Google AdSense-গুগল অ্যাডসেন্স
(English and Bengali both languages are available)
গুগল অ্যাডসেন্স কি?
গুগল অ্যাডসেন্স হল গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন।আসলে গুগল অ্যাডসেন্স গুগলের এমন একটা সার্ভিস যার মাধ্যমে এডভেটাইজ করা হয়। আমরা বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিও গুলোতে কিছু বিজ্ঞাপন দেখতে পাই, এই বিজ্ঞাপন গুলো মূলত গুগল এডসেন্সের মাধ্যমে দেওয়া হয়। অ্যাডসেন্স এমন একটি প্লাটফর্ম যা সমস্ত ব্লগার এবং ইউটিউবারকে অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দেয়। আজকের অনলাইন বিশ্বে এই বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে।গুগল এডসেন্স অনলাইন ইনকামের একটি সহজ পথ বলা চলে। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে কেউ অর্থ আয় করতে পারে।
উইকিপিডিয়া থেকে গুগল অ্যাডসেন্স নিয়ে আরো জানুন।
এবার চলুন দেখে নেই একটি ব্লগ কখন অ্যাডসেন্স-এর জন্য যোগ্য হবে? বা অ্যাডসেন্স-এর অনুমোদন পেতে ব্লগে কী কী থাকতে হবে?
আমাদের যাদের ব্লগ আছে তারা অনেকেই বুঝতে পারিনা কখন আমরা এডসেন্স এর জন্য এপলাই করবো। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু টিপস আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম।
১) আপনার কন্টেন্ট বা পোস্ট অবশ্যই ইউনিক হতে হবে- মানে কোথাও থেকে কপি করা যেনো না হয়। আপনি যা লিখবেন তা অবশ্যই নতুন হতে হবে। তাই আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট নিজেকেই লিখতে হবে। আপনার কন্টেট ৫০০- ১০০০ শব্দের মধ্যে হতে হবে। মানুষের উপকারে আসে এমন কিছু লেখা লিখুন যাতে মানুষ সেটা ধৈর্য সহকারে পড়ে। এমন হলে অ্যাডসেন্স পেতে আপনার বেশি অপেক্ষা করতে হবে না।
২)কপি রাইট ফ্রি ছবি ব্যবহার করতে হবে- আপনার পোস্টগুলোকে সুন্দর করার জন্য একটি ভাল ছবির প্রয়োজন। আর ছবি যাতে কপি রাইট ফ্রি হয় সে দিকে খেয়াল রাখতে হবে। কোথাও থেকে ছবি ডাউনলোড করলে ক্রেডিট দিতে হয়।
৩) আপনাকে SEO Friendly Template ব্যবহার করতে হবে - যাতে আপনার সমস্ত পাঠকরা সব রকম ডিভাইস থেকে সহজে পড়তে পারে। তাতেে Template ফ্রি বা প্রিমিয়াম দুই হতে পারেে।
৪)একটি টপ লেভেল ডোমেইন- একটি টপ লেভেল ডোমেইন ব্যবহার করতে হবে। অবশ্য ফ্রি ডোমেইনে ও অ্যাডসেন্স পাওয়া যায় অবশ্য তা সময় সাপেক্ষ ব্যাপার।
৫) আপনার ব্লগটিকে এনালাইটিক্স, টেক ম্যানেজার ও সার্চ কনসোলে সাবমিট করতে হবে।
৬)আপনার ব্লগে মোটামোটি ২০-২৫ টা পোস্ট থাকতে হবে।
৭) আপনার ব্লগে যে কোন রকম error যেন না থাকে। যেমন (404 error, breadcrumb, broken link etc)।
৮) অত্যাবশ্যকীয় কিছু পেজ- আপনার ব্লগে অবশ্যই about, contact, privacy policy পেজ থাকতে হবে।এছাড়াও disclaimer, terms and conditions, sitemap রাখতে পারলে ভাল হয়।
৯) মেনুবার অপশন রাখতে হবে- আপনাকে আপনার ব্লগে অবশ্যই মেনু বার রাখতে হবে যাকে আমরা মেগা মেনু বলতে পারি । আপনি যা নিয়ে লিখছেন আপনার নিছ যা নিয়ে তা অবশ্যই আপনাকে আপনার মেগা মেনুতে রাখতে হবে। মেনু বারে হোম বোতাম রাখতে হবে এটিকে গুগল অ্যাডসেন্স অবশ্যই দেখে এটা না থাকলে আপনি কখনো অনুমোদন পাবেন না।
১০) সর্বপরি আপনার ব্লগে ভিজিটর থাকতে হবে। এর এই ভিজিটর যদি organic ভিজিটর হয় তবে তো কোন কথাই নেই।
আপনি যদি এডসেন্স এর সকল নিয়ম-নীতি মেনে ব্লগটি পরিচালনা করুন সহজেই অ্যাডসেন্স approval পাবেন।
আশা করি আমার এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন। আমার এই আর্টিকেলটি পড়ে আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধে হয় বা আর কিছু জানার থাকে তবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
English
What is Google AdSense?
Google AdSense is a web application operated by Google. In fact, Google AdSense is a
Google service that is advertised. We see some ads on various blogs or websites or YouTube videos, these ads are mainly given through Google Adsense. AdSense is a platform that allows all bloggers and YouTubers to make money through online advertising. In today's online world this issue has aroused a huge response. Google Adsense is an easy way to earn online income. Anyone can make money through Google Adsense.
Learn more about Google AdSense from Wikipedia
Let's see when a blog will be eligible for AdSense? Or what do you need on a blog to get AdSense approval? or Minimum requirement for applying to AdSense.
Many of us who have blogs do not understand when we will apply for AdSense. I shared some tips from my own experience with you.
1)Your content or post must be unique - that is, it should not be copied from anywhere. Everything you write must be new. So you must write your own content. Your content should be between 500-1000 words. Write something that is useful to people so that people read it patiently. Then you don't have to wait long to get AdSense.
2)You need to use copyright-free images - You needs a good image to make your posts beautiful. You have to take care that the picture is copyright free. If you download a picture from somewhere, you have to give credit.
3)You need to use SEO Friendly Template - so that all your readers can easily read from all kinds of devices.
4)A Top-Level Domain - A top-level domain must be used. Of course, we also apply for AdSense in free domains, but it is time-consuming.
5)You need to submit your blog to Google Analytics, Tech Manager and Search Console.
6)Your blog should have a minimum of 20-25 posts.
7) Your blog does not have any errors. E.g. (404 error, breadcrumb, broken link etc).
8) Some of the essential pages - your blog must have about, contact, privacy policy page. Also, disclaimer, terms and conditions, a sitemap can be good to keep.
9) You have to keep the menu bar option- You must have a menu bar on your blog which we can call the mega menu. You have to put what you are writing about in your mega menu. The home button must be placed in the menu bar. Google AdSense must see it.
10) After all, your blog must have visitors. If this visitor is an organic visitor, then there is no question.
If you follow the rules and regulations of AdSense, you will easily get AdSense approval.
I hope you will benefit from this article. If you have any difficulty in understanding or need to read this article, please let me know in the comments box. I will try to answer.
2 Comments
Thanks for such an important information
ReplyDeleteThank you
ReplyDeleteThanks for comments.