একাকীত্ব/Loneliness
চারদিকে আপনজনের কত কোলাহল, কত বন্ধু। করোনার এই পরিস্তিতে ঘরে বসে আজ স্কুলের বন্ধুদের সাথে অনলাইন এ কথা, কাল কলেজের বন্ধুদের সাথে, তারপরদিন আবার আত্মীয়স্বজনের সাথে কথা। কত কথা যে জমে আছে তার আর শেষ হয় না। আজ আমরা ঘরের কাজে এত ব্যস্ত মাঝে মধ্যে মোবাইল টা রেখে দিতে হয়, শান্তিতে কথা বলার ও সময় নেই। কিন্তু তারপর ও মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়। রাতের অন্ধাকারে যেন ঘুম আসতে চায় না।কখনো কখনো এত মন খারাপ হয় যেন চোখ থেকে এমনিতেই জল গড়িয়ে পরে। আসলে মানুষের মন আগে কাঁদে চোখ কাঁদে অনেক পরে।
চারদিকে এত ভিড়, এত কিছু চাওয়া পাওয়া তবু কেন এত একাকীত্ব। হয়ত এটা ও মনের বাকি অনুভূতি গুলোর মধ্যে একটা অনুভূতি। যা আমাদের মনকে বাইরের সমস্ত যোগাযোগ থেকে সম্পূর্ণ বিছিন্ন করে দেয়। এই একাকীত্বের কারণটা কি আমরা কি ভেবে দেখেছি?
১) মানুষের মন বড় বিচিত্র। মানুষ যে কখন কি চায় হয়তো সে নিজেও জানে না। মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না। আর এই না পাওয়া থেকেই হয়তো একাকীত্বের জন্ম।
২) এই পৃথিবীতে এমন কিছু হতভাগা মানুষ আছে যাদের শত চেষ্টার পর ও কপালের দোষে ওদের কাছে আজ কিছুই নেই। সময় ও আপনজন ওদের একসাথে আঘাত করার ফলে ওরা বাইরে থেকে নয় ভেতর থেকে একা হয়ে গেছে।
৩) আমরা ছোটবেলা থেকেই কারো না কারো উপর নির্ভর করে বাঁচতে শিখি। সময়ের সাথে সাথে আমরা যত বড় হই সেই নির্ভরযোগ্য মানুষটা হয়তো বদলায়। কিন্তু আমাদের সেই স্বভাবটা আর বদলায় না। আর এই নির্ভরযোগ্যতা থেকে আমরা বাঁচার ক্ষমতা পাই বটে কিন্তু হাঁটতে শিখি না। তাতে আমাদের অক্ষর পরিচয় হয় বিন্তু বাক্য গঠন আর হয়ে উঠে না।
তাই আজ এই একাকীত্ব থেকে বেড়িয়ে আসতে হলে আমাদের মনের শক্তি ও ধৈর্য দুটোই বাড়াতে হবে। জীবনে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা নিজেকেই করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা যেমন পৃথিবীতে একা এসেছি আবার একাই পৃথিবী থেকে যাব। আর এই কথা মাথায় রেখে সংসারের সমস্ত দায়িত্ব ও কর্তব্য পালন করে ও জীবন নামক যুদ্ধটাকে নিজেকেই জয় করতে হবে। নিজের স্বপ্ন পূরণের চেষ্টায় নিজেকেই বাঁচিয়ে রেখে একটু একটু করে এগিয়ে যেতে হবে। একবার সেই দিনটার কথা ভাবতো যেদিন তুমি সবার সামনে বলতে পারবে আমি পেরেছি, হেরে যাইনি। আর সেই দিনই হয়তো আমরা আমাদের জীবনের সফলতা খুঁজে পাবো আর এইভাবেই আমাদের জীবনের সাফল্য আমাদের একাকীত্বকে আমার জীবন থেকে দূরে ঠেলে ফেলবে।
English Translation:-
In this situation of Corona pandemic, we are sitting at home, talking to school friends one day, talking to college friends another day, then talking to relatives again the next day and so on.Its like endless conversation. Today we are so busy with household work that sometimes we have to leave our mobile aside and there is no time to talk in peace. Even after all these we still fell very alone at times. sometimes we have sleepless nights and we are so upset that tears roll down from our eyes. The human mind cries before, the eyes weep long after.
There is so much crowd around us, yet loneliness prevails. Maybe it's a just a feeling, which completely separates our mind from all other external communication.But have we tried to find the reason behind this loneliness?
1. The human mind is very diverse. People may not even know what they want. There is no end to needs and wants. Maybe loneliness is born from this dissatisfaction and the longing of more.
2. There are some unfortunate people in this world, who even after many attempts has not been successful. And this, being unsuccessful in life became more tragic with the passage of time and harsh words from relatives. And now, this people have become lonely not only from outside but from deep inside.
3. From early childhood we have always learnt to be dependent on someone. Over time, as we get older, that reliable person may change. But that does not change our nature. From this reliability we get the ability to survive but do not learn to walk.
So to get out of this loneliness today, we need to increase both our strength of mind and patience. You have to make arrangements to turn around in life. we must remember that we will leave the world alone as we came to this world alone. Keeping this in mind, one has to fulfil all the responsibilities and duties of the world and win the battle of life by oneself.
In order to fulfil your dream, you have to keep yourself alive and move forward bit by bit. Think of the day, when we could say in-front-of everyone that we have succeeded, we have not lost. That is the day when we will find success in our lives and in this way the success of our life will push our loneliness away from our lives.
6 Comments
Everyone try to get out of your loneliness
ReplyDeletehttps://youtu.be/7NlatwXZAHA
Deleteজীবনের কাছে হার মেনে নয়
ReplyDeleteজীবনের সাথে লড়াই করে আমরা বাঁচতে শিখব
খুব ভালো লাগলো 😍
thank you বন্ধু
DeleteNice Paramita. Good execution of your thought. One more thing is people should look around and try to find a very small reason to be happy and can overcome loneliness.
ReplyDelete- Satarupa
yes you are absolutely right.
DeleteThanks for comments.