adds

আবার নতুন করে শুরু-১০ম পর্ব

                                   আবার নতুন করে শুরু-১০ম পর্ব

তীর্থ মার শরীরের কথা ভেবে সিদ্ধান্ত নিল সে একবার সৃজার অফিসে গিয়ে দেখবে একবার তার মার সাথে সৃজার দেখা করানো যায় কিনা। ............

তারপর দিন সকালে সৃজার শরীরটা খুবই খারাপ করছিল তার মা ও বাবা তাকে অনেকবার মানা করল কিন্তু তা ও সে অফিস গেল। আসলে ঘরে বসে থাকলে যে দুশ্চিন্তা গুলো মনে আর চেপে বসে। অফিসে গেলে কাজের চাপে এই দুশিন্তা গুলো কিছুটা হলেও কমে যায়।

কিন্তু অফিস যাওয়ার কিছুক্ষণ পরই সৃজার শরীর খুব খারাপ করল। মৃন্ময়ী ও সৃজার আর ও কয়ের জন বন্ধু ঠিক করল সৃজাকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাবে ঠিক সেই সময় তীর্থ সৃজার সাথে দেখা করতে এল। তীর্থ নামতে না নামতেই দেখল সৃজার বন্ধুরা তাকে ধরে নিয়ে গাড়িতে তুলছে । তীর্থ এগিয়ে এসে সৃজাকে এমন অবস্থায় দেখে মৃন্ময়ীকে চিৎকার করে বলে উঠল সৃজার স্বামী কোথায়? শরীরের এমন অবস্থায় কেউ তার স্ত্রীকে অফিসে পাঠায়? 

মৃন্ময়ী তীর্থের এমন কথায় রেগে গিয়ে তীর্থকে বলল " তুমি এখানে কি করছ? তোমাকে সৃজার চিন্তা করতে হবে না ? আর তুমি কি ভেবেছ তুমি সৃজার দেখাশোনা করবে না বলে তার আর কেউ নেই ? আমরা আছি সৃজার সাথে আর ভবিষ্যতে ও থাকব। সৃজা তার সন্তানকে একাই বড় করবে। আর আজ যদি সৃজার কিছু হয় তার জন্য দায়ী হবে তুমি। সৃজা তো বলত তুমি নাকি ওকে স্কুল জীবন থেকে ভালবাস। তবে কেন নিজের স্ত্রী কে এত অবিশ্বাস। আর বারবার সৃজার স্বামী কে? এই কথা বলে তুমি কেন সৃজাকে কষ্ট দিচ্ছ? তোমার কি স্বামী হিসেবে কিছু কর্তব্য নেই। সৃজা যে তোমার সন্তানের মা হতে চলছে। 
তোমার কাছে আমাদের একটা অনুরোধ তুমি সৃজাকে আর কষ্ট দিও না। মৃন্ময়ীর এই সব কথা শুনে তীর্থ নিজের ভুল বুঝতে পারল। সে সৃজাকে নিজের গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেল। তীর্থ সেই দিন বুঝতে পেরেছিল সে কি ভুল করেছে। সে বুঝতে পেরেছে তার ভালোবাসা তার ইগো র কাছে  হেরে গেছে। তাই আজ তীর্থ তার ইগোকে হারিয়ে তার সেই ভালবাসা কে জয়ী করে তুলতে চায়। সে আবার নূতন করে সব কিছু শুরু করতে চায়। সৃজার জীবন থেকে কষ্টকে দূর করে তাকে সুখী করতে চায়।

ঠিক পাঁচ দিনপর ডাক্তারদের চেষ্টায় ও তীর্থের যত্নে সৃজা একটি ফুটফুটে সুন্দর মেয়ের জন্ম দেয়। আসলে  ইগো যদিও খুব ছোট একটা শব্দ কিন্তু যে কোন সম্পর্ককে শেষ বা ধ্বংস করতে যথেষ্ট। তাই ইগো কে জীবন থেকে দূরে সরিয়ে রাখা যায় তবে আমাদের জীবনের সম্পর্ক গুলো হয়ত আর মধুর হয়ে উঠবে।
                          
আবার নতুন করে শুরু-১০ম পর্ব



English

Thinking about sick mother, Tirtho decided that he would go to Sreeja's office once and try to meet Sreeja with his mother........................

Then in the morning Sreeja was felling very sick. Her mother and father persuaded her many times but she went to the office. In fact, if we sit at home, the worries come to mind. When we go to the office, the stress of work reduces these worries to some extent.

But shortly after going to the office, Sreeja's health worsened. Then Mrinmayee and other friends of Sreeja decided to take Sreeja to the doctor chamber . Just then Tirtho came to met Sreeja. As soon as Tirtho got down from his car, he saw Sreeja's friends grabbing her and taking her to the car. When Tirtho came forward and saw Sreeja in such a condition, he shouted to Mrinmayee, "Where is Sreeja's husband?" Does anyone send his wife to the office in such a state of health?
Mrinmayee got angry at Tirtho's words and said to Tirtho, "What are you doing here? You don't have to worry about Sreeja? Do you think there is no one to take care of Sreeja? We are with Sreeja and will be with her in the future. Sreeja take care her child alone. If anything happens to Sreeja today, you will be responsible for it. Sreeja said that  you loved her from school life. Then why disbelieve your wife so much? Do you have no duty as a husband .Sreeja is going to be the mother of your child.

One of our requests to you is that you don't bother Sreeja anymore. Hearing all these words of Mrinmayee, Tirtho realized his mistake. He drove her to the doctor. Tirtho realized that day what he had done wrong. She realizes that her love has been lost to her ego. So today Tirtho wants to lose his ego and conquer his love. He wants to start all over again. He wants to make her(Sreeja) happy by removing suffering from her life.

Exactly five days later, thanks to the efforts of the doctors and the care of Tirtho, Sreeja gave birth to a beautiful girl. In fact ego is a very small word but it is enough to end or destroy any relationship. So if  ego can be kept away from our life,  our relationships may become more sweeter.



Post a Comment

0 Comments