শিশুদের মিথ্যে কথা বলার কারণ/ Reasons why do children lie
মা বাবা হিসেবে সন্তানের সঠিক প্রতিপালনের দায়িত্ব খুবই কঠিন। অনেক সময় আমরা এমন কিছু জিনিসের সম্মুখীন হই যে ভেবে পাইনা কি করে সমস্যা সমাধান করব। শিশুর মন আসলে মাটির তালের মত, যেমন করে গড়া হয় তেমন করেই গড়ে । তাই ছোটবেলা থেকেই শিশুদের সঠিক শিক্ষা দিতে হয়। তবেই ওরা ভবিষ্যতে মানুষের মত মানুষ হয়ে উঠতে পারে। আর এই সঠিক শিক্ষা দেওয়ার দায়িত্ব মা বাবার উপর। তাই মা বাবার দায়িত্ব বড় কঠিন দায়িত্ব।
মা বাবা হিসেবে তাই অনেক সময় মনে অনেক প্রশ্ন জাগে-
- ১ শিশুরা কখন থেকে মিথ্যে কথা বলতে শুরু করে?
- ২ শিশুরা কেন মিথ্যে কথা বলে?
- ৩ শিশু মিথ্যে কথা বললে মা বাবা হিসেবে কি করব?
- ৪ শিশুদের কি করে মিথ্যে কথা বলা থেকে বিরত রাখব?
- ৫ কি করে শিশুদের সত্য বলতে উৎসাহিত করব?
শিশুর মিথ্যে কথা বলার কারণ-----------
- আসলে শিশু যখন কথা বলতে শুরু করে তখন ওরা যা বলে আমাদের তাই শুনতে ভাল লাগে।এত ছোট বয়সে কোন টা সত্য কোনটা মিথ্যে তা বুঝার ক্ষমতা তাদের থাকে না। তখন ওরা অনেকেই কল্পনা করে অনেক কথা বলতে শুরু করে। তাই কল্পনার বশবর্তী হয়ে অনেকেই মিথ্যে কথা বলতে পারে কিংবা যেকোনো ঘটনাকে একটু বাড়িয়ে বা অতিরঞ্জিত করে বলতে পারে।আর আমরা যখন ওদের কথা শুনে ওদের ভালবাসি বা আদর করি তখন ওরা আরও ভালবাসা পাওয়ার জন্য, কিংবা অনেক সময় সবার মনোযোগ আকর্ষণের জন্য কল্পনা করে শিশুরা মিথ্যে কথা বলতে শুরু করে। আস্তে আস্তে তা অভ্যাসে পরিণত হয়ে যায়।
- অনেক শিশুই শাস্তির ভয়ে মিথ্যে কথা বলে থাকে। মা বাবা যদি খুব রাগী হলে শাস্তির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে ওরা মিথ্যে কথা বলে। যেমন কোন কিছু ভেঙ্গে ফেললে নয় নষ্ট করে ফেললে, আবার স্কুলগামী শিশুরা হোমওয়ার্ক না করলে, টিফিন না খেলে ইত্যাদির জন্যে তখন শাস্তির হাত থেকে রেহাই পেতে মিথ্যের প্রশ্রয় নেয়।
- অনেক সময় আমরা আবার শিশুদের কাছ থেকে অতি মাত্রায় প্রত্যাশা করি ওদের ও ছোটবেলা থেকে এই অভ্যাসে অভ্যস্ত করি। আমরা ভুলে যাই হাতের পাঁচটা আঙুল পাঁচ রকম হয়। তাই সবার মধ্যেই আলাদা আলাদা প্রতিভা লুকিয়ে আছে। আমারা ওদের ইচ্ছের কথা ভাবি না, নিজেদের ইচ্ছে ওদের উপর চাপানোর চেষ্টা করি। তাই শিশুরা যখন প্রত্যাশা পূর্ণ করতে পারে না তখন ই মিথ্যের আশ্রয় নেয়।
- শিশুরা যখন স্কুলে যেতে শুরু করে তখন বন্ধুদের মাঝে নিজের মর্যাদা বাড়ানোর জন্যে বা সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্যে অনেক সময় মিথ্যে কথা বলে থাকে।
- শিশুরা যে পরিবেশে বড় হয়ে উঠে যেখানে যদি সে দেখতে পায় যে বড়রা মিথ্যে কথা বলছে, বা মিথ্যে কথা বলাতে অনেক সুযোগ সুবিধে পাওয়া যাচ্ছে তবে তা দেখে সে ও মিথ্যে কথা বলতে শুরু করে।
শিশুদের কি করে মিথ্যে কথা বলা থেকে বিরত রাখব/ কি করে শিশুদের সত্য বলতে উৎসাহিত করব-----
- শিশুরা অনেক কারণে মিথ্যে কথা বলতে পারে তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে আগে ভাল করে খুঁজে বের করতে হবে কেন ওরা মিথ্যে কথা বলে? ওরা কি নিজেদের উপর আস্থা হারাচ্ছে? না কি ভয় পেয়ে মিথ্যে কথা বলছে? না কি আসে পাশে পরিবেশ থেকে প্রভাবিত হয়ে মিথ্যে কথা বলছে তা খুঁজে বের করতে হবে?
- শিশুদের সাথে বন্ধুর মত মিশে ওদের মন থেকে ভয় দূর করার চেষ্টা করতে হবে। ওরা যেন মা বাবা কে সব কিছু খুলে বলতে পারে তার জন্যে সাহস দিতে হবে। ওদের ভাল মন্দ যাচাই করা শিক্ষাতে হবে।
- ছোটবেলা থেকে ওদের বিভিন্ন মনীষীদের জীবনী, ইশপের গল্প, ও বিভিন্ন নীতিকথা গল্প শোনাতে হবে। তবে ওরা নিজেরাই ভাল মন্দ বিচার করতে শিখবে।
- শিশুরা মিথ্যে বললে মারধর না করে ঠাণ্ডা মাথায় ওদের বোঝাতে হবে মিথ্যে বলতে নেই। আর সত্য বলতে ওদের উৎসাহিত করতে হবে।
- শিশুরা যখন কল্পনা করে গল্প বানিয়ে বলতে থেকে তখন ওদের না বকাবকি করে গল্পটা খুব সুন্দর হয়েছে বলে উৎসাহিত করে ওদের হাতে ডাইরি ধরিয়ে দিয়ে লিখতে বা ছবি অঙ্কতে বলুন। হয়ত তা থেকে ভবিষ্যতে কোন প্রতিভার বিকাশ ঘটতে পারে।
In English
Reasons why do children lie
As a parent, the responsibility of proper upbringing of the child is very difficult. A lot of times we come across some things that we don't know how to solve the problem. The child's mind is very soft. So children have to be taught properly from an early age. Only then they become a good human being in the future, and the responsibility of giving this proper education to children is on the parents. So the responsibility of parents is very difficult.
So many times as a parent, a lot of question arise in our mind.
- When do children start lying?
- Why do children lie?
- What should we do as a parent if children start to lie?
- How to stop children from lying?
- How can we encourage children to tell the truth?
Many such questions arise in our minds. But there is a reason behind children lying.
Reasons why do a child lies-
- In fact, when children start talking, we like to hear what they say. At such a young age, they do not have the ability to understand what is true and what is false. Then many of them started talking a lot imagining. So many children can lie based on imagination or exaggerate any incident. When we love them by listening to their words, they start to lie to get more love, or often to attract everyone's attention. Gradually its turn became a habit.
- Many children lie for fear of punishment. If the parents are very angry, they lie to save themselves from punishment. For example, if something is broken or ruined, or school-going children do not do their homework, do not eat their tiffin, etc., then they start to lies to get relief from punishment.
- Many times we expect too much from children and we get used to this habit from childhood. We forget that the five fingers of the hand are of five kinds. So there are different talents hidden in everyone. We don't think about their wishes, we try to impose our wishes on them. So children start to lies when they can't meet expectations.
- When children start going to school, they often lie to enhance their self-esteem among friends or to get everyone's attention.
- Children grow up in an environment where if they see adults lying, or if there are many opportunities to lie, they start lying.
How to stop children from lying / How to encourage children to tell the truth---
- Children can lie for many reasons, instead of worrying that at first, we need to find out why they lie. Are they losing confidence in themselves? Or are they lying out of fear? or influenced by the surrounding environment?
- We have to try to get rid of the fear in the minds of the children by mixing them like friends. They need to have the courage to tell their parents everything. They must be taught to verify good and evil.
- From childhood, they have to listen to the biographies of various scholars, the stories of various fables( like Isoper golpo). Then they themselves will learn to judge good and evil.
- If children lie, we should not be beaten. We need to be encouraged to tell the truth.
- We have to encourage children to write or draw pictures by giving a diary to them, encouraging them that the story is very beautiful, instead of making them gossip when they are imagining. Maybe it will lead to the development of any talent in the future.
4 Comments
आपने बहुत सही और सटीक लिखा है पूरा आर्टिकल विश्लेषणात्मक है
ReplyDeleteमेरे ब्लॉग पर आने के लिये भी बहुत बहुत धन्यवाद
बीच बीच में मेरे ब्लाग पर आती रहिये वैसे भी मेरी पोस्ट थोडा टाइम लेतीं हैं पर आप जैसे लोग ही मुझे प्रोत्साहन देते हैं ।
yes I will visit your blog. I try to writes two articles in a week if possible you visit my blog time to time.
DeleteMaine jo comment diya tha वो hindi mai tha shayad isiliye uska composition bigad gaya hai
ReplyDeleteGreat Post....
ReplyDeleteThanks for comments.