এক দুঃখী মেয়ের গল্প
দেবু ও ইশার প্রথম সন্তান ইভা। ইভা দেখতে অপূর্ব সুন্দরী না হলেও সমস্ত কাজে কর্মে বেশ পটু ছিল। পড়াশোনায় ও মনোযোগ ছিল বেশ। সে কথা বলতে খুব ভালবাসত। কথা বলতে না পারলে তার যেন শ্বাস বন্ধ হয়ে আসত। সে খুব দুরন্তও ছিল। একবার ওদের বাড়িতে ওর বাবার এক বন্ধু এসেছিল। তিনি কেদারার পাশে তার ব্যাগ টা রেখে তার বাবার সঙ্গে বেড়িয়েছিল, ঠিক তখনি ইভা ঘরে ঢুকে ব্যাগ খুলে সব মাটিতে ফেলে দিয়ে ঘর থেকে চুপিচুপি চলে গেল।
তার বাবা এসে যখন ইভাকে ডাকল তাকে আর পায় কে। সে এমনি ছটফটে ছিল। এমনি ভাবে দেবু ও ইশার সংসার ভালো ই চলছিল। ইভা যখন ক্লাস ৬ এ পড়ে তখন তার একটা ফুটফুটে ভাইয়ের জন্ম হল। ইভার ভাইকে দেখে আর আনন্দের শেষ নেই।
সে তার মায়ের সাথে সংসারের সব কাজে সাহায্য করতে লাগলো। সে যেন ভাইকে পেয়ে এক লাফে অনেকটা বড় হয়ে গেল। ইভা ছোটবেলা থেকেই ছিল খুব প্রতিবাদী স্বভাবের। কোন কিছু অন্যায় সে মেনে নিত না তা ঘরেই হোক বা বাইরেই হোক। ইভার মা ইভাকে অনেক বোঝানোর চেষ্টা করত। কিন্তু সে মাকে বলত কারো উপর অন্যায় হলে তার ভালো লাগে না।
সেই দুরন্ত মেয়ে আস্তে আস্তে যত বড় হতে লাগলো কেমন যেন চুপ হয়ে গেল। যেই মেয়ে এক মিনিটও কথা না বলে থাকতে পারত না তার মুখে আজ কোন কথা নেই। নেই কোন অন্যায়ের প্রতিবাদ। সে আজ সবার ভালো লাগা, খারাপ লাগা সব কিছুর খেয়াল রাখতে লাগলো। সেই ছোট্ট মেয়েটা আজ অনেক বড় হয়ে গেল।
তার ছোটো ভাইও বাবার সাথে সাহায্য করতে লাগলো। মা বাবা এবার তার বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগলো। কিন্তু ইভা যখনি দেখত ছেলের বাড়ির লোকরা তার বাবার টাকাপয়সা দেখে টাকে বিয়ে করতে চায়, সে যেন আরও ভেঙে পরল। সে বাবা মাকে বলল যে ছেলে পয়সার লোভে আমাকে বিয়ে করতে চায় সে কি আমাকে কখন ভালবাসতে পারে। শেষে ইভা আর বিয়ে করতে রাজী হল না।
তার ভাইয়ের বিয়ে হয়ে গেল একটি ছেলে হল। সেই ছেলের দায়িত্ব এসে পরল ইভার উপর। সে আনন্দের সঙ্গে সব মেনে নিল। আজ সংসারের সব কাজই ইভার উপর। তার কষ্ট হলেও সে কাউকে কিছু বলত না। মাঝেমধ্যে তার খুব অভিমান হত। সে তো আর ছোটবেলার ইভা নয় যে রাগ অভিমান হলে কারোর উপর চেঁচাবে। সে আজ মন খুলে কাউকেই কিছু বলতে পারে না। আজ সে তার বাবা মা ভাই ও বউদি সবার মাঝখানে থেকে ও বড় একা তার মনের খবর কেউ রাখে না। তবু সে নিঃশব্দে নিঃস্বার্থভাবে সবার জন্য সবকিছু করে চলছে।
আমাদের চারপাশে কত ইভার মতো মেয়েরা নিজেদের সবকিছু ত্যাগ করে সবার জন্য সবকিছু করে চলে কিন্তু তার মনের খবর কেউ রাখে না। এইভাবেই ইভার মতো দুরন্ত ছটফটে মেয়েরা পারিপার্শ্বিক চাপে পাথরে পরিনত হয়ে জীবন নামক যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে।
English :-
Eva, Debu and Isha's first child. Though not very beautiful in her looks,she was very good in all other aspects. She was good in studies and very talkative. It was as if she could not breath if she stooped talking. She was also very naughty.
Once her father's friend came to their house. He left his bag next to the chair and went out with her father, just then Eva entered the room, opened the bag and threw everything on the ground and left the house quietly. When her father came and called Eva she was nowhere to be found. She was this kind of notorious.
When Eva was in 6th grade her mother gave birth to a baby brother. There was no end of joy for Eva after seeing her brother.She started helping her mother with all the household chores. It was as if her brother's birth made her grew up in one leap. Eva has been very rebellious since childhood.
The naughty girl grew and became quieter. The girl who could not be quiet for a minute has no words in her mouth today. There is no protest of injustice. Today, she takes care of everyone's likes and dislikes. That little girl has grown up a lot today.She started to help her younger brother and her father also. Her mother and father started looking for a bridegroom for her wedding.
But when Eva saw that the people of the boy's family wanted to marry her after seeing her father's money,she seemed to be heart-broken. She told her parents that the boy wanted to marry her out of greed for money,but did not love her. For this in the end ,Eva refuse to marry.
Her brother got married and had a son. The responsibility of that boy fell on Eva. She accepted it happily. Now Eva handles all the work of her family alone. She takes care of everybody. She did not say anything to anyone despite her pain.Sometimes she is angry.
She's no longer talkative and naughty that she will yell at someone if she is angry. She can't speak a single word about her pain to anybody. Today she is very alone.No one keeps track of her mind. Yet she is silently and selflessly doing everything for everyone.
Many girls like Eva around us give up everything for for the sake of others. This is how girls like Eva are turned into lifeless creatures under the pressure of their surroundings and continue the battle of life.
3 Comments
Please comments
ReplyDeleteBah... Khub sundor hoyechhe lekha ta..
ReplyDeleteVery beautifully written...👍👍👍
ReplyDeleteThanks for comments.