আবার নতুন করে শুরু দ্বিতীয়পর্ব
তীর্থ পড়াশোনা শেষ করে সৃজার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হল। ............
তীর্থের মা বাবা তীর্থের বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করল, কিন্তু তার কোন মেয়েকে ই পছন্দ হয় না। এইদিকে তীর্থ সৃজাকে অনেক খুঁজার চেষ্টা করে কিন্তু তার কোন সন্ধানই পেল না। ফেসবুক( facebook) এ ও অনেক খুঁজার চেষ্টা করল কিছু লাভ হল না। আসলে সৃজা সোশ্যাল মিডিয়া তে নিজের ছবি দিতে পছন্দ করে না। সে ফেসবুকে আছে কিন্তু তাতে তার নিজের ছবি নেই, অ্যাকাউন্ট লক করা তাই সৃজাকে খুঁজে পেল না।
তীর্থের বাবা তাই আগে তার ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিল। একদিন হঠাৎ তীর্থের বোন ত্রিশা পত্রিকায় বিয়ের বিজ্ঞপ্তিতে সৃজার ছবি দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে তার দাদাকে দেখাতে বলল। আসলে দাদার ব্যাপারটা ত্রিশা জানত।
তীর্থ সৃজার ছবি দেখে বিশ্বাস করতে পারছিল না যাকে সে এত দিন ধরে খুঁজে ও পেল না আজ তার ছবি চোখের সামনে। ত্রিশার বাবা মা সৃজার বাড়িতে যোগাযোগ করে ছয় মাস পরে ওদের বিয়ের তারিখ ঠিক করল। তীর্থ খুব খুশী। কিন্তু সৃজা তার মা বাবার মন রাখতে বিয়েটা করছে। আসলে সৃজার কয়েকজন বান্ধবীর বিয়ের পরিণতি দেখে বিয়ের উপর তার ভরসাই উঠে গেছে। তাছাড়া তার জীবনে ও এমন অনেক ঘটনা ঘটে গেছে যার জন্য সে কোন ছেলেকেই আর বিশ্বাস করতে পারে না।
যাই হোক দুই বাড়ির কথাবার্তা হওয়ার পর তীর্থ তার ছোট বোন ত্রিশা ও তার এক বন্ধু আর বন্ধুর স্ত্রীকে( তিয়া) নিয়ে সৃজার বাড়িতে সৃজাকে দেখতে গেল।সৃজা সেই দিন অফিস থেকে তাড়াতাড়ি চলে এল যদিও ওর মা ওকে ছুটি নিতে বলেছিল। সৃজার মা সৃজাকে শাড়ি পরে ভাল করে সেজে থাকতে বলল কিন্তু সৃজা বলল তার দ্বারা এইসব হবে না। সৃজার ব্যবহারে ওর মা খুব রেগে ওর বাবার কাছে গিয়ে বলল এত ভাল পরিবার আর পাবে না। তোমার মেয়ে যদি আবার ও বিয়েটা ভেঙ্গে দেয় আমরা মরে গেলে ওকে কে দেখবে?
এমন সময় তীর্থরা এসে উপস্থিত হল। বাড়িতে ডুকেই তীর্থের চোখ সৃজাকে খুঁজছিল। কিন্তু সৃজা তো তার নিজের ঘরে বসে আছে। ত্রিশা সৃজাকে দেখতে না পেয়ে সৃজার মাকে বলে সৃজার ঘরে চলে গেল। কিন্তু তীর্থ লজ্জায় ত্রিশার সাথে যেতে পারল না। ত্রিশা সৃজাকে নিয়ে এল কিন্তু সৃজা শুধু ত্রিশা ও তিয়ার সাথেই কথা বলছিল। তীর্থ মনে মনে কত কি ভেবে রেখেছিল সৃজাকে এত বছর পরে দেখে কত কি বলবে কিন্তু সৃজা তো সেই আগের মত চুপচাপ। হয়ত সৃজা তীর্থকে চিনতেই পারল না।
............ next part
English
Tirtho tried to contact with Shrija after finishing his studies but failed................
Tirtho's parents started looking for bride for Tirtho's marriage, but he didn't like any one. Tirtho tried to find Srija but could not find her. He tried to find her on Facebook but failed. In fact, Srija does not like to post pictures of herself on social media. She is on Facebook but there is no profile picture, so he could not find Srija.
Tirtho's father therefore married his youngest daughter earlier. One day, Tirtho's sister Trisha suddenly saw a picture of Srija in the marriage notice in the newspaper. She immediately called her mother and asked her to show it to her elder brother. In fact, Trisha knew about her elder brother.
He could not believe his eyes when he saw the picture of Srija whom he had not found for so long. Then Tritho's parents contacted Srija's parents and fixed their wedding date six months later. Tirtho are very happy. But Srija is getting married to keep her parents word. In fact, seeing the consequences of the marriage of some of Srija's friends, her confidence in marriage has gone up. Besides, there have been many incidents in her life for which she can no longer trust any boy.
However, After the marriage is settled, Tirtho went to talk with Srija at their house with his younger sister Trisha, his best friend and friend's wife (Tia). Srija left the office early that day even though her mother told her to take leave. Srija's mother told Srija to wear a sari but Srija did not agree to wear a sari. Her mother was very angry at her behaviour. She went to her husband and said that they would never get such a good family again. If your daughter breaks up the marriage again, who will see her when we die?
At that time Tirtho with his sister and friend arrived to srija's house. After entering to srija's house, Tirtho's eyes were looking for a Srija. But Srija is sitting in her own room. So Trisha went to Srija's room and brought Srija with her, but Srija was just talking to Trisha and Tia. How much would Tirtho have thought in her mind after seeing Srija after so many years he will talk to her so many things but Srija is as silent as before. Maybe srija don't remember about Tirtho.
............ next part
0 Comments
Thanks for comments.