স্মৃতি নিয়ে কিছু উক্তি
কখনো কখনো শত টুকরো টুকরো স্মৃতি নিকটে থেকে ও মনের কোনে মেঘ জমায়, আবার কখনো কখনো দূরের ঝাপসা স্মৃতি ও আঁখির পাড়ে ঢেউ খেলায়। আজ এই স্মৃতি নিয়ে কিছু উক্তি-
১)জীবনে, ভাল সময়গুলো ভাল স্মৃতি রেখে যায়
আর খারাপ সময়গুলো ভাল শিক্ষা দিয়ে যায়।
২)জীবন অশ্রু, হাসি এবং স্মৃতি নিয়ে আসে।
অশ্রু শুকিয়ে যায়,
হাসি ম্লান হয়ে যায় স্মৃতি চিরকাল স্থায়ী হয়ে থেকে যায়।
৩)স্মৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয়
কোন কিছুই চিরদিন স্থায়ী হয় না
কারণ স্মৃতি থেকে যায় মানুষ নয়।
৪)খারাপ স্মৃতি গুলো মনে রাখা সহজ
কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন।
৫)মানুষ পাল্টায় কিন্তু স্মৃতি কখনোই নয়।
৬)স্মৃতি হল মনের ডায়েরি যা আমরা সকলেই
আমাদের সাথে চিরজীবন বহন করে চলি।
৭) পরিবারের সাথে যে স্মৃতি তা সারা জীবনের পাথেয় হয়ে থাকে।
8) এমন কিছু মুহূর্ত আছে যার মূল্য আমরা তা স্মৃতি না হওয়া পর্যন্ত বুঝতে পারি না।
৯)স্মৃতিগুলো যেন ডাস্টবিনের জঞ্জাল
আর আমরা হলাম আজীবন
অনুসন্ধানরত ডাস্টবিনের ব্যর্থ কাক।
১০)স্বপ্নগুলি আশাবাদী কারণ এগুলি বিশুদ্ধ সম্ভাবনা হিসাবে বিদ্যমান।
স্মৃতিগুলির মতো নয়, যা জীবাশ্ম, দীর্ঘ মৃত এবং গভীরভাবে সমাহিত।
১১) ভালো স্মৃতিগুলো আমাদের জীবনটাকে তুলে ধরে আর হৃদয়ের মাঝে বেধে রাখে দিনগুলোকে।
১২)স্মৃতি অতীতের নয় বরং স্মৃতি হলো ভবিষ্যতের চাবি।
১৩)বাস্তবে হারিয়ে যাওয়া সব কিছু স্মৃতি হয়ে রয়ে যায় সারা জীবন।
১৪)মন বলে হঠাৎ করে আমি ও স্মৃতির কাছে দেব ধরনা
স্মৃতি বলে দেখাবে এবার শৈশবের দিনগুলো একবার।
১৫)স্মৃতি ভোলা বড় দায় জেগে থাকলে কাঁদায় ঘুমোতে চাইলে জাগায়।
1 Comments
Memories play an important role so always create good memories
ReplyDeleteThanks for comments.