adds

Diwali

                                                       Diwali

                                                     দীপাবলি

(English and Bengali both languages are available)

বাঙালির দুর্গাপুজোলক্ষ্মী পুজো শেষ হল কিন্তু তবু উৎসবের আমেজ এখনো কাটেনি। এবার শুরু হয় দীপাবলি ও মা কালীর আরাধনার।-
                 ওঁ জয়ন্তী মঙ্গলা কালী
                 ভদ্রকালী কপালিনী
                 দুর্গা শিবা ক্ষমা ধাত্রী
                স্বাহা সুধা নমোস্তুতে।
ভারতের সবথেকে বড় এবং জনপ্রিয় উৎসব হল দীপাবলি। আর দীপাবলি মানেই আলোর উৎসব। এই দিনটি তে ছোটো থেকে শুরু করে বয়স্ক সকলেই বিশেষ আনন্দ, উন্মাদনা মেতে উঠে। সকলের বাড়ি সেজে ওঠে দীপাবলির খুশির আলোতে। প্রদীপ, মোমবাতি ও লাইটের  আলোয় সেজে ওঠে সারা দেশ। তবে   দীপাবলির এই ইতিহাসের সঙ্গে জড়িত আছে অনেক গল্প। 
তার মধ্যে সবচেয়ে প্রচলিত রাম, সীতা ও লক্ষ্মণের অযোধ্যায় ফেরার কাহিনি। রাম, সীতা ও লক্ষ্মণ ১৪টা বছর বনবাসে কাটানোর পর মহাবলী রাবণকে বধ করে অযোধ্যা নগরীতে ফিরলে তাঁদের স্বাগত জানাতেই প্রদীপ জ্বালিয়ে সাজানো হয় গোটা অযোধ্যা নগরী। সেই থেকেই এই দীপাবলি উৎসব। দেশের অনেক জায়গায় দশেরায় আবার রাবণ বধ ও অনুষ্ঠিত হয়।

মহাভারতের কাহানি অনুসারে -
ভূদেবী ও বরাহর পুত্র নরকাসুর খুব শক্তিশালী ছিলেন। তিনি স্বর্গ ও মর্ত্য দখল করে প্রবল অত্যাচার শুরু করেছিলেন। শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে তার প্রাসাদে বন্দিনী ১৬,০০০ নারীকে উদ্ধার করেন। এদের সবাইকেই রক্ষা করার জন্য বিয়ে করে নেন। কিন্তু মৃত্যুর আগে নরকাসুর কৃষ্ণের কাছ থেকে বর চেয়ে নেন যে তার মৃত্যুর দিনটি যেন ধূমধাম করে পালিত হয়। এই দীপাবলিতেই নাকি নরকাসুরকে বধ করেছিলেন কৃষ্ণ।

আবার দীপাবলির দিনটি শিখ সম্প্রদায়ের কাছে একটি অবিস্মরণীয় দিন। জৈন ধর্ম মতে, ৫২৭ খ্রিস্ট পূর্বাব্দে মহাবীর দীপাবলির দিনেই নির্বাণ লাভ করেছিলেন। 
অমৃতসরে স্বর্ণমন্দিরের ভিত্তিস্থাপন করা হয়েছিল ১৫৮৮ সালে দীপাবলির পুণ্য ও পবিত্র দিনে। তাছাড়া ১৬১৯ খ্রিস্টাব্দে শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ ও ৫২ জন রাজপুত্র দীপাবলির দিন মুক্তি পেয়েছিলেন বলে শিখরা দীপাবলির দিনটিকে ‘বন্দি ছোড় দিবস’ হিসাবে পালন করেন। গুরু হরগোবিন্দের সময় থেকে আজও এই উৎসব পালন করা হয়। সেই দিন অমৃতসরের স্বর্ণমন্দিরকে আলোয় আলোকিত করে, প্রদীপ জ্বালিয়ে শিখরাও এই উৎসব পালন করেন। 

কেউ কেউ  আবার এই দিনটি তে বাড়ির অমঙ্গল বিতাড়নের জন্য এবং সুখ, সমৃদ্ধি লাভের কামনায় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চারদিকে প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী, গণেশ পুজো করে থাকেন। হিন্দুরা বিশ্বাস করেন দীপাবলির দিনটিতে সারারাত ঘরে এই প্রদীপ জ্বালানো থাকলে ঘরে লক্ষ্মী আসেন।

                 "এই দীপাবলিতে অসংখ্য প্রদীপের আলো আপনাদের,
                   জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, ও সৌভাগ্য।
                    সকলকে জানাই দীপাবলির আন্তরিক, প্রীতি ও শুভেচ্ছা।" 

                  
Diwali

English
                                           

                                                               Diwali


Bengali Durga Pujo and Lakshmi Pujo are over but the festive mood is not over yet. Now we start to celebrate Diwali and the worship of Ma Kali ....
             Om Jayanti Mangala Kali 
              Bhadrakali Kapalini,
              Durga Kshama Shiva Dhatri 
             Swaha Swadha Namostute.
Diwali is the largest and most popular festival in India. Diwali means festival of light. On this day, everyone from the youngest to the oldest rises with special joy and insanity. Everyone decorates their house with light. The whole country is lit up on this day with candles and lights. However, there are many stories associated with the history of Diwali.

The most common of these is the story of Rama, Sita and Lakshman's return to Ayodhya. When Rama, Sita and Lakshman spent 14 years in exile, Lord Ram killed ferocious Ravana and returned to the city of Ayodhya. The whole city of Ayodhya was lit up to welcome them. Since then we celebrate the festival, Diwali. In many places, Ravana's figurine is burned on Dussehra.

According to the story of Mahabharata -
Narkasur, the son of Bhudevi and Varaha, was very strong. He started torturing people by occupying heaven and earth. Lord Krishna killed Narakasur and rescued 16,000 captive women in his palace. He got married to save all of them. But before his death, Narakasura asked Krishna for a boon so that the day of his death would be celebrated with pomp and circumstance. It was on this Diwali that Krishna killed Narakasur.
Again, Diwali is an unforgettable day for the Sikh community. According to Jainism, Mahavira attained Nirvana on the day of Diwali in 526 BCE.
The Golden Temple was founded in Amritsar in 1588 CE on the holy day of Diwali. Moreover, in 1619, Hargobind, the sixth guru of the Sikhs, and 52 princes were released on the day of Diwali, so the Sikhs celebrated Diwali as the day of release of prisoners. This festival has been celebrated since the time of Guru Hargobind. On that day, the Golden Temple of Amritsar was illuminated by light and the Shikhs also celebrated this festival by lighting lamps.

On this day, some people worship Lakshmi and Ganesha by lighting lamps around the house to get rid of the evils of the house and to get happiness and prosperity. Hindus believe that on the day of Diwali, if this lamp is lit in the house all night, Lakshmi comes to the house.

             "May this festival of lights illuminate your life and push away the darkness. 
                Have a happy and prosperous Diwali! "
                                                    

Post a Comment

0 Comments