জীবনের হিসেব নিকাশ
(English and Bengali both languages are available)
"জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব নিকাশ কিছুই রবেনা......।।"
দিন আসে, দিন যায় এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায় কিছু স্মৃতি চিরতরে গেঁথে যায় মস্তিষ্কে কিছু আবার রাতে ঘুমানোর সময় ও তাড়া করে, কিছু স্বপ্ন কখনো আবার পূর্ণতা পায়,কিছু আশা সময়ের স্রোতে ভেসে যায়, তবু আমরা আবার জীবনের ডাইরীটা উল্টেপাল্টে পাওয়া না পাওয়ার হিসেব ভুলে নূতন করে জীবন অঙ্কের হিসেব কষতে বসি। কিন্তু এই হিসেব যে বড় জটিল, এই হিসাব যেন মিলতে চায়না। এমনটা হয়ত অনেকের ক্ষেত্রেই হয়।
আসলে জীবনের অংকটা বেশ কঠিন। এই অঙ্ক যে পাঠ্যপুস্তকে থাকা অঙ্কের সমাধানের নিয়মে চলে না। জীবনের অঙ্কটা যদি পাঠ্যপুস্তকে থাকা অঙ্কের মত সমাধান করা যেত তবে আমরা যারা অঙ্ক ভালবাসি সবাই হয়ত জীবনের অঙ্কের সমাধানটাও করতে পারতাম। বাস্তব কথা হল মানুষের ছোট মাথায় জীবনের এত কিছুর হিসাব নিকাশ বের করা সম্ভব না। হয়ত এই জীবন নামক জটিল অঙ্ক যিনি সৃষ্টি করেছেন তিনিই একমাত্র এই জটিল অঙ্কের সমাধান করতে পারেন।তবু আমরা জীবনের হিসেব মিলানোর জন্যে আজীবন চেষ্টা করে চলি।
জীবনের প্রতিটি পর্যায় অঙ্কের এক একটি অংশের মত।বেশ বুঝে শুনে ধাপে ধাপে মানুষকে সেই অংক কষে যেতে হয়। বইয়ের অঙ্ক করতে গিয়ে এক ধাপ ভুল হলে যেমন আবার ঠিক করার সুযোগ থাকে জীবনের ক্ষেত্রে কিন্তু তা হয় না।কোথাও ভুল হয়ে গেলে জীবনটাই কেমন উলটপালট হয়ে যায়।
জন্ম নেয়ার পর থেকেই মানব জীবনের যুদ্ধ শুরু হয়, বড় হওয়ার যুদ্ধ, নিজের পায়ে দাঁড়ানোর যুদ্ধ, চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবার যুদ্ধ। জন্মের পর থেকে সন্তানের সাথে সাথে মা বাবার ও যেন জীবনের অঙ্কটা আরও কঠিন হয়ে উঠে। যে মা বাবা এতদিন নিজেদের জীবনের অঙ্কের হিসেব মিলাতে ব্যাস্ত ছিল আজ ওরা তার সন্তানের জীবনকে ঘিরে বিভিন্ন অঙ্ক কষতে শুরু করে। সন্তান আস্তে আস্তে বড় হয়ে যখন বোঝতে শেখে তখন হয়ত সেই নিজের জীবনের হিসেবটা নিজের মত করে করতে চায়। সেই হিসেব কষতে গিয়ে কখনো কখনো মা বাবার সাথে সন্তানের মতবিরোধ তৈরি হয়।তাকেই আমরা নাম দেই জেনারেশন গ্যাপ। কিন্তু আমরা তখন ভুলে যাই যে যেই নিয়মে অঙ্ক কষি না কেন তার ফলাফল কি হবে তা একমাত্র যে আমাদের সৃষ্টি করেছে তিনি ছাড়া কেও জানে না। তবে ভিন্ন মানুষের জীবনের হিসেব ভিন্ন ধরনের হয় কারো সাথে কারো হিসেব মিলে না।
প্রতিটি মানুষ তার জীবনের প্রতিটি পর্যায় তার নিজের মত করে নিজের জীবনের হিসাব কষতে থাকেন এবং একটা সময় সে মনে করেন তার উত্তর বুঝি সে এখনই পেল কিন্তু হায় সেখানেও দেখা মিললো না উত্তরের বরং যোগ হলো আরও নতুন একটি হিসেবের প্রক্রিয়া। আর এই ভাবে আমরা জীবন অঙ্কের হিসেব মিলাতে মিলাতে আমাদের পাওয়া না পাওয়াগুলো নিয়েই জীবনের পথে এগিয়ে চলি।
In English
Jibon Khatar Proti Patay Jotoi lekho hisab-nikash Kichui robe na....................
Days come, days go by, months go by, years go by, some memories are forever with us, some sleep at night and chase their dreams, some dreams never come true again, some hopes float in the flow of time, yet we turn the diary of life upside down again. Forget the calculation of not getting it and again sit down to calculate the amount of life's value. But this calculation is so complicated, it doesn't seem to be solved. This may happen in many cases with everybody.
In fact, the calculation of life is quite difficult. The numbers do not follow the rules for solving the maths in the textbook. If the number of life could be solved like the maths in the textbook, then all of us who love maths could solve the number of life. The fact it is not possible to calculate so many things in the small head of a person. Maybe only the one who created this complex maths of life can solve this complex problem. However, we keep trying all our life to calculate and solve the maths of life.
Each stage of life is like a part of a number. People have to understand that number step by step. If one step is wrong in calculating the equation there is an opportunity to correct it, but as in the case of life, it does not happen.
The battle of human life begins from birth, the battle to grow and be self-dependent, the battle to reach the final achievement of life. With the birth of a child, the life of the parents becomes more difficult. Parents who have been busy calculating the amount of their lives for so long, today they start calculating different numbers around the life of their child. When the child gradually grows up and learns to understand, he may want to calculate his own life. In doing so, sometimes the child has a disagreement with the parents. This is what we call the generation gap. But then we forget that no matter what the rules are, no one knows what the consequences will be except the one who created us. However, the calculation of the life of different people is different.
Every human being calculates his own life step by step like his own and at once he thinks that he understood his answer and got it now but alas he did not see the answer there either but added a new process of calculation. In comparing this maths of life, we move forward on the path of life with what we did get or did not get.
0 Comments
Thanks for comments.