adds

দোল পূর্ণিমা-Holi

                                         দোল পূর্ণিমা-Holi

 ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌, লাগল যে দোল। 
           স্থলে জলে বনতলে লাগল যে দোল। দ্বার খোল্‌, দ্বার খোল্‌।  

                   বাঙালির বারো মাসে তের পার্বণ। এইসব উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল পূর্ণিমা-Holi(হোলি)। দোল পূর্ণিমা-Holi(হোলি) হিন্দু সম্প্রদায়ের একটি জনপ্রিয় উৎসব। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশির ভাগ স্থানেই মহা সমারোহে এই দোল বা হোলি উৎসব পালন করা হয়ে থাকে। এটি প্রেম ও রঙের উৎসব। 

দোল পূর্ণিমা বাংলার বসন্ত উৎসবের মধ্যে অন্যতম উৎসব। ফাল্গুন  মাসের পূর্ণিমা তিথিতে এই  উৎসব পালন করা হয়।প্রতি বছর বাঙালীরা এই দিনটিতে রঙ খেলার আনন্দে মেতে ওঠে। দোল পূর্ণিমা যেন বসন্তের আহ্বান।এই উৎসবটি মনে করিয়ে দেয় এবার শীত বিদায়ের পালা ও বসন্তের আগমনের সূচনা।এই দিনটিতে বাঙালিরা একে অপরকে রঙে রাঙিয়ে দেয়। ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে নিজেরা রঙ খেলায় মেতে উঠে। 

শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিতে বসন্ত উৎসব চালু করেছিলেন। এই দিনে বাতাসে যেন একটাই সুর বয়ে চলে “রাঙিয়ে দিয়ে যাও  যাও  যাও গো এবার যাবার আগে”। এই বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতি যেন নানা রঙে সেজে ওঠে।

দোল পূর্ণিমা-Holi হোলির ইতিহাস-
  •  নারদ পুরাণ, ভবিষ্য পুরানে এই হোলি উৎসবের বিবরণ পাওয়া যায়। ৩০০ খৃষ্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক ‘হোলি উৎসব’ পালনের উল্লেখ পাওয়া যায় । হর্ষবর্ধনের নাটক ‘রত্নাবলী’তেও হোলি উৎসবের উল্লেখ রয়েছে।
  • দোল পূর্ণিমাকে হিন্দুরা খুব শুভ বলে মনে করা হয়। কারণ এই দিনই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি পালিত হয় হিন্দু বঙ্গ সমাজে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ, মায়াপুর, কৃষ্ণনগরে এই তিথি উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। শুধু তাই নয় বাংলার বাইরে ওড়িশাতেও ধুমধাম করে পালিত হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মদিন। তাছাড়া আসাম, ত্রিপুরা এমন কি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ও এই উৎসবের আনন্দে মেতে উঠে।
  • বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। তাই শ্রীকৃষ্ণ ও রাধিকার অমর ভালবাসার স্মরণে একে অপরকে রঙ লাগিয়ে আনন্দে মেতে উঠে। এই দিনটিতে প্রত্যেক হিন্দু বাড়িতেই রাধা কৃষ্ণের পূজা করা হয়।

  • হোলিকা দহন- এই দিনটিতে ভক্ত প্রহ্লাদকে হোলিকার হাত থেকে বাঁচিয়েছিলেন স্বয়ং বিষ্ণু।অন্যায় ভাবে হোলিকা ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায় আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়, এই থেকেই হোলি কথাটির উৎপত্তি। আর তার পরের দিন আনন্দ উৎসব উদযাপন করার উদ্দেশ্যে রঙ খেলার প্রচলন। সেই থেকে সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে শুকনো ডালপালা, গাছের শুকনো পাতা দিয়ে বুড়ির ঘর তৈরি করে তাকে পুড়িয়ে হোলিকা দহন পালন করা হয়। একে আমরা আবার "নেড়াপোড়া" ও বলি। 
                     সবাইকে ২০২১ দোল পূর্ণিমার অগ্রিম আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিন্দন। 
                  
                   
দোল পূর্ণিমা-Holi

        

English 


       Ore grihobasi khol, dar khol, laglo je dol.
              Sthole jole bonotole laglo je dol, dar khol, dar khol.

There are many festival Bengali tradition. Dol Purnima-Holi is at the top of the list of everyone's favorite of these festivals. Dol Purnima- Holi is a popular festival of the Hindu community. However, not only Bengalis, but in most parts of India, this Dol or Holi festival is celebrated in grand ceremonies. It is a festival of love and colour.

Dol Purnima is one of the spring festivals of Bengal. This festival is celebrated on the full moon day of the month of Falgun (March). Every year Bengalis enjoy playing with colours on this day. Dol Purnima is starting of spring. This festival reminds us of the turn of winter farewell and the beginning of the arrival of spring. On this day at first the younger ones show respect to the elders by giving colours on elder's feet and after that they play with colours.

In Santiniketan, Rabindranath Tagore introduced Basanta Utsav on this day. On this day, there is only one melody in the air, "Raangiye diye jaao jaao jaao go ebar jaabar aage-." To welcome this spring festival, nature seems to come in different colours.

History of Holi / Dol Purnima - 

  •   The details of this Holi festival are found in Narad Purana, Bhavishya Purana. An inscription from 300 BC mentions the celebration of Holi by King Harshavardhana. Harshvardhan's play 'Ratnabali' also mentions the Holi festival.

  • Dol Purnima is considered very auspicious by Hindus. Because on this day the birth anniversary of Sri Chaitanya Mahaprabhu is celebrated in Hindu Bengal society. A special festival was organized on the occasion at Navadwip, Mayapur, Krishnanagar in Nadia district of West Bengal. Not only that, outside Bengal, Orissa also celebrated the birthday of Sri Chaitanya Mahaprabhu. Moreover, Hindus of Assam, Tripura and even Bangladesh rejoice in this festival.
  • According to Vaishnav, on the day of Dol Purnima, in Vrindavan, Sri Krishna used to play with Abir(colours), Radhika and other Gopinis. So in remembrance of the immortal love of Lord Krishna and Radhika, people play with colours to each other and rejoiced. On this day Radha Krishna is worshipped in every Hindu house.

  • On this day, Vishnu himself saved the devotee Prahlad from the hands of Holika, and the next day, to celebrate the death Holika people play with colours.From then on, in order to destroy all the evil forces, people made a small hut with the dried leaves of the tree and burnt it. In our local language it is call "Nerapora". 
              Let the colours of Holi spread happiness, gaeity, peace and love all around world.
Wish you a Happy Holi in advance.

Post a Comment

1 Comments

Thanks for comments.