74th Independence Day
কিন্তু আজ স্বাধীনতার ৭৪ তম দিবস উৎযাপনে আমরা মেতে উঠলে ও আমরা কি আজ সত্যি স্বাধীন? তবে কেন আজ আমাদের সমাজে এখন ও মানুষে মানুষে এত হিংসা মারামারি দাঙ্গা হাংগামা। নিজেদের মধ্যে হিংসা ও বিভেদ ভুলে গিয়ে নারী পুরুষ সবাই একসঙ্গে মিলে কেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি না। আজও কেন চলে নারীদের উপর অত্যাচার, কেন আজও চলে নারী প্রচারের মতো ঘৃণ্য ব্যবসা, অর্থের লোভে কেন আজও ভাই ভাই কে মারছে, বন্ধু বন্ধু কে ঠকাচ্ছে সামান্য স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে।
আমরা তো সেই মহান ভারতবর্ষের মানুষ যেই দেশের স্বাধীনতা সংগ্রামী দেশকে স্বাধীন করতে গিয়ে নিজের দেশের সেবায় নিজেকে বিলীন করে দিয়েছে। কত শত সহস্র মা ই না তাদের ছেলেদের দেশমাতাকে স্বাধীন করানোর জন্য হাসতে হাসতে উৎসর্গ করে দিয়েছে। আমরা তাও জানি আমাদের দেশের এমন অনেক স্বাধীনতা সংগ্রামী ছিল যারা বিদ্যা, বুদ্ধি ও অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী হওয়ার পর ও দেশমাতাকে মুক্ত করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিল ইচ্ছে করলেই ওরা নিজেদের মত করে জীবন কাটাতে পারত। তাদের মধ্যে নেতাজি সুভাষ চন্দ একজন। আজ ও আমরা জানি না উনার ঠিক কি হয়েছিল। আমরা আজও যখন লোক কে ঠকাই, নারীদের উপর ঘৃণ্য অত্যাচার করি, নিজেদের মধ্যে মারামারি করি সামান্য অর্থের জন্য তখন কি সেই মহান পুরুষদের আত্মত্যাগের কথা আমাদের একবার ও কি মনে পড়ে না। আমাদের যদি আজ ও এমন মানুসিকতা হয় আমরা তবে কি করে দেশ কে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাব ।শুধু সেই স্বাধীনতা সংগ্রামীরাই নয় আজ দেশকে যেই মহান সৈনিকরা দেশ সীমান্তে থেকে কঠোর পরিশ্রম করে নিজেদের কথা না ভেবে দেশকে রক্ষা করে চলছে তাদের সামান্য সাহায্য করার জন্য নিজেরা ভেদা ভেদ ভুলে হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি না। আর এই মহান কাজের জন্য সবার প্রথম নারী জাতিকে এগিয়ে আস্তে হবে কারণ নারীরা ই হল মা। আর এই মা রাই পারে তার ছেলেমেয়েকে ভাল শিক্ষা দিতে তার মনের চেতনা কে জাগিয়ে তুলতে , নিজেদের কে মানুষের মত মানুষ করে তুলতে।
আর তবেই আমাদের সমাজের প্রত্যেক মানুষ অন্ধকার থেকে বেরিয়ে এসে জগতের আলো দেখতে পাবে। আর তখনি আমরা হাতে হাত রেখে নারী পুরুষ সবাই মিলে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারব। আর তখনি সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও দেশ সৈনিকদের বলিদান সার্থক হবে। আর আমাদের ভারতবর্ষ তখনি হবে মহান।
11 Comments
Nice ...
ReplyDeleteভারত মাতা কী জয়
ReplyDeleteJai hind
ReplyDeleteNice
ReplyDeleteVery true
ReplyDeleteJai Hind
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteBah... Besh valo.. From Sucharita..
ReplyDeleteBaah besh bhalo....Paromita
ReplyDeleteSundar likheche,aro lekha chai👍🏻
ReplyDeleteRupa here...
ReplyDeleteThanks for comments.