adds

সংসার-Family

                                                           সংসার-Family

(English and bengali both languages are available)
সংসার একটি ছোট শব্দ হলেও তার মাহাত্ম্য টা অনেক বড়। সংসার মানে জগৎ, পৃথিবী, গার্হস্থ্য ব্যাপার বা জীবন, ঘরকন্না, পরিবার, সর্বোপরি মায়ার বাধন। আসলে এই সংসারের মানে ভিন্ন লোকের কাছে ভিন্ন।

 কেউ ভাবে সংসার মানেই সুখ দুঃখের খেলা। কারো কাছে সংসার মানে সামাজিক জীবনে একটি পরিবারে আবদ্ধ থেকে পরিবারের সবার সাথে জীবন যাপন করা। কারো কাছে আবার সংসার মানে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে এক সাথে বসবাস করা। কেউ ভাবে সংসার মানে সাজানো ভুবন, আঁচলের খোঁটে চাবি। কেউ কেউ আবার ভাবে যেখানে কেউ কারো নয়,নিজেও নিজের নয় সেটাই হল সংসার। কারো কাছে সংসারে  স্বপ্ন দেখা শতবার আবার সেই স্বপ্ন নিজের হাতে ভাঙ্গ বারবার।

 আসলে আমাদের জীবনটা হল কিছু কঠিন বাস্তবটায় গড়া অভিযান। আর এই অভিযানের একটা বড় রঙমঞ্চই হল সংসার। সংসার = সং+ সার। সং মানে হাস্য কৌতুককারী অভিনেতা। আসলে আমার মনে হয় সংসার মানে কিছু সং নিয়ে জীবন যাপনের একটা সুদীর্ঘ সার্কাস। যেখানে একজন অন্য একজনের পাশে থেকে কখনো সুখ দুঃখ ভাগ করে নেয়, কখনো আবার অন্যকে ভাল রাখার জন্য নিজে হাসি মুখে নিজের কষ্টগুলোকে চেপে রেখে অন্যের মুখে হাসি ফোটায় তার নামই সংসার।
আসলে সংসার মানে শুধুই অ্যাডজাস্টমেন্ট। যতদিন অ্যাডজাস্ট করতে পারবে তত দিন সম্পর্ক ভাল থাকবে। কিন্তু সবাই কি তা করতে পারে? কেউ কেউ হয়ত সুখী সংসার গড়ার জন্য সারা জীবন নিজের সবটুকু বিসর্জন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে থাকে কিন্তু শেষ জীবনে এসে যখন দেখে অ্যাডজাস্টমেন্ট করতে করতে নিজের সব কিছু শূন্য তখন মানুষগুলো কেমন একা হয়ে যায়। আবার কিছু মানুষ থাকে যারা প্রথম থেকেই নিজে কি করে ভাল থাকবে তার কথায় ভাবে, সে সংসারের অন্য কেউ কি করে ভাল থাকবে তার কথা একবার ও ভাবে না। তবে সেই সব মানুষ ও কি ভাল থাকে? 

সংসার জীবনের বাস্তবতা যে বড় কঠিন ও জটিল। আমরা এই পৃথিবীতে যেমন কিছু নিয়ে আসি না তেমনি মারা যাওয়ার পর ও নিজের সাথে করে কিছু নিয়ে যেতে পারি না। যে যা অর্জন করে সব এখানেই রেখে যেতে হয় তা ভালই হোক আর খারাপ।

কিন্তু আমরা জীবনের এই কঠিন বাস্তবতার কথা ভুলে যাই। কেউ সুখী সংসার গড়ার জন্য ,কেউ আবার নিজে সুখী হওয়ার জন্য জীবনের রংমঞ্চে কেবলই ছুটে চলে। 

তবে সংসারে ভাল থাকতে হলে আমাদের মনে রাখতে হবে, সংসার মানেই পদে পদে ইষ্ট বিয়োগ হবে,অনিষ্ট সংযোগ হবে ।এই তো সংসারের নিয়ম। তবু কেউ আমরা বৈরাগ্যের আশ্রয় নেই  না।এই সংসারে তুমি আমি কেউ কিছু নই, শত্রু-মিত্র, আত্মীয়-অনাত্মীয়। সবই কল্পনা মাত্র। তবু আমাদের শত্রুনাশ ও মিত্রলাভের জন্য চেষ্টার অভাব হয় না।
                                    
                     

          


English

Even though the family is a small word, the actual meaning of the word is much bigger. Family (Sonsara) means the world,  life, family, above all sweet relationship. In fact, in this world, family means different things to different people.

In some ways, family means a game of happiness and sorrow. For some, Family means living with each other in a society. For some, family means living together with husband, wife and children. Some people think that where no one belongs, no one is his own, that is the family. Where someone has dreamed a hundred times and again and again broke that dream with his own hands it is called family.

In fact, our life is an adventure built on some difficult reality, and a big stage of this campaign is the world. In fact, I think family means a long circus of living with some comedian, Where one person shares happiness and sorrow with others. Sometimes we try to keep our sadness to ourselves, to see other happy.
In fact, the family means the only adjustment. As long as you can adjust, the relationship will be good. But what can everyone do? Some people may make adjustments by sacrificing all their lives for the sake of making a happy family, but in our old age, when they see that all their belongings are empty to make adjustments to all, then the people are left alone. Some people from the beginning think only of how they feel good, not even of how someone else in the family will feel good. But Are all those people really feel good?

The reality of family life is very difficult and complicated. We forget that Just as we do not bring anything to this world, we cannot take anything with us after death. Whatever is achieved has to be left here. But we forget this difficult reality of life. Some just run on the stage of life to make a happy family, some to be happy again.

But if we want to be good in the world, we have to remember, we have to remember that the family means step by step there will be good and bad. This is the rule of the family. Yet we are not accepting monasticism. In this world, you and I are nothing, enemies-friends, relatives-non-relatives. Everything is just imagination. Yet we do not lack the effort to destroy the enemy and gain allies.

Post a Comment

0 Comments