের চিন্তাভাবনার অনেক পরিবর্তন হয়েছে। আজ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনেক নূতন নূতন চাকরির সম্ভাবনা বেড়েছে। আজ বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশুনা করে নিজেদের ইচ্ছে মত চাকরি করার সুযোগ রয়েছে। বর্তমান জেনারেশন কোন কাজ কেই ছোট বলে ভাবে না ওদের যা ভাল লাগে ওরা তাই পড়তে/ করতে চায়। এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে ছেলেমেয়ে নির্বিশেষে ঘরে বসে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করছে। আজ অনেক মেয়েরা ঘরে বসে সংসার সামলে ও ইন্টারনেট এর মাধ্যমে নিজেদের সুবিধে মত বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে। আজ মেয়ে বলে ঘরে বসে শুধু সংসার সামলাবে এমন চিন্তা ধারার মেয়ে খুব কম পাওয়া যায়। বর্তমান জেনারেশনের ছেলে মেয়েরা আজ কোন কিছুই যুক্তি তর্ক ছাড়া মানতে চায় না। আজ ওরা মাতা পিতা কে ও প্রশ্ন করতে দ্বিধা বোধ করে না। যা তার আগের জেনারেশন ভাবতেই পারত না। মা বাবার কথাই শেষ। তাদের প্রশ্ন করা চলবে না। তাতে পিতা মাতার সন্মানহানি হবে। আর এই দুই জেনারেশনের চিন্তা ধারার পার্থক্যের জন্য তৈরি হচ্ছে জেনারেশন-গ্যাপ বা প্রজন্মের ব্যবধান। 

        প্রযুক্তির দিক থেকে এই গ্যাপ তৈরি হাওয়া স্বাভাবিক। কারণ বর্তমান জেনারেশন(Z Generation) জন্মের পরই স্মার্ট ফোন দেখতে পাচ্ছে আজ ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর প্রায় সবকিছু হাতের মুঠোয়। কিন্তু আমাদের (Y Generation) ছোট বেলায় ছিলনা স্মার্ট ফোন, ছিল না ইন্টারনেট। আমাদের তখন কোন কিছুর জানার ইচ্ছে হলে আমারা হয় বই নয় শিক্ষক নয় মাবাবার উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু বর্তমান সময়ের ছেলেমেয়েরা কোন কিছুর জানার ইচ্ছে হলে নিজেই ইন্টারনেটের মাধ্যমে নিজেদের চাহিদা মেটাতে সক্ষম। ফলে স্বাভাবিক ভাবে ওরা প্রযুক্তির ব্যবহারের দিক থেকে অনেক উন্নত। আবার আমাদের মা বাবা (X Generation) এর কথা ভাবি তবে বলা যায় ওরা তো স্মার্ট ফোন বা কম্পিউটার এর ব্যবহার ওদের শেষ কর্ম জীবনে শিখেছে। ফলে প্রযুক্তির উন্নতির প্রভাব পড়েছে মানুষের চিন্তা ধারা, ব্যবহার, ও ওদের জীবন যাত্রার উপর। যার ফল স্বরূপ দেখা দিচ্ছে দুটো জেনারেশনের মধ্যয়ে গ্যাপ। 
       বর্তমান জেনারেশন এর ছেলেমেয়েরা আজ অনেকটাই প্রযুক্তি নির্ভর। ওদের নিজেরা নিজেদের নিয়ে থাকতে অনেক ভালবাসে। কিন্তু X Generation এর সময় বাড়িতে হয়ত একটা টিভি ছিল আর সেই একটা টিভিতে সবাই মিলে একসাথে ভাগ করে দেখত কিন্তু বর্তমান জেনারেশন সবার ইচ্ছে মত সব সময় একসাথে টিভি দেখা যেন ভাবতেও পারে না।

      ফলে এক জেনারেশন আর এক জেনারেশন এর উপর দোষারোপ করা করতে থাকে। আগের জেনারেশনের কেউ কেউ তার পরবর্তী জেনারেশনকে অবাধ্য বলে ভাবে, বর্তমান জেনারেশন তার আগের জেনারেশনকে অনেক কঠোর বলে ভাবে। বর্তমান জেনারেশন আগের সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে উঠে কোন কিছু যুক্তি তর্ক ছাড়া মানতে নারাজ। আর এখানেই তৈরি হয়  জেনারেশন-গ্যাপ।
         
             আসলে সব  জেনারেশনের ই কিছু ভাল ও কিছু খারাপ দিক আছে। বর্তমান জেনারেশন যেমন প্রযুক্তির দিক থেকে উন্নত তেমনি তার আগের জেনারেশন অভিজ্ঞতার দিক থেকে অনেক গিয়ে। তাই আমরা একে অপরের উপর দোষ না চাপিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। কারণ ছেলে মেয়েকে যেমন বোঝতে হবে তার মা বাবা তার খারাপ চায় না, তেমনি মা বাবাকে ও ছেলে মেয়ে কি চায় তার দিকে নজর দিতে হব, তাদের ভাবনাকে সন্মান করতে হবে। জীবনের পথে একসাথে এগিয়ে যেতে হলে একে অপরের চিন্তা ভাবনাকে দোষারোপ না করে বোঝার চেষ্টা করতে হবে। নিজেদের মধ্য বন্ধুর মত মেশে সম্পর্কের গ্যাপগুলোকে আগে দূর করতে হবে। তবেই জেনারেশন-গ্যাপ আমাদের অন্তরের গ্যাপ হয়ে দাঁড়াবে না। আমাদের প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের চিন্তাভাবনার ও পরিবর্তন করতে হবে। আমরা কখনো আগের  চিন্তা ভাবনা দিয়ে নিজেকে জড়িয়ে এক জায়গায় থেমে থাকতে পারি না। কারণ চলার নামই জীবন। 
                            
Generation gap

In English

  Generation-gap is the difference of opinion, conflict, the frustration of one generation with the opinion of another generation. This was raised in the developed countries outside India around 1960 when it was seen that the younger generation was going against the beliefs, values, attitudes and activities of their parents. However, in India, this generation gap is being observed for seven to eight years. This generation gap is usually seen between parents with children or younger siblings with older siblings. The impact of this generation gap in India has become more evident in the last 10-12 years.

     This generation is divided into different parts-

 1) Those who are born before 1925 are called Generation 0.
   2) Those who were born in 1926-1945 are called Silent Generation.
   3) Those who were born in 1946-1965 are called Baby Boomers.
   4) Those born in 1965-1980 are called X Generation.
   5) Those born in 1981-2000 are called Y Generation.
   6) Then Z Generation / Gen Z.
We know when the generation gap started but do you know why did it start and how has advancement in technology led to the generation gap?

In fact, the gap starts when something suddenly changes. Over the last 10-15 years many changes have taken place in science and technology in India. Today we are using a completely different kind of technology from the one we used 15 years ago. When something changes, everything related to it changes.

 For example, 10-15 years ago, the parents of a middle-class family thought that the field of work that the father is associated with should be the same field of work as the boy or girl grows up or should be associated with a higher position. Some parents forced their sons and daughters to grow up to be doctors, engineers, or government employees. But the parents had no idea what their boy or girl liked or what they wanted to be. The parents of the previous generation of 15 years ago (X Generation) thought that a boy would have to do something to make a living when he grows up and Girls means they don't need to study much, then they have to get married to good groom. But over the last 10 years, people's thinking has changed a lot. Today, with the advancement of science and technology, the possibility of many new jobs has increased. Today, there is an opportunity to study different subjects and get the job you want. The opinion of the current generation has to change, they want to read/do whatever they like. Now the technology has advanced so much that the new generation is being connected to various activities through the internet at home to make a living regardless. Today, many girls are involved in various activities by using the internet to earn money at home and side-by-side managing their families. The boys and girls of the present generation today do not want to accept anything without argument. Today, they do not hesitate to ask the question to their parents,  Which the previous generation could not have imagined. The words of mother and father are correct, they should not avoid them or any permission to question their parents. It will disgrace the father and mother. The generation gap is being created for the difference in the thinking of these two generations.
In terms of technology, this gap is normal. Because after the birth of the current generation (Z Generation) smartphones can see almost everything in the world through the Internet today. But when we (Y Generation) were young, we didn't have smartphones, we didn't have internet. If we wanted to know anything then we were dependent on either books or teachers or parents. But today's children are able to meet their own needs through the Internet if they want to know something. As a result, they are naturally much better at using technology. Again, we think of our parents (X Generation), but it can be said that they have learned to use a smartphone or computer in their last working life. As a result, the advancement of technology has had an impact on the way people think, use, and live their lives. As a result, there is a gap between the two generations.

The children of the present generation today more depend on technology. They love to be with themselves. But at the time of the X Generation, there may have been a single TV in the house and everyone would share it on that one TV, but the current generation can't even think of watching TV together all the time as everyone wants.

As a result, one generation and one generation have to be blamed. Some of the previous generations consider his next generation as disobedient, while the current generation considers his previous generation very strict. The present generation is reluctant to accept any argument beyond the previous social norms and this is where the generation gap is created.

  In fact, all generations have some good and some bad aspects. As the current generation is technologically advanced, so is the previous generation in terms of experience. So we have to try to understand each other without blaming each other. Because just as a boy and a girl need to understand that their parents do not want them to be bad,  and parents need to pay attention to what their child wants and respect the thoughts of each other. In order to move forward together in the path of life, we have to try to understand each other's thoughts without blaming each other. The gaps in the relationship need to be eliminated first. Then the generation gap will not become the gap in our hearts. We need to think and change as we move forward with the advancement of our technology. We can never stop at one place, engrossed in past thoughts. Because Life does not stop for anyone. We need to keep in mind that it is normal to have a generation gap but it should not be a communication gap.


                   
    
   
           

Post a Comment

0 Comments