adds

Happiness-সুখ

                                                               Happiness-সুখ

 (English and Bengali both are available)
                            সুখ - পৃথিবীর সবচেয়ে রহস্যময় শব্দ। কখনো ধরা দেয়, কখনো ধরা দেয় না।
সুখ কোনও অবস্থা নয়, বরং এক মানবিক অনুভুতি। সুখ মনের এমন এক অনুভূতি যা ভালবাসা, তৃপ্তি, আনন্দ অথবা উচ্ছাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।সুখ একটি ক্ষণিকের অভিজ্ঞতা যা স্বতঃস্ফূর্তভাবে উত্থিত হয় এবং ক্ষণস্থায়ী হয়।মানুষ সুখ প্রত্যাশী।পৃথিবীতে এমন কেউ নেই যে সুখী হতে চায় না। কিন্তু সবাই কি সুখী হতে পারে? কেউ কেউ হয়ত সুখী হয় কেউ কেউ হয় না। আসলে সুখের সংজ্ঞা বিভিন্ন লোকের কাছে ভিন্ন। লক্ষ্য করলে দেখা যায়, যাতে একজন সুখী, অন্যজন তাতে অসুখী। সুখের ব্যাপারটি একই সঙ্গে মানসিক ও পারিপার্শ্বিক।
       এই সুখ শব্দটা নিয়ে কত গান, কত কবিতা লেখা হয়েছে। মান্না দে গেয়েছিলেন "সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয়না।"  সত্যি পৃথিবীতে এমন কেউ নেই যারা জীবনে সুখী হতে চায় না। কিন্তু কেউ কি জানে সুখ কোথায় গেলে পাওয়া যাবে? বা কি পেলে আমরা সুখী হব? কে প্রকৃত সুখী? সত্যজিৎ রায়ের ছবিতে  যেমন গুপী গাইন বাঘা বাইন কে ভূতের রাজা  তিনটি বর দিয়েছিলেন, আজ যদি ভূতের রাজা আমাদের কাউকে এমন তিনতে বর দিতে আসে আমরা কি সত্যি বলতে পারি আমরা কি তিনটে বরে সারাজীবন সুখী থাকব। আমার তো মনে হয় তিনটে বরে আমরা সারাজীবন সুখী হতে পারি না। আর যদিও তিনটে বর চেয়ে ফেলি কিছুক্ষণ পর মনে হবে এটার বদলে ওটা চাইলে ঢের ভাল হত। 

     আসলে অনেকে মনে করেন, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র ও বাসস্থান নিশ্চিত হলেই মানুষ সুখী হয়।তার সাথে যদি আবার সুস্বাস্থ্যের অধিকারী হয় তবে সোনায় সোহাগা। কিন্তু আসলে কি তাই? 

      মানুষের আশা-আকাঙ্খার শেষ নেই। আজ কেউ যা পেয়ে নিজেকে সুখী ভাবছে কাল হয়ত তা না ও হতে পারে, কাল হয়ত আমাদের আরো অন্য কিছু চাই। আমরা কেউ অল্পে সন্তুষ্ট থাকি না। পৃথিবীতে এই অল্পে সন্তুষ্টি থাকা মানুষের সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষই অসুখী ও অসন্তুষ্ট। 
      একবার বাদশা আকবর বীরবলকে জিজ্ঞেস করেছিলেন ,‘আচ্ছা বীরবল, বলো তো জগতে প্রকৃত সুখী কে?বীরবল একটু উত্তর দিলেন,‘এ জগতে কোন মানুষই সুখী নয়। একমাত্র মানুষ সুখী হয় মৃত্যুর পরে, তার আগে নয়।’ 
কিন্তুকে কেউ কি জানে মরার পর কি হয়?সেখানে কি সত্যি সুখ আছে?

     আমরা সবাই ভাবি আমাদের চারপাশে যে মানুষ গুলো আছে ওরা হয়ত আমাদের থেকে অনেক সুখী কিন্তু কে জানে কার মনের খবর। আবার কেউ কেউ আমরা ভাবি হয়ত আমাদের কপালেই সুখ নেই । তাই হয়ত শত চেষ্টা করে ও সুখী হতে পারি না। আবার মনোবিজ্ঞানীরা বলেন, সুখ বৈষয়িক বা জাগতিক কোনো ব্যাপার নয়। সুখ বহুলাংশে মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক ব্যাপার।

                                                       সুখী থাকার উপায়-------

       সুখের  সাথে মানুষের জীবনের অনেক কিছু জড়িত যেমন  ব্যক্তিস্বাধীনতা, ব্যক্তিগত উন্নতি,জীবনের লক্ষ্য, আত্ম গ্রহণযোগ্যতা, কর্তৃত্ব এবং সর্বোপরি মানুষের ইতিবাচক চিন্তা-ভাবনা। মানুষের  চিন্তা ভাবনা কেমন তার উপর  মানুষের সুখ অনেকটা নির্ভর করে । যার যা আছে বা যে অবস্থায় আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলেই সুখ আসবে। মানুষ আজ যা ভাবছে তার ওপর ভিত্তি করে তার ভবিষ্যতের সুখ গড়ে উঠে। সুতরাং কাজ-কর্ম ও চিন্তাধারা যদি পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে শুরু করি তবে  জীবনে সাফল্য আসবে - ই । আত্মবিশ্বাসে বিশ্বাসী, মর্যাদাবান, হৃদয়বান, জ্ঞানী-গুণী, সৎ মানুষ সাধারণত সব সময় সুখী হয়। 
         প্রত্যেক মানুষের জীবনের সময়ের চক্র গোল। তাই সুখের পর দুঃখ আসা স্বাভাবিক বা পৃথিবীর নিয়ম। সুখ ও দুঃখ হল মুদ্রার দুটো পিঠ। আর এই কথা মনে রেখে যদি আমরা সুখের মত দুঃখকে ও হাসি মুখে বরন করে নেই , তাকে যদি ভয় না পাই তবেই জীবনের পথে ভালভাবে এগিয়ে যেতে পারব। 
        কিন্তু বাস্তব বড়ই কঠিন, সুখকে যত সহজে আনন্দের সাথে আপন করা যায় দুঃখকে আপন করা এতটাও সোজা নয়। দুঃখকে আপন করার কথা মুখে বলা বা লেখা যত সহজ বাস্তবে তাকে মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু এটাই ভাল থাকার উপায়। তাই সুখী হতে হলে সুখ দুঃখ সব কিছুকে একসাথে নিয়ে নিজের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বজায় রেখে সৎ মনে এগিয়ে গেলেই একদিন না একদিন সুখ আসবেই আসবে। 

                             
Happiness-সুখ



In English


       Happiness is the most mysterious word in the world. Sometimes we feel it, sometimes not.

          Happiness is not a condition, but a human feeling. Happiness is a feeling of the mind that is controlled by love, contentment, joy, or excitement. Happiness is a momentary experience that arises spontaneously and is transient. People expect happiness. No one in the world does not wants to be happy. But can everyone be happy? Some may be happy, some may not. In fact, the definition of happiness is different for different people. It can be seen that one is happy and the other is unhappy. Happiness is both emotional and environmental at the same time. Natural environments improve our mental well-being.

     How many songs, how many poems have been written about this word of happiness. Manna Dey sang "sobai to sukhi hote cay, tobu keu sukhi hoy, keu hoyna." No one in the world does not wants to be happy. But does anyone know where happiness can be found? Or will we be happy? Who is truly happy? As in the case of Satyajit Ray's film, Gupi Gain Bagha Bain was given three boons by the king of ghosts. Like that, if the king of ghosts gives us three boons I think we can not be happy with the three gifts for the rest of our lives. Even if we asked for three boons, after a while we would think it would be much better if we wanted that thing instead.


         In fact, many people think that people are happy only when their basic needs of food, clothing, and shelter are ensured. But is that really so?

   There is no end to people's hopes and aspirations. If someone thinks he is happy to get today, tomorrow he may want something more. None of us is satisfied with the slightest. There are very few people in the world who have this little satisfaction. So most of the people are unhappy and dissatisfied.

    Once King Akbar asked Birbal,  "Birbal, tell me who is really happy in the world?" Birbal replied a little, ‘No one is happy in this world. Only people are happy after death, not before. '
But does anyone know what happens after death? Is there true happiness?

   We all think that the people around us may be happier than us but who knows who is happy. Some of us think we may not have happiness in our destiny. So maybe after hundreds of attempts, we can't be happy. Psychologists say that happiness is not a matter of material or worldly. Happiness is largely a psychological or spiritual matter.

                                                  How to stay happy?......................

     Happiness involves a lot of things like personal freedom, personal improvement, life goals, self-acceptance, authority, and above all positive thinking. Human happiness depends a lot on how people think. Happiness comes only when one is satisfied with what one has or in what condition one is. Happiness in the future is built on what people think today. So if we start working and thinking with a positive approach, then success in life will come. Self-confident, dignified, kind-hearted, knowledgeable, honest people are usually happy all the time.

    The life cycle of every human is round. So it is natural sorrow comes after happiness. Happiness and sorrow are the two sides of the coin.  With this in mind, if we accept happiness and sorrow both with a smile If we are not afraid of sorrow, then we can move forward well on the path of life.

   But real life is very difficult, sorrow is not as easy to embrace as it is to embrace happiness. It is very difficult to accept sorrow in reality as it is easy to say or write about it. But that's the way to stay happy. So if you want to be happy, happiness and sorrow will come one by one in your life, if you take everything together and maintain your self-confidence and self-dignity and move forward with an honest mind, then happiness will come one day.

Post a Comment

3 Comments

Thanks for comments.