adds

স্মৃতি-Memory

                                           স্মৃতি-Memory

(English and Bengali both languages are available)
       “মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
          স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে”

অতীতের কিছু কথা বা স্মৃতি কখনো ভোলা যায় না। ভুলে যেতে চাইলেই ভুলা যায় না পুরনো স্মৃতি গুলো মুছা যায় না, যা মনে পড়লে কখনো আমাদের মুখে পরে বিষাদের ছায়া, কখনো চোখ জলে ছলছল করে উঠে কখনো আবার মন আনন্দে  ভরে উঠে। যে কথা বা স্মৃতি গুলো মনে পড়লে মন আনন্দে ভরে উঠে তা থাকুক আমাদের চিরসাথী হয়ে, কিন্তু যে স্মৃতি মনে পড়লে আমাদের মন বিষাদে ভরে যায় আমরা সবাই তাকে ভুলতে চাই কিন্তু ভুলতে গিয়ে তাকে আমরা আরও বেশি মনে করে ফেলি। 
আসলে ইচ্ছাকৃত আমরা কোন স্মৃতিই ভুলতে বা মনে রাখতে পারি না। যেমন আজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমরা কোন পা মাটিতে ফেলেছিলাম কেউ বলতে পারবে?একবার ভেবে দেখ আমরা অধিকাংশ মানুষই তা মনে করতে পারব না। 
 আবার এমন কিছু স্মৃতি আছে যাকে আমরা যত তাড়ানোর বা ভুলে যাওয়ার চেষ্টা করি তা তত আমাদের মনে চেপে বসে। পুরনো চাল যেমন ভাতে বাড়ে ঠিক তেমনি স্মৃতিগুলো ও রাতে বাড়ে।
 আসলে স্মৃতি হল এমন একটি জিনিস যা আমাদের থেকে কখনো দূরে সরিয়ে নেওয়া যায় না

স্মৃতি হলো আপনার মস্তিষ্কের অভ্যন্তরে সঞ্চিত কোন এক বিশেষ ঘটনায় ইন্দ্রিয়লব্ধ অনুভূতিগুলির সমাহার। তবে কিছু স্মৃতি আমরা জোর করে তৈরী করি। যেমন ছোটবেলায় আমাদের পড়া মুখস্থ করা। আর কিছু স্মৃতি অনিচ্ছায় তৈরী হয় যেমন কোন অপ্রীতিকর ঘটনার স্মৃতি। মস্তিষ্কে তার মধ্যে মানুষের ইন্দ্রিয়লব্ধ অনুভূতিগুলিকে  জমা রাখে তারপর দরকার অনুযায়ী সেই তথ্য তার ভান্ডার থেকে খুঁজে নিয়ে আসে। জমাকৃত তথ্য হারিয়ে গেলে কিংবা সময়মত খুঁজে পাওয়া না গেলে তা আমাদের দূর্বল স্মৃতিশক্তির লক্ষণ। অত্যধিক মানসিক চাপের কারণে আমাদের স্মৃতিশক্তি দূর্বল হয়ে পরে।

 আমাদের মস্তিষ্কে তথ্য জমা হওয়ার আগে মস্তিষ্ক তথ্যের প্রকৃতি নির্ধারণ করে। মস্তিষ্কের এই ধারণকৃত এই স্মৃতি মূলত তিন প্রকার।
 ১) সংবেদী স্মৃতি
২)স্বল্প মেয়াদী স্মৃতি
৩)দীর্ঘ মেয়াদী স্মৃতি
সংবেদী স্মৃতি(ইন্দ্রিয়গত স্মৃতি)- এটি প্রতি মুহুর্তে ইচ্ছে কিংবা অনিচ্ছায় আমরা যা দেখি, যা শুনি, যা স্পর্শ করি সরল কথায় আমাদের পাঁচ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসা যে কোন তথ্য স্নায়ু থেকে সংকেত হিসেবে মস্তিষ্কে যায়। মস্তিস্ক তথ্য আসছে তা বুঝতে পারার সাথে সাথে মুহুর্তের মাঝে আমাদের মস্তিষ্ক তথ্যগুলোকে জমা করার জন্যে প্রস্তুত হয়ে যায় এবং বেশীরভাগ তথ্যই সে জমা করে রাখে। কোন কিছুর দিকে মুহুর্ত খানিকের জন্যে তাকিয়ে কিংবা স্পর্শ করে কিংবা কিছু শুনে তা মনে রাখার যে ক্ষমতা- এটিই হলো সংবেদী স্মৃতি। এটি একটি স্বয়ংক্রিয় এবং অবচেতন প্রক্রিয়া। অর্থাৎ কিছু একটা দেখার পরে কিংবা শোনার পরে- অর্থাৎ তথ্যগুলো মস্তিষ্কে আসার পরে তা  সংবেদী স্মৃতিতে জমা হবে তবে এই স্মৃতিটি  ঠিক কত সময়ের জন্যে ইন্দ্রিয়গত স্মৃতিতে জমা হয়ে থাকবে, সেটি মানুষের ইচ্ছের উপর নির্ভর করে না।

স্বল্প মেয়াদী স্মৃতি- এটি সক্রিয়ভাবে অল্প পরিমাণে তথ্য মাথায় রাখার ক্ষমতা রাখে। এটি আমাদের অল্প সময়ের জন্য তাত্ক্ষণিকভাবে তথ্য সন্ধান করতে দেয়।এই স্মৃতিশক্তিটির সময়কাল খুব অল্প (কয়েক সেকেন্ড)।

দীর্ঘ মেয়াদী স্মৃতি-এক ধরণের স্মৃতিগুলিকে কিছু সময়ের জন্য সংরক্ষিত থাকে তা অবশ্য কয়েক দিন থেকে কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে। এর কোনও সীমা বা ক্ষমতা বা সময়কাল থাকে না, সুতরাং এটি কোনও ব্যক্তির জীবন জুড়ে একটি অনির্দিষ্ট পরিমাণের তথ্য কভার করতে পারে।

এত গেল স্মৃতির বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু বাস্তব জীবনে মানুষ অতীতের স্মৃতি গুলোকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভাল কিছু মন্দ অতীতের স্মৃতি থাকে। আর যে স্মৃতি গুলোর কথা ভেবে আমাদের চোখে চল আসে সেই স্মৃতিগুলোকে পেছনে রেখে, জীবনের সুন্দর স্মৃতিগুলোকে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া ই বুদ্ধিমানের কাজ। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে --
                         "স্মৃতি অতীত নয়, ভবিষ্যতের মূল চাবিকাঠি"। 

                   
স্মৃতি-Memory

 
English
            " Muche jawa dinguli amay je pichu daake
              Smiriti jeno amar-e hridoye bedonar
                     ronge ronge chobi ankey."

Some words or memories of the past can never be forgotten. Old memories cannot be erased if we want to forget, which when we remember, sometimes the shadow of sadness on our face, tears come in our eyes, again sometimes the mind is filled with joy. Let the words or memories that fill our minds with joy be with us forever, but the memories that fill our minds with sadness, we all want to forget it, but when we try to forget it, we remember it more.

In fact, we cannot intentionally forget or remember any memory. For example, when we wake up in the morning, can anyone tell us which foot we fell on the ground first? Just think, most of us can't remember that.

Again, there are some memories that linger in our minds as we try to chase or forget them. Just as old rice grows into rice, so do memories that grow at night.

In fact, memory is a thing that can never be taken away from us.

stored inside your brain. But some memories we create by force. Such as memorizing our reading in childhood. Some memories are reluctantly created, such as memories of an unpleasant event. The brain stores human senses in it and then retrieves that information from its repository as needed. If the stored information is lost or not found in time, it is a sign of our weak memory. Excessive stress later weakens our memory.

The brain determines the nature of the information before the information is stored in our brain. There are basically three types of memory stored in the brain.
 1) Sensory memory
2) Short term memory
3) Long term memory
Sensory Memory - This is the memory that any information that comes in contact with our five senses organs goes to the brain as a signal from the nerves. As soon as the brain realizes that the information is coming, our brain is ready to store the information in a matter of moments and it stores most of the information. Sensory memory is the ability to remember by looking or touching or hearing something for a moment. It is an automatic and subconscious process. That is, after seeing or hearing something - that is, after the information has come to the brain, it will be stored in the sensory memory, but exactly how long this memory will be stored in the sensory memory does not depend on human will.

Short-term memory - It has the ability to actively memorize small amounts of information. This allows us to search for information instantly for a short period of time. The duration of this memory is very short (a few seconds).

This type of memory that is preserved for some time, however, can last from a few days to decades. It has no limits or powers or durations, so it can cover an indefinite amount of information throughout a person's life.

This is the scientific explanation of memory. But in real life, people love to hold on to memories of the past. Every human being has some good and some bad memories in his life. It is wise to move forward into the future with the beautiful memories of life, leaving behind the memories that come tears to our eyes when we think about them. So we must always remember ---
                   "Memory is the key to the future, not the past."

Post a Comment

0 Comments