adds

জীবন-Life

                                                                      জীবন-Life

                                    (English and Bengali both are available) 
        জীবনের মানে ভিন্ন লোকের কাছে ভিন্ন। কারো কাছে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া, কারো কাছে আবার সুখ দুঃখের লুকোচুরি খেলা, কেউ ভাবে জীবন মানে নিজের সব কিছু ত্যাগ করে অন্যদের খুশি রাখা, কারো কাছে জীবন মানে প্রতিটি মুহুর্ত নুতন করে পাওয়া ও নুতন করে শেখা, কারো কাছে আবার পূর্ণিমারাতের চাঁদের মতো সুন্দর, আবার কারো কাছে সুকান্তের ঝলসানো রুটি। আসলে জীবনের মানে হল জীবনের মানেকে খুঁজে বের করা। 
            জীবন কারো জন্য থেমে থাকে না। জাগতিক নিয়ম জীবনকে থেকে থাকতে দেয় না। মানুষ ছুটে চলে কিছু পাবার নেশায়। কেউ আবার বাস্তবকে গল্পের মধ্য দিয়ে তুলে ধরে অন্যকে কিছু দেবার নেশায়। 
          জীবনের বাস্তব বড়ই কঠিন। এখানে কোন কিছুই চিরস্থায়ী নয়। জীবনে চলার পথে যতই দুঃখ আসুক না কেন সব কিছু সয়ে দুঃখ কষ্টকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারলে জীবন সার্থক। জীবন কখনো মানুষের প্রত্যাশা অনুযায়ী চলে না। নদীর মতো নিজের গতিতে বয়ে চলে। 
         আমাদের চারপাশে এমন খুব কম লোক আছে যাদের জীবনে দুঃখ নেই। আসলে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। তাই কোন কিছু পেয়ে আমরা আনন্দ পাই বটে কিন্তু কিছু দিন পর আমাদের চাহিদা আরও বেড়ে যায়। যে স্বপ্ন পূরণ হওয়াতে আমরা একদিন আনন্দে উচ্ছসিত হয়েছিলাম সেই চাহিদা পূরণ করতে গিয়ে হয়ত আমরা নিজের অজান্তে দুঃখ ডেকে আনি। এই দুঃখকে যখন মন থেকে মেনে নিতে পারিনা তখন আমাদের জীবনে আসে হতাশা। তখন কেউ কেউ নিজেকে হারিয়ে ফেলে কেউ আবার নুতন করে স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে সার্থক করার নেশায় ছুটে চলে। 

        জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদের বিফলতা এবং হতাশার দায়ভার নিজের ভাগ্যের উপর ছেড়ে দিই। তখন মনে হয় আমাদের দ্বারা আর কিছু হবে না, হয়তো আমাদের ভাগ্য কিছুই নেই তাই যতই চেষ্টা করি না কেন কিছু লাভ নেই। আসলে জীবন নামক খেলাটা হল একটা জটিল খেলা যেখানে হেরে গিয়ে থেমে থাকলে চলবে না নিজেকেই একদিন না একদিন সেই খেলায় জয়ী হতে হবে। দিশেহারা জীবনে সব পরিকল্পনাই যে ব্যর্থ।

        আসলে চলার নামই জীবন হেরে থেমে যাওয়া মানেই মৃত্যু। যদি দুঃখিত বা পরাজিত হয়ে থেমে যাই তবে জীবনের পথে কখনো এগিয়ে যেতে পারব না। পরাজিত হওয়ার পর মনে সাহস রেখে এগিয়ে গেলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়। একটি শিশু যখন দশমাস মায়ের পেটে একটু একটু করে বারতে থাকে তখন মা ও শিশু দুজন কেই অনেক সংগ্রাম ও কষ্টের মুখোমুখি হতে হয়। দশমাস পর শিশুটি যখন পৃথিবীর আলো দেখতে পায় তখন তার সাথে সাথে তার মায়ের আনন্দের ও যে কোন ঠিকানা থাকে না।
 আর পৃথিবীর আলো দেখার সাথে সাথেই শিশুটির ও এই পৃথিবী তে বেঁচে থাকার সংগ্রাম শুরু হয়। হয়ত তখন তার মা বাবা তার সাথে থাকে কিন্তু আসল সংগ্রাম তাকেই করতে হয়। আস্তে আস্তে শিশুটি হাঁটতে শেখে। হাঁটতে গিয়ে শিশুটির যে কতবার পরে যায়, ব্যথা লাগে কিন্তু সেই ব্যথার ভয়ে যদি সে চুপ করে বসে থাকে তবে তার আর হাঁটতে শেখা হবে না। 
            তাই যত সহজে আমরা জীবনের দুঃখগুলিকে মেনে নেব ততই আমরা জয়ের দিকে এগিয়ে যাব।আমাদের মনে রাখতে হবে সাফল্য কিংবা ব্যর্থতা জীবনের সবকিছু নয়। কখনো জীবনের পথে হেরে গেলে কে কি বলল তা না ভেবে এই পৃথিবীতে যতদিন থাকব জীবন নামক যুদ্ধটাকে সাহসের সাথে এগিয়ে নিয়ে যেতে পারলেই একদিন হয়ত মানব জীবন সার্থক হবে। 
                                         
জীবন-Life

                     


 
English Translation

           The meaning of life is different for different people. For some, just moving forward, for others, the game of hiding happiness and sorrow, for some life means give up everything for keeping others happy, for some life means getting every moment new and learning anew, for someone life is as beautiful as the full moon, again for someone life is Sukant's baked bread. In fact, the meaning of life is to find the value of life.
          Life does not stop for anyone. Worldly rules do not allow life to remain. People run away to get something. Someone is addicted to giving something to others by presenting the reality through of story.

          The reality of life is very hard. Nothing here is permanent. No matter how much grief comes in the way of life, life is successful if you can accept the grief and suffering in a normal way. Life never goes according to human expectations. It flows at its own speed like a river.

          There are very few people around us who do not have sorrow in their lives. In fact, there is no end to what people want. So we enjoy getting something but after a few days, our demand increases even more. To fulfill the dream that we were overwhelmed with joy one day, we may unknowingly bring sorrow. Disappointment comes into our lives when we cannot accept this sorrow in our minds. Then some people lose themselves, some people again dream anew, they run away from making their dream come true.


        There are many times in life when we leave the responsibility of our failure and frustration to our own destiny. Then it seems that nothing will happen to us, maybe we have no luck so no matter how hard we try, there is no gain. In fact, the game of life is a complex game where you don't have to stop losing and one day we have to win that game.

       In fact, life always keeps working, and when life stops it happens to become life's death. If we stop feeling sad or defeated, we will never be able to move forward on the path of life. After being defeated, we can win the struggle of life only if we go ahead with courage in mind

When a baby is in its mother's womb for ten months, the mother and the child have to face a lot of struggles and hardships. Ten months later, when the baby sees the light of the world, Mother's happiness does not express. As soon as the baby grows up to the world the struggle of life begins. Maybe his parents are with him then but he has to do the real struggle. Gradually the child learns to walk. When he started to walk he falls many times but he does not lose his courage. If he stops walking in fear of that pain, he will not learn to walk anymore.

    So the easier we accept the sorrows of life, the more we move towards victory. We have to remember that success or failure is not everything in life. If we ever lose in the way of life, no matter what other think, just go on with confidence. Human life will be successful one day only if we can carry forward the battle of life with courage as long as we live in this world.





  
            
                    
 
          
     

Post a Comment

7 Comments

  1. I am expressing here my feelings about life. Please express your feelings about life too.

    ReplyDelete
  2. আমি এখানে জীবন সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করছি। comment এ আপনারা ও আপনাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা প্রকাশ করতে পারেন।

    ReplyDelete
  3. জীবন বড় কঠিন, এটাই সবচেয়ে সত্যি। আরও ভালো কিছু করব, আরও ভালো কিছু চাই এই করতে করতে জীবনটাই শেষ হয়ে যায় ।

    ReplyDelete
  4. জীবন মানে ই খুব জটিল।

    ReplyDelete
  5. Yes I agree with you life want sacrifices in every stage

    ReplyDelete

Thanks for comments.