adds

আবার নতুন করে শুরু-৯ম পর্ব

                                 আবার নতুন করে শুরু-৯ম পর্ব

Previous part

আজ মৃন্ময়ী ও তীর্থের উপর খুব রেগে গেল। সে তীর্থকে ফোন করতে গেল। কিন্তু সৃজা তাকে ফোন করতে দিল না।............

সৃজা ও ঠিক করল আর নয় এই সম্পর্ক থাকা থেকে না থাকা অনেক ভাল। মনে মনে ঠিক করে নিল সে একাই তার সন্তানকে বড় করে তুলবে। কারো সাহায্য চাইনা। তবে কাজের চাপ ও মানসিক চাপে সৃজার শরীরটা দিন দিন খারাপ হচ্ছিল। এইদিকে তীর্থ সেই দিন বাড়ি ফেরার পর তীর্থ তার মাকে বলল সে সৃজাকে এবার মুক্তি দিতে চায় আর এই সম্পর্ক রাখতে চায় না। তার মা অনেক বুঝনোর চেষ্টা করল তীর্থকে কিন্তু তীর্থ কিছুই শুনতে চাইল না। 

রাতে হঠাৎ তীর্থের মা র খুব শরীর খারাপ করল। তীর্থ তার মা কে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল অনেক ডাক্তার এল কিন্তু তার শারীরিক অবস্থার কোন উন্নতি হল না। তীর্থ তার এক বন্ধুর কাছে তার ব্যবসার সব দায়িত্ব দিয়ে মাকে নিয়ে দেশের বাইরে ডাক্তার দেখাতে চলে গেল। কিন্তু এত কিছুর পর ও তীর্থ  সৃজাকে ভুলতে পারছিল না। প্রায় প্রতিদিন ঘুমনোর আগে সৃজার ছবিটা দেখত আর ভাবত কেন সৃজা তার সাথে এমন করল। তীর্থ সৃজাকে ম্যাসেজ পাঠাতে গিয়ে ও ডিলিট করে দিত। ভাবত হয়ত ওর একটা ম্যাসেজ সুদীপ্ত ও সৃজার জীবনকে নষ্ট করে দিতে পারে।

এইদিকে সৃজা এই ভেবে কষ্ট পাচ্ছিল যে তীর্থ এই অবস্থাতে কি করে সৃজাকে একা ছেড়ে চলে গেল। একদিন সৃজার বান্ধবী মৃন্ময়ী তীর্থের এক বন্ধুর কাছে শুনতে পেল তীর্থ এখন দেশের বাইরে আছে। মৃন্ময়ী তীর্থের দেশের বাইরে যাওয়ার কথা টা শুনে ভাবল তীর্থ হয়ত ঘুরতে গেছে সৃজার ব্যাপারে তার কোন খেয়াল নেই, তাই সে রেগে তীর্থের বন্ধুর কথাটা না শুনেই চলে গেল তারপর অফিস গিয়ে সৃজাকে তীর্থের কথা বলল। সৃজা নিজের কষ্টটা তার বান্ধবীকে  বুঝতে দিল না। মৃন্ময়ীর ও সব কিছু জেনে ও কিছু করার ছিল না। 

দেখতে দেখতে ৫ মাস কেটে গেল। সৃজার শরীরটা খুবই খারাপ, সে প্রতিদিন অফিসে ও আসতে পারছে না। ডাক্তার তাকে নিশিন্তে বিশ্রাম নিতে বলেছে। সৃজা সন্তানের কথা ভেবে আনন্দে থাকার চেষ্টা করলে ও পারছে না। সে তার নিজের জীবনের হিসেব গুলো কিছুতেই মিলাতে পারছে না। 

এদিকে তীর্থ তার মাকে নিয়ে বাড়ি ফিরল। আগের থেকে তীর্থের মা এখন কিছুটা সুস্থ কিন্তু এখনো সম্পূর্ণ রূপে সুস্থ হয় নি। তীর্থের মা বাড়ি ফিরে সৃজাকে দেখতে চাইল। তীর্থ মার শরীরের কথা ভেবে সিদ্ধান্ত নিল সে একবার সৃজার অফিসে গিয়ে দেখবে একবার তার মার সাথে সৃজার দেখা করানো যায় কিনা। 

                    Next part............................                        

আবার নতুন করে শুরু-৯ম পর্ব

English

Previous Part

But today Mrinmayee also very angry with Tirtho . She went to call Tirtho. But Sreeja did not let her call..............

Sreeja decided It is much better not to have this relationship. She also decided that she would take care of her child alone. She doesn't want anyone's help. However, she was feeling unwell day by day due to work stress and mental stress. On the other hand, after Tirtho returned home that day, Tirtho told his mother that he wanted to divorce  Sreeja and did not want to have this relationship. His mother tried to understand Tirtho but Tirtho did not want to hear anything.

At night, Tirtho's mother suddenly became very ill. Tirtho rushed her mother to the hospital. Many doctors came but her condition did not improve. Tirtha took his mother abroad for treatment. So he gave all the responsibility of his business to one of his friends. But after so much, he could not forget Sreeja. Almost every day before going to bed, he would look at Sreeja's picture and wonder why Sreeja did that to him. Every day, Tirtho used to write messages for Sreeja but he does not send them and he deletes them. He thought maybe one of his massages could ruin the life of Sudipto and Sreeja.
Meanwhile, Sreeja was having trouble thinking about how Tirtho left Sreeja alone in this situation. One day, Sreeja's friend Mrinmayee heard from a friend of Tirtho that Tirtho is now out of the country. When she heard this, she thought that Tirtho might have gone for a tour. He has no thinking about Sreeja, so she got angry and left without hearing all the words of Tirtho's friend. Sreeja did not let her friend understand her pain.Mrinmayee also knew everything and had nothing to do.

After 5 months, Sreeja was feeling very weak, she can't come to the office every day. The doctor told her to rest. If Sreeja tries to be happy thinking about the child, she can't. She can't match the calculations of her own life at all.

Meanwhile, Tirtho returned home with his mother. But still, now she was not fully recovered yet. Tirtho's mother wanted to see Sreeja after return home. Thinking about his sick mother, Tirtho decided that he would go to Sreeja's office once and try to meet Sreeja with his mother.





Post a Comment

0 Comments