adds

আবার নতুন করে শুরু-৭ম পর্ব

                                      আবার নতুন করে শুরু-৭ম পর্ব

তীর্থ অপরিচিত লোকের মত ওদের, সৃজার বাড়ির সামনে ছেড়ে দিল। সৃজা তীর্থকে একবার বলার চেষ্টা ও করল কিন্তু সৃজা কথা বলতে গেলেই তার বমি পাচ্ছিল।....................

     তীর্থ বাড়ি গিয়ে রাগে ও অভিমানে কি করবে কিছুুুই ঠিক করতে পারছিল না। তীর্থ মনে মনে ভাবছে তার সৃজা এমন করতে পারে। তার বিশ্বাস হচ্ছিল না। তীর্থের মা তীর্থকে খেতে ডাকল। সে খেল না। ওর মা ও বুঝতে পারছেনা কি হল। তীর্থ সৃজাকে ফোন করল কিন্তু সৃজার এত শরীর খারাপ ছিল সে তখন ঘুমিয়ে পরেছিল। সৃজা ফোনটা না ধরাতে তীর্থ আর ও রেগে গেল। তীর্থ সেই রাতে এ ঠিক করল আর না এই সম্পর্কের এখানেই ইতি টানা উচিত। তীর্থ সৃজাকে ভুল বুঝল।

    এইদিকে সৃজার সেই রাতে এত শরীর খারাপ ছিল সে ঘুমিয়ে পরেছিল। সকাল বেলা উঠে যখন দেখল যে তীর্থ তাকে ফোন করেছিল সে ভাবল তার এই অবস্থা দেখে তীর্থ নিজের ভুল বুঝতে পেরেছিল তাই হয়ত সৃজাকে ফোন করেছে। তাই সকাল বেলায় সৃজা তীর্থকে ম্যাসেজ করল " তুমি কে বাবা হতে চলেছ জেনে খুব আনন্দিত হলে তো তবে আমাকে মাপ করে দিও আমি তোমার উপর রাগ করে বাড়ি থেকে বেড়িয়ে এসেছি, আর তোমাকে এত ভাল খবরটা জানাই নি বলে সত্যি আজ আমার খুব খারাপ লাগছে তবে তুমি কাছে থাকলে হয়ত আমাদের আনন্দের কাছে আমার কষ্টটা অনেকটা কমে যেত।" 
তীর্থ সৃজার পাঠানো ম্যাসেজটা দেখল কিন্তু তখন ও তীর্থের রাগ কমে নি। এখন তীর্থ উত্তর দিল " কেন তোমার সুদীপ্ত তো তোমার কাছে ই আছে, তাহলে আবার কিসের কষ্ট, আমাকে কি বোকা পেয়েছ নাকি? না সুদীপ্তের টাকার অভাব হয়েছে যে আমাকে আবার জড়াতে চাইছ।" সৃজা ম্যাসেজটা দেখে অবাক হয়ে গেল, তার স্বামীর মানসিকতা এত বাজে। এক সময় এই তীর্থ নাকি সৃজার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছিল। তবে অতীতের সব কিছু মিথ্যা না বর্তমান? সৃজা কিছুই ভেবে উঠতে পাড়ছে না। 

এইদিকে সৃজার অফিসে যাবার সময় হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে রওনা দিল। সেই দিন সৃজা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ও গাড়ি পাচ্ছিল না। ঠিক সেই সময় তীর্থ ও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সৃজাকে দেখে তীর্থের রাগ আর বেড়ে গেল, গাড়িটা নিয়ে ঠিক সৃজার সামনে দাঁড়াল আর বলল " কি হল এত শরীর খারাপের পর ও সুদীপ্ত একা ছেড়ে দিল 😭😢। চল আমি ই তোমাকে অফিসে ছেড়ে দি"। 

                       next part....................

                           
আবার নতুন করে শুরু-৭ম পর্ব



In English


Sudipto did not know Tirtho and asked him for a lift. Tirtho left them in front of the house of Sreeja like strangers. Sreeja tried to tell Tirtho once but Sreeja was vomiting when she went to talk...........

After returning home Tirtho could not decide what to do. He was very angry then and felt insulted .Tirtha thinks in his mind that how can Sreeja do this?Tirtho could not believe it. Tirtho's mother called Tirtho for dinner. But he did not. Her mother does not understand what happened. Tirtho called Sreeja but Sreeja was so ill that she fell asleep. Tirtho got angry for not picking up the phone. Tirtho decided that night this relationship should end here. Tirtho misunderstood Sreeja.

Sreeja was so sick that night that she fell asleep. When she woke up in the morning and saw that Tirtho had called her, she thought that Tirtho had realized his mistake by seeing her condition, so maybe he had called Sreeja. So in the morning, Sreeja massaged Tirtho, "If you are very happy to know that you are going to be a father, then forgive me. I left home angry with you, and I am really sorry that I did not tell you such good news. If we stay together then my pain would have been much less to our happiness. "

Tirtho saw the message sent by Sreeja but still then anger of Tirtho did not subside. Now Tirtho replied, "Why now Sudipta is your, then what's the matter again, have you fooled me? Or, Sudipta is short of money that you want to involve me again." Sreeja was surprised to see the message, her husband's mentality is so bad! At once Tirtho waited for sreeja for so many years.Sreeja is not decided that which one is false past or present?

It's time to go office. So Sreeja got ready quickly and left for the office. After waiting for a long time that day, Sreeja could not get a car to go office. Just then Tirtho was going through that road. Seeing Sreeja, Tirtho's anger increased and he took the car and stood in front of Sreeja and said, "What's the matter? After being so ill, Sudipta left you alone.😭😢.



                   next part.....................



Post a Comment

4 Comments

Thanks for comments.