Faith-বিশ্বাস
(English and Bengali both languages are available)
"বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর"
বিশ্বাস বলতে আমরা বুঝি ভরসা, বা কারো উপর আস্থা রাখা। আসলে সেখানে সন্দেহের কোন অবকাশ নেই সেখানেই বিশ্বাসের জন্ম। বিশ্বাস হচ্ছে একজন অন্ধ মানুষের মতো,যে দেখতে পারে না, কিন্তু অনুভব করতে পারে,যাকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু অর্জন করা যায়, আবার তাকে হারালে সবকিছুই হারিয়ে যায়।হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করে ও ফিরে পাওয়া যায় না। বিশ্বাস হল মানুষের একটি হৃদয়স্পর্শী গুণ।
বিশ্বাস আসলে অনেক বড় একটি ধারণা। যার ধরন ভিন্ন লোকের ক্ষেত্রে ভিন্ন। যেমন সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস, আদর্শের প্রতি বিশ্বাস, নিজের সক্ষমতার উপর বিশ্বাস,লক্ষ্যের প্রতি বিশ্বাস, অন্যের প্রতি বিশ্বাস। তবে এটা ও ঠিক যে কোন বিষয়ে সাফল্যের মূল চাবিকাঠি হল বিশ্বাস। কথায় আছে যে বিশ্বাস করতে পারে সেই অর্জন করতে পারে। আর এই বিশ্বাসই আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। সেখান থেকেই নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আসে। মানুষের এই বিশ্বাসের কারণেই মানুষ এক পায়ের পর আরেক পা সামনে বাড়িয়ে জীবনের পথে এগিয়ে চলে।
বিশ্বাস হল পৃথিবীর সকল সম্পর্কের মূল চাবিকাঠি। নিশ্বাস হারালে যেমন দেহের মৃত্যু হয় বিশ্বাস হারালে তেমনি মানুষের মনের মৃত্যু হয়। তাই নিশ্বাসের মত বিশ্বাস একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না।বীজগণিতের সূত্র ছাড়া যেমন অঙ্ক সমাধান করা যায় না তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আসলে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আবার যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়।
বিশ্বাস হ’ল আমাদের অন্তরের মধ্যে একটি জ্ঞান,আর তা আছে বলেই আমরা আশা করি, ভরসা করি, শত বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে চলি। তবে প্রত্যেককে অন্ধবিশ্বাস করা ও বিপদজনক। কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক তাই বোকার মত সকলকে বিশ্বাস না করে নিজের বুদ্ধিবিবেচনা দিয়ে যাচাই করে মানুষকে বিশ্বাস করা উচিত।
একজন ভাল মানুষ ও ভাল বন্ধু হওয়ার প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া। বিশ্বাস না থাকলে মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো কখনো পূর্ণতা পায় না। কিন্তু আমাদের এই পৃথিবীতে কিছু হতভাগা মানুষ বিশ্বাসের মুল্য দিতে জানে না।বিশ্বাস কে একটা ব্যবহৃত টিসু পেপারের মতো দূরে নিক্ষেপ করে ফেলে দেয়। ওরা নিজেরা ও জানে না কারো বিশ্বাস ভেঙে নিজিকে কখনো চালাক প্রমাণিত করা যায় না বা সুখী ও হওয়া যায় না।
চল আজ সবাই এই দুর্দিনে সৃষ্টিকর্তার উপর, নিজের উপর ও আশেপাশের মানুষগুলোর উপর বিশ্বাস রেখে সবাই মিলে আগামীকে ভালো করার লক্ষ্য ও একটু ভালো থাকার চেষ্টায় লিপ্ত হই।
English
"Without faith, nothing is possible. With it, nothing is impossible."
By faith, we mean trust or reliance on someone. In fact, when there is no doubt then faith arise. Faith is like a blind man it cannot see but can feel, it cannot be bought with money but can be achieved, and when it loses, everything is lost. Lost faith waits all his life and cannot be regained. Faith is a heartfelt quality of man.
Faith is actually a much bigger idea. Whose type is different for different people. Such as faith in the existence of God, belief in ideals, faith in one's own abilities, faith in goals, faith in others. But faith is the key to success. There are words that he can believe can achieve. Faith makes us confident. From there comes the ability to make the right decisions for yourself. Because of this faith, people move forward on the path of life by moving one foot after another.
Faith is the key to all relationships in the world. Just as the body dies when it loses its breath, so the human mind dies when it loses faith. So once faith like breath is lost, it can never be regained. Just as the algebraic problem cannot be solved without algebraic formulas, relationships cannot be sustained without faith. In fact, the thing of faith is very strange. People get what they get in life by believing and lose what they lose by believing.
Faith is the knowledge in our hearts, and because we have it, we hope, trust, overcome hundreds of obstacles and move towards the goal of life. But it is dangerous to blind everyone. But it is more dangerous not to trust anyone, so people should not trust everyone like a fool, but should trust people by verifying with our own intellect.
The first condition to be a good person and a good friend is to be a believer. Without faith, human relationships are never perfect. But some Unfortunate people do not know the value of faith. They threw away other faith like a used tissue paper. They themselves do not know that they can never prove themselves clever or be happy by breaking someone's trust.
Today, let us all believe in God, ourselves, and the people around us and work together to make our future better.
1 Comments
Nice article
ReplyDeleteThanks for comments.