adds

সময়-Time

                                                                     সময়-Time

(English and Bengali both languages are available)
                      সময়ের সমুদ্রে আছি কিন্তু একমুহূর্ত সময় নেই---

        এই জগতের সব চেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী ও সবচেয়ে দ্রুত অদ্ভুত জিনিস হল সময়জীবনসময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। 
        সময় আসলে নদীর স্রোতের মতো প্রবাহমান কারো জন্য সে থেমে থাকে না আবার পেছন ফিরে ও তাকায় না। ঠিক তেমনি মানব জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম, যে সময় একবার অতিবাহিত হয়ে যায় সেই সময়কে আর ফিরে পাওয়া যায় না। টাকা পয়সা ধন সম্পত্তি হয়ত কষ্ট করে অর্জন করা যায় আবার টাকা পয়সা দিয়ে হয়ত অনেক কিছু কেনা যায় কিন্তু পেছনে ফেলে আসা সময়কে কখনো টাকা দিয়ে কেনা যায় না। কথায় আছে- 'Time and Tide wait for none".
       আমাদের এই ক্ষুদ্র মানব জীবনে সময়ের তুলনায় কর্মের পরিমাণ অনেক বেশি। তাই মানব জীবনকে সার্থক ও  সুন্দর করতে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি সময়কে গুরুত্ব না দিয়ে হেলায় ফেলে রাখি তবে সময় ও আমাদের পেছনে ফেলে এগিয়ে যাবে। 
         জীবন থেকে একদিন চলে যাওয়া মানে জীবনের এই ক্ষুদ্র সময় থেকে একদিন কমে যাওয়া। শত চেষ্টা করেও সেই দিনটাকে জীবনে আর ফিরানো যায় না। তাই সময় অপচয় করা মানে জীবনের সময়গুলোকে একটু একটু করে নষ্ট করে দেওয়া। আর এই অপচয়ের পরিণাম যে কি ভয়াবহ আমরা কম বেশি সকলে বুঝতে পারি।  
       
         জীবনে চলার পথে অনেক বাঁধা আসতেই পারে বা কখনো সময়ের সাথে সাথে চেষ্টা করে ও সফলতা না ও আসতে পারে, কিন্তু তাই বলে যদি থেমে যাই তবে সময় আমাদের কথা না ভেবে আমাদের পেছনে ফেলে এগিয়ে যাবে। তাই সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে থেমে না থেকে সমস্ত বাঁধা অতিক্রম করে এগিয়ে গেলেই জীবনে সফলতা আসবে।
            
          সময় পরিবর্তনশীল। সময়ের চাকা আসলে গোল। আজ ভাল সময় যাচ্ছে কাল খারাপ হতে ও পারে। আবার তার উল্টো ও হতে পারে। তাই যে সময় চলে গেছে তার কথা না ভেবে বর্তমানে যে সময় আমাদের কাছে আছে তাকে সুন্দর করে কাজে লাগিয়ে ভবিষ্যতের সময়কে ভাল করার লক্ষ্যে এগিয়ে গেলেই জীবনে ভাল সময় আসবে। 

         সময়ের সদ্ ব্যবহার করলে জীবনে সাফল্য অবশ্যম্ভাবী। বিনা কারণে সময় অপচয় করলে জীবনকে তার মাশুল দিতেই হবে। যার হাতে কিছু নেই, তার হাতে ও সময় আছে। এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় ও আমাদের যত্ন নেবে। 
          সময় = জীবন। তাই, সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা।  সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে।
                               
সময়-Time



 
    English Translation-              
      
                   
                         We are in the sea of time but not for a moment.--

         The most important, powerful and fastest strange thing in this world is time. Life and time are the best teachers in the world. Life teaches to use time well, time teaches to value life.

        Time does not stop for anyone it flows like a river and it does not look back. In the same way, the importance of time in human life is immense, the time that has passed once cannot be found back. Money may be hard to come by, and money can buy many things, but the time left behind can never be bought with money. There are words  'Time and Tide wait for none".
          
        The amount of work in our tiny human life is much greater than time. Therefore, to make human life successful and beautiful, every moment of life must be valued. If we ignore time and leave it at that, time will leave us behind and move on.

       one day to go away means losing one day from this short time of life. Even after hundreds of attempts, that day cannot be brought back to life. So wasting time means wasting time in life little by little. The consequences of this waste are so horrible that we all understand more or less.

      There may be many obstacles in the way of life or we may try and succeed with time. But sometimes success may not come, then if we stop, time will leave us behind without thinking about us. Therefore, success in life will come only if we overcome all the obstacles and move forward without stopping using every moment.

      Time is variable. The wheel of time is actually round. Today is a good time and tomorrow may be bad. Again, the opposite may happen. So without thinking about the time that has passed, the best time in life will come only if we make good use of the time we have now and move forward to make the future better.

      Success in life is inevitable if time is used wisely. If you waste time without any reason, you have to pay for it. He who has nothing has time. This is the greatest asset of human life. If we take care of time, time will take care of us.

         Time = life. So, wasting time means wasting part of life. Use the time, life will be meaningful.
   

Post a Comment

2 Comments

Thanks for comments.