নববর্ষের শুভেচ্ছা বার্তা/পয়লা বৈশাখের এসএমএস
Bengali Happy New Year Quotes
১৪২৭ সনকে অতিক্রান্ত করে বাঙালিরা এগোতে চলেছে এক নতুন বছরের সূচনার পথে ১৪২৮।
১) মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
এসো হে বৈশাখ, এসো, এসো।
রবীন্দ্রনাথ ঠাকুর
২) নিশি অবসানপ্রায় , ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত ।
বন্ধু হও , শত্রু হও , যেখানে যে কেহ রও ,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত ।
রবীন্দ্রনাথ ঠাকুর
শুভ নববর্ষ
৩) প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে
তুমি আরো আরো আরো দাও প্রাণ
তব ভুবনে, তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান।
রবীন্দ্রনাথ ঠাকুর
শুভ নববর্ষ
৪) পুরানো সব দুঃখ গুলো হোক বিদায়
নুতন বছরের আগমনের সাথে সাথে
জীবনের সব চাওয়া গুলো হোক পাওয়া
স্বপ্ন গুলো সব হোক সত্য
নববর্ষ আমাদের জীবনে নিয়ে আসুক
অফুরন্ত সুখ ও শান্তি।
সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
৫) রাত শেষ হয়ে যখন ভোরের এলো ফুটবে
তারাগুলো যখন নিভে যাবে, সূর্য যখন নিজের আলো বিকিরণ করবে
তখন পুরাতন সব হতাশা ভুলে
দুঃখ ভুলে গিয়ে
হাসি মুখে সবাই মিলে বলি চল শুভ নববর্ষ।
৬) নুতন বছরের উজ্জ্বল আলোর ছোঁয়ায়
তোমাদের জীবনে আসুক নেমে
মিষ্টি মধুর হাসি
নব বছরের শুভেচ্ছা জানাই তোমাদের রাশি রাশি।
৭) নুতন সাজে নুতন আশায়
নুতন আলোয় নুতন বছরে
তোমরা সবাই ভাল থেকো।
শুভ নববর্ষ
8) নববর্ষের আগমনে সকলের জীবন হয়ে উঠুক আনন্দ মুখর,
সকল বেদনার অবসান হয়ে জীবন হয়ে সুখময়।
এই কামনার সাথেই রইল শুভ নববর্ষের প্রীতি ও শুভেছা।
৯) নুতন আলো, নুতন আশা, নুতন বছর,
নুতন দিন, নুতন কিছু কথা ,
নুতন করে আবার স্বপ্ন দেখে
দিনগুলো সব কাটুক ভাল।
শুভ নববর্ষ
১০) দিনগুলো যেমনই হোক ঠিক যায় কেটে
তবে লাভ কি দুঃখের স্মৃতি ঘেঁটে।
এবার নুতন বছরের নুতন আলোয় পূর্ণ হোক
নুতন সকল আশা - শুভ নববর্ষ।
0 Comments
Thanks for comments.