adds

নারী শাক্তি

                                                      নারী শাক্তি

নারী মানে এক অদ্ভুত শক্তি যে আমাদের পৃথিবীর আলো দেখাতে সাহায্য করে। নারী মানে এমন এক শক্তি যে নিজেকে বিলিয়ে দিয়ে অন্যদের এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয় নারী হল সেই শক্তি যে জীবনের প্রতি টা সম্পর্ক নিপুণ ও নিঃস্বার্থ ভাব নিয়ে পালন করে, সকল কে দৃঢ় সম্পর্কের বাঁধনে আবদ্ধ করে রাখে। নারী যে রূপেই হোক না কেন মা, কন্যা, স্ত্রী , বান্ধবী , বোন কোন রূপেই তার ভালবাসা, ধৈর্য ও বিশ্বাসের অন্ত্য থাকে না।

                                      পুরাণ মতে এক সময় যখন অন্যায় ও অশুভ শক্তি চারদিকে মাথাচাড়া দিয়ে  উঠেছিল তখন নারী রূপী  দেবীদুর্গা দুর্গতিনাশিনী রূপে আবির্ভূত হয়ে সমস্ত অশুভ  শক্তির নাশ করে শুভ শক্তির সূচনা করেছিল। তখন থেকে আমরা সমস্ত অশুভ  শক্তির নাশ করে শুভ শক্তির আগমনের উদ্দেশ্যে দেবী দুর্গার আরাধনা করি। শুধু তাই নয় ধন সম্পদ ও শিক্ষার দেবী রূপে আমরা নারী রূপী লক্ষ্মী ও সরস্বতী দেবী কেই পূজা করে থাকি। এখনও আমাদের সমাজে ৫ থেকে ৭ বছরের কন্যা সন্তানদের মাতৃ জ্ঞানে দুর্গাপূজার অষ্টমীতে দেবীর পাশে বসিয়ে পূজা করা হয়। 

                     এতকিছুর পর ও আমাদের সমাজে আজ নারীদের অবস্থান কোথায় আমাদের চারপাশে ভাল করে লক্ষ্য করলেই বোঝা যায়।  

                         

নারী শাক্তি

                                


                                                                                                     

নারীরা যেমন একদিকে ঘর সামলাচ্ছে অন্যদিকে কাঁধে কাঁধ মিলয়ে পরুষদের সাথে কাজ করে চলছে। আবার এই নারীরাই আজ মহাকাশ পারি দিচ্ছে। আবার কিছু নারী,সারা বিশ্ব যখন করোনা নামক মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে জর্জরিত তখন জীবনের মায়া না করে দিনরাত দেশবাসীর সেবায় কাজ করে চলছে। এই এত কিছুর পর আজও কেন নারীরা অত্যাচারিত হচ্ছে? আজও যখন টিভি ও পত্রিকার খবরে নারী নির্যাতনের ভয়াবহ ছবি দেখতে পাই তখন আর নিজেকে স্থির রাখা যায় না। মন চায় সেই অত্যাচারীদের শাস্তি প্রদান করি। আজও কত নারী (মারূপী) সন্তানকে মানুষ করার জন্য ও সংসার সামলানোর জন্য নিজের স্বপ্ন উৎসর্গ করে দিয়েছে, কত মেয়ে না নিজের পড়াশোনার বলিদান দিয়ে অর্থ উপার্জনের জন্য বাবার পাশে দাঁড়িয়েছে। কিন্তু তবু কেন এই পুরুষ তান্ত্রিক সমাজে মেয়েদের পূর্ণ স্বাধীনতা নেই? কেন আজও একটা ছেলে যেমন নির্দ্বিধায় রাস্তায় চলতে পারে মেয়েরা পারে না? কাজ  থেকে ফিরতে  দেরি  হলে মেয়ের মা বাবার চিন্তার শেষ  থাকে না। মা বাবা ছেলে ও মেয়ে দুজনকেই সমান ভাবে দেখার পরও একটা ছেলেকে যেমন ছাড়তে পারে মেয়ের বেলায় কেন বেশি চিন্তা হয়। আজও কেন মেয়েদের যৌতুক বা পণপ্রথা শিকার হতে হয়। আজও কেন সন্তান জন্মানোর  আগে ছেলে হবে না মেয়ে হবে প্রশ্ন ওঠে? শ্বশুর বাড়িতে কেন আজও চলে মেয়েদের উপর অত্যাচার? 

              তবে এই সব কিছুর জন্য কি শুধু পুরুষদের দোষারোপ করে ঘরে বসে থাকলে চলবে? শুধু পুরুষরাই কি তার জন্য দায়ী? আজ যদি আমরা সব নারীরা একজন আরেকজনের পাশে থাকি তবে কি পুরুষদের ক্ষমতা  আছে  নারীদের উপর অত্যাচার চালাতে  পারে। তবে কি শ্বশুর বাড়িতে মেয়েদের উপর অত্যাচার হওয়ার সুযোগ থাকে? নারীরা (মা) যদি তার ছেলেদের মানুষের মতো মানুষ করে তুলে  তবে সেই ছেলে কি পারে নারীদের অপমান করতে। পুরুষতান্ত্রিক সমাজ বলে শুধু পুরুষের উপর দোষারোপ করে লাভ নেই। সব পুরুষ ই তো অত্যাচারী হয় না। ঘৃণ্য  মানুষিকতার কিছু লোকের জন্য আজ আমাদের সমাজ পিছিয়ে পড়েছে।  

                 তাই এই নারী সমাজকে অত্যাচার ও অপমানের হাত থেকে বাচাতে হলে আমাদের নারীদের এগিয়ে আস্তে হবে । আজ শুধু  facebook/whatsapp এ নারী দিবস পালনের নামে কিছু ভাল ভাল ছবি ও লেখা পোস্ট করে তার মধ্যে সিমাবদ্ধ না থেকে সবাইকে সচেতন হতে হবে। সমাজে  কোন  নারী যেন অত্যাচারিত না হয় তার খেয়াল রাখতে হবে। মেয়েদের নিজেদের কে মানুসিক ও অর্থনৈতিক দিগ দিয়ে শক্তিশালী করে তুলতে হবে আর  তবেই নারী দিবস পালনে সার্থকতা আসবে। ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্মের মেয়েরা নির্দ্বিধায় ও নির্ভয়ে এগিয়ে যেতে পারবে। অবচেতন মনে শুধু নিজেদের বিলিয়ে না দিয়ে নিজের শক্তিকে প্রমাণ করে দিয়ে পৃথিবীকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। 

English translation -
             Woman means a strange power that helps us to show the light of the world. Women are a force to be reckoned with. Not only this, Women are the force that manages every aspect of life with skill and selflessness, keeping everyone in a strong bond. No matter what form a woman takes, mother,  daughter, wife, girlfriend, sister, there is no end to her love, patience, and faith.
                  According to the Puranas, at a time when unjust and evil forces were swirling around   Goddess Durga in the form of a woman appeared in the form of Durgatinashini, destroying all the evil forces and initiating the good ones. Since then we worship Goddess Durga for the purpose of destroying all evil energy and bringing good energy. Not only that, as the goddess of wealth and education, we worship Lakshmi and Saraswati as goddesses. In our society, 5 to 6-year-old girls are still worshipped by sitting next to the Goddess on the Ashtami (2nd day) of Durga Puja.
                    After so many things, the position of women in our society today can only be understood by looking closely around us.
                  Women are managing the house on the one hand and working shoulder to shoulder with men on the other. Even though some women are visiting space today. While the whole world is plagued by the horrible situation of the epidemic called Corona, Some women are working day and night in the service of the countrymen without the illusion of life. After all this, why are women still being oppressed? Even today, when we see terrific pictures of violence against women in the news on TV and in newspapers, we can no longer keep ourselves still. We want to punish those oppressors.  Even today, so many women (mothers) have sacrificed their dreams to take care of the family and children, so many daughters help their fathers to earn money by sacrificing their education. But why do girls not have full freedom in this male human society? They fear fighting off an attacker. When it is late to return from work, the worries of the girl's parents do not end. Why do people worry so much about a daughter even though they love their children equally? Why even today girls have to be victims of dowry or gambling. Even today, before giving birth to a child, the question arises whether there will be a boy or a girl? Why is the abuse of girls still going on in the father-in-law's house?
                But we cannot blame only men for all this stuff. Are only men responsible for it? If all of us women stand by each other today, will men have the power to oppress women? But is there a chance that girls will be abused in the father-in-law's house? If women (mothers) make their sons honest and kind-hearted men, then how can that men insult women? There is no point in blaming men because all are not the same. Not all men are oppressors. Our society today is backward for some people with disgusting humanity.
                 So if we want to save the women's society from oppression and humiliation, women have to move forward. Today, posting some good pictures and writings a good speech of celebrating Women's Day on Facebook / Whatsapp, everyone should be aware. We have to take care that no woman is oppressed in society. Girls need to empower themselves in human society and economic aspects and only then there will be a success in celebrating Women's Day. In the future, our next generation of girls will be able to move forward without any hesitation or fear. The subconscious mind has to move the world forward on the path of progress by proving its strength and not just giving up.





































   

               
                               






























                 


           

         



 







Post a Comment

5 Comments

Thanks for comments.